Connect with us

ওটিটি

ছক্কা মারলো ‘মহানগর ২’, অভিনয়ে সেরা মোশাররফ-বাঁধন-ফারিণ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

(বাঁ থেকে) দিব্য জ্যোতি, হইচইয়ের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাকিব আর. খান, মোশাররফ করিম, আশফাক নিপুন, মো. হাবিবুর রহমান তারেক ও শেখ রাজিবুল ইসলাম (ছবি: ব্লেন্ডার’স চয়েস-দ্য ডেইলি স্টার)

ব্লেন্ডার্স চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডসের এবারের আসরে সেরা সিরিজসহ সামনের সারির ৬টি পুরস্কার জিতেছে ‘মহানগর ২’। হইচইয়ের এই সিরিজের সুবাদে সেরা জনপ্রিয় অভিনেতা হয়েছেন মোশাররফ করিম। ওয়েব সিরিজের সেরা জনপ্রিয় পরিচালক শাখার পুরস্কার উঠেছে আশফাক নিপুনের হাতে।

‘মহানগর ২’ সিরিজের সুবাদে দিব্য জ্যোতি সেরা জনপ্রিয় পার্শ্ব অভিনেতা ও তানজিকা আমিন সেরা জনপ্রিয় সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন।

‘মাইসেলফ অ্যালেন স্বপন’ সিরিজের বিজয়ীদের সঙ্গে চরকি টিম (ছবি: ব্লেন্ডার’স চয়েস-দ্য ডেইলি স্টার)

এবারের আসরে ছয়টি শাখায় পুরস্কার জয়ী আরেক সিরিজ শিহাব শাহীন পরিচালিত ‘মাইসেলফ অ্যালেন স্বপন’। তবে এগুলোর বেশিরভাগই কারিগরি ও সমালোচক দৃষ্টিতে এসেছে। এতে নাম ভূমিকায় অভিনয়ের সুবাদে সমালোচকদের দৃষ্টিতে সেরা অভিনেতা হয়েছেন নাসির উদ্দিন খান।

(বাঁ থেকে) রাজেশ সাহা, আজমেরী হক বাঁধন ও বিজয়া রত্নাবলী (ফেসবুক)

তিনটি করে পুরস্কার পেয়েছে চরকির ওয়েব সিরিজ ‘গুটি’ আর ওয়েব ফিল্ম ‘ঊনিশ২০’। ‘গুটি’র জন্য আজমেরী হক বাঁধন ও দীপ্ত প্লে’র ওয়েব ফিল্ম ‘নিকষ’-এর সুবাদে তাসনিয়া ফারিণ যৌথভাবে সেরা জনপ্রিয় অভিনেত্রী হয়েছেন। চরকিতে মুক্তিপ্রাপ্ত ‘জাহান’ ফিল্মের জন্য সমালোচকদের দৃষ্টিতে সেরা অভিনেতা হয়েছেন নাজিয়া হক অর্ষা।

আজমেরী হক বাঁধন ও তাসনিয়া ফারিণ (ছবি: ব্লেন্ডার’স চয়েস-দ্য ডেইলি স্টার)

সেরা জনপ্রিয় ওয়েব ফিল্ম হয়েছে বিঞ্জে মুক্তিপ্রাপ্ত শিহাব শাহীনের “বাবা সামওয়ান’স ফলোয়িং মি”। বিঞ্জে মুক্তিপ্রাপ্ত ‘ফ্রাইডে’র জন্য ওয়েব ফিল্মের সেরা জনপ্রিয় পরিচালক হয়েছেন রায়হান রাফী।

হইচইয়ের ‘সাড়ে ষোল’ সিরিজের জন্য সেরা জনপ্রিয় খল অভিনেতার পুরস্কার জিতেছেন আফরান নিশো।

(বাঁ থেকে) সাজিদ সরকার, মিজানুর রহমান আরিয়ান, (সর্বডানে) অবন্তি সিঁথি (ছবি: ব্লেন্ডার’স চয়েস-দ্য ডেইলি স্টার)

সমালোচকদের দৃষ্টিতে সেরা ওয়েব ফিল্মের স্বীকৃতি পেয়েছে চরকিতে মুক্তিপ্রাপ্ত  ‘ঊনিশ২০’। ওয়েব ফিল্মটির জন্য সমালোচকদের চোখে সেরা পরিচালক হয়েছেন মিজানুর রহমান আরিয়ান। ‘ঊনিশ২০’ ফিল্মের ‘পাখি পাখি মন’ গানের সুবাদে অবন্তি সিঁথি ও মাহতিম সাকিব সেরা কণ্ঠশিল্পী এবং সাজিদ সরকার সেরা সুরকার শাখার পুরস্কার ঘরে নিয়েছেন।

হইচইয়ের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাকিব আর. খানের হাতে সেরা ড্রামা/সিরিজ পুরস্কার তুলে দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান (ছবি: ব্লেন্ডার’স চয়েস-দ্য ডেইলি স্টার)

গতকাল (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ব্লেন্ডার্স চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সেরা পডকাস্ট ক্রিয়েটর পুরস্কার পেয়েছেন জন কবির (ছবি: ব্লেন্ডার’স চয়েস-দ্য ডেইলি স্টার)

২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত কাজগুলোর মধ্য থেকে ২৯ জনকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে নেচেছেন মুমতাহিনা টয়া, শাহনাজ সুমি, আলিফ। গান গেয়েছেন এলিটা করিম, তাশফি ও প্রীতম হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাফসান সাবাব, আজরা মাহমুদ।

রায়হান রাফী (ছবি: ব্লেন্ডার’স চয়েস-দ্য ডেইলি স্টার)

জনপ্রিয় শাখা
সেরা ড্রামা/সিরিজ: মহানগর ২ (হইচই)
সেরা ওয়েব ফিল্ম: বাবা সামওয়ান’স ফলোয়িং মি (চরকি)
সেরা অভিনেতা: মোশাররফ করিম (মহানগর ২)
সেরা অভিনেত্রী: আজমেরী হক বাঁধন (গুটি), তাসনিয়া ফারিণ (নিকষ)
সেরা খল অভিনেতা: আফরান নিশো (সাড়ে ষোল)
সেরা পার্শ্ব অভিনেতা (সিরিজ): দিব্য জ্যোতি (মহানগর ২)
সেরা পার্শ্ব অভিনেত্রী (সিরিজ): তানজিকা আমিন (মহানগর ২)
সেরা পরিচালক (সিরিজ): আশফাক নিপুন (মহানগর ২)
সেরা পরিচালক (ফিল্ম):
রায়হান রাফী (ফ্রাইডে)
সেরা চিত্রনাট্যকার:
শিহাব শাহীন, রবিউল আলম রবি (মাইসেলফ অ্যালেন স্বপন)
সেরা চিত্রগ্রাহক:
শেখ রাজিবুল ইসলাম (মহানগর ২)
সেরা সম্পাদনা:
লিয়ন রোজারিও (মাইসেলফ অ্যালেন স্বপন)
সেরা রূপসজ্জাকর:
আতিয়া রহমান (মাইসেলফ অ্যালেন স্বপন)

মোশাররফ করিম (ছবি: ব্লেন্ডার’স চয়েস-দ্য ডেইলি স্টার)

সমালোচক পুরস্কার
সেরা ফিল্ম/ড্রামা/সিরিজ: ঊনিশ২০ (চরকি)
সেরা অভিনেতা: নাসির উদ্দিন খান (মাইসেলফ অ্যালেন স্বপন)
সেরা অভিনেত্রী: নাজিয়া হক অর্ষা (জাহান)
সেরা পরিচালক: মিজানুর রহমান আরিয়ান (ঊনিশ২০)
সেরা শিল্প নির্দেশক: নাঈমা জামান (মাইসেলফ অ্যালেন স্বপন)
সেরা পোশাক পরিকল্পনা: বিজয়া রত্নাবলী (গুটি)
সেরা শব্দসজ্জা: রাজেশ সাহা (গুটি)

সেরা গীতিকবি ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের হাতে পুরস্কার তুলে দেন গীতিকবি আসিফ ইকবাল ও কণ্ঠশিল্পী এলিটা করিম (ছবি: গানচিল)

সংগীত/গান
সেরা কণ্ঠশিল্পী: অবন্তি সিঁথি ও মাহতিম সাকিব (পাখি পাখি মন, ফিল্ম: ঊনিশ২০)
সেরা সুরকার: সাজিদ সরকার (পাখি পাখি মন, ফিল্ম: ঊনিশ২০)
সেরা গীতিকবি: ইন্দ্রনীল চট্টোপাধ্যায় (আগুন পাখি, সিরিজ: বুকের মধ্যে আগুন)
সেরা আবহ সংগীত: খৈয়াম শানু সন্ধি (মাইসেলফ অ্যালেন স্বপন)

(বাঁ থেকে) রাশেদুজ্জামান রাকিব, বাপ কা বেটা, নাফিস সেলিম (ছবি: ব্লেন্ডার’স চয়েস-দ্য ডেইলি স্টার)

ব্যক্তিগত কন্টেন্ট
সেরা কন্টেন্ট ক্রিয়েটর (পডকাস্ট): জন কবির (আই স্টার্টেড অ্যা পডকাস্ট, চতুর্থ মৌসুম)
সেরা কন্টেন্ট ক্রিয়েটর (বিনোদন/কমেডি/খেলা): আরএনআর (ওয়েস্ট অব মাসুদ রানা)
সেরা কন্টেন্ট ক্রিয়েটর (ভ্রমণ): বাপ কা বেটা (বাবাকে নিয়ে ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে)
সেরা কন্টেন্ট ক্রিয়েটর (খাবার ও রেসিপি): পেটুক কাপল (ঢাকায় আদিবাসীদের রেস্টুরেন্টে তাদের রান্নার প্রণালী)
সেরা কন্টেন্ট ক্রিয়েটর (শিক্ষা/স্বাস্থ্য): নাফিস সেলিম (হানি নাটস এতো জনপ্রিয় হলো কীভাবে)

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ