Connect with us

গান বাজনা

ঢাকার কনসার্টে বিনা পারিশ্রমিকে রাহাত ফতেহ আলী খান

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

রাহাত ফতেহ আলী খান (ছবি: ফেসবুক)

পাকিস্তানের খ্যাতিমান গায়ক রাহাত ফতেহ আলী খান ঢাকায় আসছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের সহায়তায় তহবিল সংগ্রহের কনসার্টে সংগীত পরিবেশন করবেন তিনি। আগামী ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে থাকছে ‘ইকোস অব রেভোল্যুশন’ শীর্ষক এই আয়োজন। 

দাতব্য এই কনসার্টের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্পিরিটস অব জুলাই’। এর সদস্যরা আজ (২৯ নভেম্বর) বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছেন। এতে জানানো হয়, রাহাত ফতেহ আলী খান এই কনসার্টে বিনা পারিশ্রমিকে গাইবেন। গতকাল (২৮ নভেম্বর) ৪৯ বছর বয়সী এই গায়কের সঙ্গে আয়োজকদের চুক্তি হয়েছে।

রাহাত ফতেহ আলী খান (ছবি: ফেসবুক)

আয়োজকরা সংবাদ সম্মেলনে জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে কনসার্টের টিকিট বিক্রি শুরু হতে পারে। তবে টিকিটের মূল্য এখনো নির্ধারিত হয়নি। কনসার্ট থেকে আয়কৃত পুরো অর্থ জুলাই বিপ্লবে আহত-নিহতদের পরিবারের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে।

রাহাত ফতেহ আলী খান (ছবি: ফেসবুক)

রাহাত ফতেহ আলী খান ছাড়াও কনসার্টে থাকবে আর্টসেল, চিরকুট, অ্যাশেজ ও আফটারম্যাথ ব্যান্ড এবং র‌্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নানের পরিবেশনা। তারা সবাই স্বল্প পারিশ্রমিকে গান-বাজনা করবেন। গান ছাড়াও আর্মি স্টেডিয়ামে জুলাই বিপ্লব সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক ও মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার থাকবে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ