বলিউড
ট্রাফিক জ্যাম এড়াতে বুদ্ধি খাটিয়ে যা করলেন সারা
বলিউড অভিনেত্রী সারা আলি খান ভালো করেই জানেন, মুম্বাইয়ে ব্যস্ত সড়কে চলাফেরা করা কতটা সময়সাপেক্ষ ব্যাপার। ট্রাফিক জ্যামে পড়লে ঘণ্টার পর ঘণ্টা চলে যায়। এ কারণে কম সময়ে গন্তব্যে পৌঁছাতে শহরের বাসিন্দাদের মতো তিনি বিকল্প হিসেবে মেট্রোরেল বেছে নিলেন।
গতকাল (৯ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সারা। এতে দেখা যাচ্ছে, সময় বাঁচাতে পরিচিত কয়েকজনকে নিয়ে লোকাল ট্রেনে যাতায়াত করছেন তিনি। তখন ‘এ ওয়াতান মেরে ওয়াতান’ সিনেমার শুটিং থেকে ঘরে ফিরছিলেন ২৭ বছর বয়সী এই তারকা।
View this post on Instagram
ভিডিওর ক্যাপশনে সারা লিখেছেন, ‘দর্শকদের নমস্কার জানাই। আপনারা দেখেছেন, আমরা একটি লোকাল ট্রেনের ভেতর আছি। কারণ ট্রাফিক জ্যাম অসহনীয়। তাই আমরা এই পথ বেছে নিলাম। কষ্ট না করলে কেষ্ট মেলে না। ট্রেন থেকে নেমে আমরা গলির মোড় থেকে রিকশা নেবো। শিগগিরই দেখা হবে দর্শকরা।’
এরপর এক বন্ধুর সঙ্গে রিকশা ভ্রমণ উপভোগ করেছেন সারা। এবারের ভিডিওর ক্যাপশনে তিনি বলেন, ‘দর্শকদের নমস্কার জানাই। আজ আমরা বুদ্ধি খাটিয়ে সময়ের সদ্ব্যবহার করতে ট্রেনে যাতায়াত করেছি।’
করণ জোহর প্রযোজিত ও কানন আইয়ার পরিচালিত ‘এ ওয়াতান মেরে ওয়াতান’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে এতে মুক্তিযোদ্ধার চরিত্রে দেখা যাবে সারাকে। তার বিপরীতে আছেন বরুণ ধাওয়ান।
সারার হাতে আরও আছে লক্ষ্মণ উটেকারের পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমা (ভিকি কৌশল), জগন শক্তি পরিচালিত ‘ঈগল’ (টাইগহার শ্রফ), ‘গ্যাসলাইট’ (বিক্রান্ত ম্যাসি) এবং অনুরাগ বসুর ‘লাইফ ইন অ্যা মেট্রো’র সিক্যুয়েল ‘মেট্রো…ইন দিনো’ (আদিত্য রয় কাপুর)।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস