বলিউড
ঢাকায় সালমান খানের ‘বিইং হিউম্যান’ আউটলেট, এলেন সোহেল খান

সালমান খান (ছবি: ফেসবুক)
বলিউড সুপারস্টার সালমান খানের চ্যারিটেবল ট্রাস্টের ফ্যাশন ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-এর আউটলেট চালু হলো ঢাকায়। আজ (১৫ সেপ্টেম্বর) দুপুরে বনানীতে এটি উদ্বোধন করেন তার ভাই অভিনেতা-নির্মাতা সোহেল খান। তাদের ভাতিজা আয়ান অগ্নিহোত্রীও ছিলেন অনুষ্ঠানে।
সোহেল খান বলেন, ‘ঢাকায় এসে দারুণ লাগছে। এখানকার সবাই বেশ হাসিখুশি। এখানকার মাছ আর বিরিয়ানি খাবো ভাবছি।’

ঢাকায় সোহেল খান (ছবি: ফেসবুক)
সোহেল খান জানান, ব্যস্ত থাকায় উদ্বোধনীতে আসতে পারেননি সালমান খান। তবে যেকোনো সময় তিনি বনানীর আউটলেটে আসবেন।
সোহেলের সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জীব রাও এবং বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী আর রেহমান ও মোহাইমিন মোস্তফা। তারা জানান, প্রথম ৫০ জন ক্রেতা পাবেন সালমান খানের অটোগ্রাফসহ ক্যাপ।

ঢাকায় সোহেল খান (ছবি: ফেসবুক)
গত ১৩ সেপ্টেম্বর ‘বিইং হিউম্যান বাংলাদেশ’-এর ফেসবুক পেজে ভিডিও বার্তায় সালমান খান জানান, ‘বিইং হিউম্যান ক্লথিং’ ঢাকার বনানীতে চালু হতে যাচ্ছে।
২০১২ সালে ভারতের মুম্বাইয়ে ‘বিইং হিউম্যান’-এর পথচলা শুরু হয়। পোশাকের ব্র্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটি অংশ পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হয়। বিশ্বের ১৫টি দেশে ৫০০টিরও বেশি আউটলেটের মাধ্যমে সালমান খান এই চ্যারিটি ফ্যাশন ট্রাস্টের কার্যক্রম পরিচালনা করছেন।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস