Connect with us

বলিউড

‘টুয়েলভ ফেইল’ দেখা স্কুলের হোমওয়ার্কের জন্য বাধ্যতামূলক

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘টুয়েলভ ফেইল’ সিনেমায় বিক্রান্ত ম্যাসি (ছবি: বিনোদ চোপড়া ফিল্মস)

বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসির ‘টুয়েলভ ফেইল’ দর্শকদের মন জয় করে বক্স অফিসে চমকানো সাফল্য পেয়েছে। এটি এখন রীতিমতো সেনসেশন বলা চলে। এর হৃদয়ছোঁয়া গল্প ও অভিনয়ে মজেছেন সারা ভারতের দর্শকেরা। সিনেমাটি শিক্ষাঙ্গনেও সাড়া ফেলেছে।

মুম্বাইয়ের কান্দিভালিতে রায়ান ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ দীপাবলিতে ছুটির হোমওয়ার্কের অংশ হিসেবে সিনেমাটি দেখা শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করেছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকেরা এই পদক্ষেপকে সাদরে গ্রহণ করেছেন। সোশ্যাল মিডিয়ায় স্কুল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ‘টুয়েলভ ফেইল’ সংশ্লিষ্টরা।

সিনেমাটিতে যে বার্তা দেওয়া হয়েছে, এর ভূয়সী প্রশংসা করেছেন সিনেমা বোদ্ধা ও দর্শকেরা। যেকোনো পরীক্ষায় ব্যর্থ হলেও হাল না ছেড়ে আবার চেষ্টা করার উৎসাহ জোগানো গল্প এটি।

‘টুয়েলভ ফেইল’ সিনেমায় বিক্রান্ত ম্যাসি (ছবি: বিনোদ চোপড়া ফিল্মস)

ভারতীয় লেখক অনুরাগ পাঠকের ‘টুয়েলভ ফেইল’ গ্রন্থ অবলম্বনে নির্মিত এই সিনেমায় তুলে ধরা হয়েছে, ভারতের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরীক্ষায় অংশগ্রহণকারী লাখ লাখ ছাত্র-ছাত্রীর সংগ্রাম। তাদেরই একজন মনোজ কুমার শর্মা আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখে। বিশ্বের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে ভাগ্য পুনরুদ্ধার করতে চায় সে। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে ঠিকই জয় হয় তার।

‘টুয়েলভ ফেইল’ সিনেমায় বিক্রান্ত ম্যাসি (ছবি: বিনোদ চোপড়া ফিল্মস)

জি স্টুডিওসের পরিবেশনায় গত ২৭ অক্টোবর হিন্দিতে মুক্তি পায় ২০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘টুয়েলভ ফেইল’। এরপর ৩ নভেম্বর তামিল ও তেলুগু ভাষায় সিনেমাহলে এসেছে এটি। এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৬ মিনিট। সংগীত পরিচালনায় শান্তনু মৈত্র।

বক্স অফিস থেকে ২৫ কোটি ৬১ লাখ রুপি পেয়েছে ‘টুয়েলভ ফেইল’। মাঝারি বাজেটের সিনেমার জন্য এই অঙ্ক বড়সড়ই বলতে হবে। বক্স অফিসের সাফল্যে এর জনপ্রিয়তার প্রমাণ মেলে।

‘টুয়েলভ ফেইল’ সিনেমায় বিক্রান্ত ম্যাসি (ছবি: বিনোদ চোপড়া ফিল্মস)

‘টুয়েলভ ফেইল’ সিনেমায় মনোজ কুমার শর্মা চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি। দারুণ অভিনয়ের সুবাদে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ, সঞ্জয় দত্ত, নির্মাতা ফারহান আখতার, দক্ষিণী তারকা কমল হাসান, সুরিয়া, ঋসাভ শেঠি, ক্রিকেটার শুবমান গিলসহ বিভিন্ন অঙ্গনের তারকারা সিনেমাটিকে প্রশংসায় ভাসিয়েছেন।

‘টুয়েলভ ফেইল’ সিনেমার পোস্টার (ছবি: বিনোদ চোপড়া ফিল্মস)

বিক্রান্ত ম্যাসির এক ভক্ত ‘টুয়েলভ ফেইল’ দেখতে পুরো সিনেমাহল বুকিং নিয়েছেন। এমন ভালোবাসা পেয়ে অভিভূত হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ৩৬ বছর বয়সী এই তারকার কথায়, ‘কিছু বলতে পারছি না, আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি! অনেক ভালোবাসা রইলো।’

বিক্রান্ত ম্যাসি ও বিধু বিনোদ চোপড়া (ছবি: (এক্স)

‘টুয়েলভ ফেইল’ পরিচালনা করেছেন বিধু বিনোদ চোপড়া। বলিউডের ‘মুন্না ভাই’ ফ্র্যাঞ্চাইজ, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘সঞ্জু’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা প্রযোজনা করেছেন তিনি। তার এসব সিনেমার পরিচালক রাজকুমার হিরানি ‘ডানকি’র পর বিক্রান্ত ম্যাসিকে নিয়ে নতুন একটি সিনেমার পরিকল্পনা করছেন। এতে আরো থাকবেন রণবীর কাপুর।

বিক্রান্ত ম্যাসির হাতে এখন আছে ‘হাসিন দিলরুবা’র সিক্যুয়েল ‘ফির আয়ি হাসিন দিলরুবা’, অমিত জোশি পরিচালিত ‘ইয়ার জিগরি’, আদিত্য নিম্বালকার পরিচালিত ‘সেক্টর থার্টি সিক্স’, দেবাং ভাবসরের ‘ব্ল্যাকআউট’, দক্ষিণী অভিনেত্রী রাশি খান্নার বিপরীতে রোমান্টিক একটি সিনেমা (নাম চূড়ান্ত হয়নি) এবং চিত্রনাট্যকার নিরঞ্জন আয়াঙ্গার পরিচালিত প্রথম সিনেমা (নাম চূড়ান্ত হয়নি)।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ