Connect with us

বলিউড

‘ডন থ্রি’: সবাই চেয়েছে শাহরুখকে, পরিচালক কেনো নিলেন রণবীরকে

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

শাহরুখ খান ও রণবীর সিং (ছবি: টুইটার)

বলিউড তারকা রণবীর সিংকে নতুন প্রজন্মের ডন হিসেবে একটি ভিডিওর মাধ্যমে পরিচয় করিয়ে দিলেন পরিচালক ফারহান আখতার। এতে উল্লেখ রয়েছে, ১১টি দেশের পুলিশ নতুন ডনকে খুঁজছে! তবে দর্শকদের অনেকের মন্তব্য, ‘এই ডনকে কোনো দেশের পুলিশ খুঁজবে না!’

অনেক ভক্ত ডন চরিত্রে রণবীর সিংকে মানতে নারাজ। শাহরুখকে ফিরিয়ে আনার দাবি তুলেছেন তারা। সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে রণবীরের নাম ঘোষণার ভিডিওর কমেন্ট ভরে গেছে নেতিবাচক প্রতিক্রিয়ায়।

ফারহানকে এক ভক্ত লিখেছেন, ‘কখনোই আপনার মেধা নিয়ে সংশয় নেই। রণবীর সিংকে অপছন্দ করি না। তবে তাকে এমন একটি চরিত্রে নেওয়ায় ডনের সুনাম চূর্ণ হয়ে যাচ্ছে। বরং আপনি নিজে এই চরিত্রে অভিনয় করলে অনেক ভালো হতো। ভিডিওতে তাকে ধূমপানের দৃশ্যেই তো মানায়নি, পুরো গল্প তাহলে কেমন লাগবে? মনের আশা-আকাঙ্ক্ষা সব শেষ, বিদায়।’

আরেকজনের মন্তব্য, “রণবীর সিংয়ের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, তিনি দারুণ অভিনেতা। কিন্তু ডন কেবল শাহরুখকেই মানায়। ভিডিওটি দেখতে গিয়ে বারবারই মনে হয়েছে, এটি একটি প্যারোডি! শেষে হয়তো শাহরুখকে দেখা যাবে। ‘রেস’ সিরিজ থেকে শিক্ষা নিন, ‘রেস থ্রি’তে মূল নায়ক সাইফ আলি খানকে বদলে সালমান খানকে নেওয়ায় ফ্র্যাঞ্চাইজটি ডুবেছে।”

অন্য এক ভক্ত মনে করেন, ‘ডন শুধু একজনই… তার নাম শাহরুখ খান।’ আরেকজন লিখেছেন, ‘ডন হিসেবে শাহরুখকে কেউই ছাড়িয়ে যেতে পারবেন না। আমি আবারো বলছি, কেউই না।’

কারও মতে, “শাহরুখের জুতসই বিকল্প হতে পারেন রণবীর সিং। তবে শাহরুখ ছাড়া ‘ডন’ অনেকটা ‘মিশন: ইমপসিবল’ টম ক্রুজ ছাড়া।”

কেউবা বিশ্বাস করেন, ‘বলিউডে শাহরুখ ছাড়া ডন চরিত্রটির প্রতি সুবিচার করতে পারে এমন কেউ নেই। রণবীর সিং দারুণ মেধাবী অভিনেতা। কিন্তু ডন হিসেবে শাহরুখের উচ্চতায় পৌঁছানো কারও পক্ষে সম্ভব নয়।’

রণবীরকে নতুন ডন ঘোষণার পর ২০১৩ সালের ২৪ ডিসেম্বর পোস্ট করা শাহরুখের একটি টুইট ভাইরাল হয়েছে। এর মাধ্যমে ‘ডন’-এর ১০টি সিক্যুয়েলে কাজের প্রত্যাশা করেছিলেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Farhan Akhtar (@faroutakhtar)

১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন’ সিনেমায় চন্দ্র বারোতের পরিচালনায় অভিনয় করেন অমিতাভ বচ্চন। এর গল্প লিখেছেন সুপারস্টার সালমান খানের বাবা সেলিম খান এবং ফারহান আখতারের বাবা জাভেদ আখতার। ২০০৬ সালে এটি রিমেক করেন ফারহান। এতে নাম ভূমিকায় ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। ২০১১ সালে তাকে নিয়ে মুক্তি পায় ‘ডন টু’।

গতকাল (৮ আগস্ট) ‘ডন থ্রি’র লোগো উন্মোচনের মাধ্যমে ফারহান আখতার সোশ্যাল মিডিয়ায় আশা প্রকাশ করেন, ‘অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের মতোই নতুন ডনকে স্বাগত জানাবেন দর্শকেরা। তার হাত ধরে নতুন যুগের সূচনা হচ্ছে।’

‘ডন থ্রি’র ভিডিওতে রণবীর সিংয়ের মুখে শোনা গেছে কয়েকটি সংলাপ, ‘ঘুমিয়ে থাকা সিংহ কখন জেগে উঠবে? সবার প্রশ্ন এটাই। তাদের বলে দাও, আমি আবার জেগে উঠেছি। আমার শক্তি ও সাহস আবার দেখাতে শিগগিরই সামনে আসবো। মরণ নিয়ে খেলাই আমার জীবন, জিতে যাওয়াই আমার কাজ। ১১ দেশের পুলিশ আমাকে খুঁজছে। কিন্তু আমাকে কেইবা খুঁজে পাবে? আমি হলাম ডন।’

অ্যাকশন ফ্র্যাঞ্চাইজ ‘ডন’-এর তৃতীয় কিস্তি মুক্তি পাবে ২০২৫ সালে। আগের দুই পর্বের মতোই এবারের সিনেমায় রোমাঞ্চকর অ্যাকশন থাকবে। এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘ডন থ্রি’ যৌথভাবে প্রযোজনা করবেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার।

সিনেমাওয়ালা প্রচ্ছদ