Connect with us

ছোটদের সিনেমা

ডিজনির শতবর্ষ উদযাপনে চট্টগ্রামে দুই দিনের উৎসব

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ডিজনির শতবর্ষে চট্টগ্রামে দুই দিনের আয়োজন (ছবি: ফুলকি)

আমেরিকান অ্যানিমেটর, সিনেমা প্রযোজক ও উদ্যোক্তা ওয়াল্টার অ্যালায়াস ডিজনি ছিলেন স্বপ্নরাজ্যের স্বপ্নদ্রষ্টা। তিনি শিশু-কিশোরদের জন্য সৃষ্টি করে গেছেন কালজয়ী কার্টুন, সিনেমা ও বই। এগুলোর মাধ্যমে রূপকথার রঙিন রাজ্যে পৌঁছে যায় শিশু-কিশোররা। তার প্রতিষ্ঠিত দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির শতবর্ষ এখন উদযাপিত হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের কল্পনার জগত ডিজনি ওয়ার্ল্ডে। এর অংশ হিসেবে চট্টগ্রামের শিশু শিক্ষা প্রতিষ্ঠান ফুলকি আয়োজন করেছে দুই দিনের উৎসব।

নন্দনকাননের ৪৬ বৌদ্ধ মন্দির সড়কে ফুলকি প্রাঙ্গণ থেকে আগামীকাল (২২ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে বের হবে বর্ণিল শোভাযাত্রা। ডিজনির যেকোনো চরিত্র সেজে শিশু-কিশোররা এতে অংশগ্রহণ করতে পারবে। জামালখান মোড় হয়ে ফুলকি প্রাঙ্গণে ফিরে শোভাযাত্রা শেষ হবে।

সকাল ১০টা ৩০ মিনিটে ফুলকির মুক্তমঞ্চে রয়েছে উদ্বোধনী আয়োজন। এতে থাকবে ডিজনির সিনেমার গান পরিবেশন, সিনেমার দৃশ্য অভিনয় করে দেখানো এবং নাচ। সকাল ১১টা ১৫ মিনিটে শিশু-কিশোরদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনী হবে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং ২৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফুলকি মিলনায়তনে দেখানো হবে ডিজনির বিভিন্ন সিনেমা।

ফিলিস্তিনে গাজায় যুদ্ধে বিপদগ্রস্ত শিশুদের প্রতি সংহতি জানিয়ে ২৩ ডিসেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে ফুলকির সম্মুখভাগে রয়েছে মানববন্ধন কর্মসূচি।

এছাড়া শিশু-কিশোরদের জন্য আরো থাকছে ফটোবুথ, ডিজনির হরেক রকম বই, শিক্ষক ও শিক্ষার্থীদের বানানো কারুপণ্য ও মজার মজার কিছু খাবারের বিপণি। ফুলকির সর্বাধ্যক্ষা শীলা মোমেন সব আয়োজনে শিশু-কিশোরদের আমন্ত্রণ জানিয়েছেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ