ঢালিউড
ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে আজ ‘বিউটি সার্কাস’

‘বিউটি সার্কাস’ সিনেমায় এবিএম সুমন ও জয়া আহসান (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)
দেশের বিলুপ্তপ্রায় সার্কাস শিল্প ও মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নির্মিত ‘বিউটি সার্কাস’ ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে উপভোগ করা যাবে। উৎসবের বাংলাদেশ প্যানারোমা শাখায় প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে এটি। আজ (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে দেখানো হবে মাহমুদ দিদার পরিচালিত এই সিনেমা।
‘বিউটি সার্কাস’ সিনেমা হলে মুক্তি পায় গত বছরের ২৩ সেপ্টেম্বর। সার্কাসকন্যা বিউটির ভূমিকায় অভিনয় করেছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। তারকাবহুল সিনেমাটিতে আরও আছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।

‘বিউটি সার্কাস’ সিনেমায় ফেরদৌস ও জয়া আহসান (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)
বড় পর্দায় মুক্তির পর সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ‘বিউটি সার্কাস’। অনেকের মতে, এটি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটি প্রতিবাদ। কারণ সাম্প্রদায়িকতার সবচেয়ে বড় শিকার হয় নারীরা। গল্পের বিউটি নারী শক্তির প্রতীক, সাহসের প্রতীক।
নির্মাতা মাহমুদ দিদার বলেন, ‘নানা প্রতিকূলতার মধ্য দিয়ে মুক্তি পাওয়া ‘বিউটি সার্কাস’ জরুরি একটি সিনেমা। দেশের অন্যতম বৃহৎ ফিল্ম ফেস্টিভ্যালে এটি দেখতে সবাইকে আমন্ত্রণ জানাই।’

‘বিউটি সার্কাস’ সিনেমায় জয়া আহসান (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)
‘বিউটি সার্কাস’ সিনেমায় রয়েছে তিনটি গান। এগুলো গেয়েছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী, অ্যাশেজ ব্যান্ডের ইভান এবং টুনটুন বাউল।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস