বলিউড
৬৫ কোটিতে ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট কিনেছেন জানভি

জানভি কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)
বলিউড তারকা জানভি কাপুরের নতুন সিনেমা ‘মিলি’ মুক্তি পেলো গতকাল (৪ নভেম্বর)। চমকপ্রদ ব্যাপার হলো, এর মাধ্যমে প্রথমবার বাবা বনি কাপুরের প্রযোজনায় কাজ করলেন ২৫ বছর বয়সী এই অভিনেত্রী। অবশ্য সিনেমার ব্যবসা ও প্রতিক্রিয়া জানার আগেই কাপুর পরিবারে বইছে আনন্দের হাওয়া!
জানভি কাপুর ও তার পরিবার মিলে ৬৫ কোটি রুপি দিয়ে মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রা ওয়েস্টে একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট কিনেছেন। এর অভ্যন্তরে রয়েছে ৬ হাজার ৪২১ বর্গফুট জায়গা।

জানভি কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)
পালি হিলের একটি বহুতল ভবনের দোতলা ও তিনতলা মিলিয়ে অ্যাপার্টমেন্টটি সাজানো। নিজেদের পার্কিংয়ে তারা পাঁচটি গাড়ি রাখতে পারবেন। দোতলায় একটি সুইমিং পুল ও একটি খোলা বাগান করার জায়গা আছে।

খুশি কাপুর, বনি কাপুর ও জানভি কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)
ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি যৌথভাবে কিনেছেন জানভি, তার বাবা ও ছোট বোন খুশি কাপুর। স্ট্যাম্প ডিউটি হিসেবে তারা দিয়েছেন ৩ কোটি ৯০ লাখ রুপি। গত ১২ অক্টোবর এই বেচাকেনা নিবন্ধিত হয়েছে।

জানভি কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)
‘মিলি’র প্রচারণায় বাবাকে নিয়ে সনি টেলিভিশনের জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’তে গিয়েছিলেন জানভি। আড্ডায় বনি কাপুর বলেন, ‘সকালে জানভির ঘরে গেলেই দেখি কাপড়-চোপড় এদিক-সেদিক পড়ে আছে, টুথপেস্টের মুখ খোলা। আমাকেই গিয়ে সব গুছিয়ে দিতে হয়। ভাগ্য ভালো টয়লেটের ফ্ল্যাশটা নিজেই করতে পারে সে!’ বাবার মুখে এসব শুনে লাজুক হয়ে পড়েন জানভি।

জানভি কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)
প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জানভি কাপুর ‘মিলি’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন। মেয়েটি একটি ফুড চেইন ফ্র্যাঞ্চাইজিতে ওয়েটার হিসেবে চাকরি করে। একদিন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে আটকা পড়ে সে। এরপর শুরু হয় তার বেঁচে থাকার লড়াই। ২০১৯ সালে মুক্তি পাওয়া মালায়লাম সিনেমা ‘হেলেন’-এর হিন্দি রিমেক এটি। পরিচালনা করেছেন মাথুকুত্তি জাভিয়ার। এর সংগীত পরিচালনা করেছেন এ আর রাহমান।

জানভি কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)
জানভি কাপুরের হাতে এখন আরও আছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ (রাজকুমার রাও) এবং ‘বাওয়াল’ (বরুণ ধাওয়ান)। ‘মিলি’র প্রচারণার ফাঁকে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র জন্য ক্রিকেট অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তিনি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস