Connect with us

গান বাজনা

ঢাকা মাতাতে আসছেন ‘পুষ্পা’র গায়ক জাভেদ আলি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

জাভেদ আলি (ছবি: ফেসবুক)

ভারতের সাড়া জাগানো তেলুগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’-এর হিন্দি সংস্করণে ‘শ্রীভাল্লি’ গানটি তুমুল জনপ্রিয়। এটি গেয়েছেন জাভেদ আলি। গানে গানে দর্শক-শ্রোতা মাতাতে ঢাকায় আসছেন তিনি। আগামী ২৬ এপ্রিল পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে ঢাকা এরেনায় থাকছে তার পরিবেশনা।

জাভেদ আলি হিন্দির পাশাপাশি বাংলা, কান্নাডা, তেলুগু, তামিল, মালায়লাম, গুজরাটি, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, উর্দু, নেপালিসহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। তার গাওয়া জনপ্রিয় হিন্দি গানের তালিকায় আছে এ আর রাহমানের সুর-সংগীতে ‘কুন ফায়া কুন’ (রকস্টার), ‘গুজারিশ’ (গজিনি), ‘জব তাক হ্যায় জান’ (জব তাক হ্যায় জান) এবং ‘তুম তাক’ (রাঞ্ঝানা), প্রীতমের সুর-সংগীতে ‘এক দিন তেরি রাহো মে’ (নাকাব), ‘তু হি হাকিকত’ (তুম মিলে), ‘গালে লাগ জা’ (দে দানা দান), ‘তু জো মিলা’ (বজরঙ্গি ভাইজান), ‘তু মেরা হোগ্যায়া হ্যায়’ (তাড়াপ) ইত্যাদি।

জাভেদ আলি (ছবি: ফেসবুক)

জাভেদ আলীর কণ্ঠে তার জনপ্রিয় গানগুলো ঢাকায় সরাসরি উপভোগ করা যাবে। তিন দেশের তিন গায়ককে নিয়ে আয়োজন করা হয়েছে ‘আরবান নাইট উইথ থ্রি নেশনস’ শীর্ষক কনসার্ট। এতে তিনি ছাড়াও গাইবেন পাকিস্তানের তরুণ আবদুল হান্নান এবং বাংলাদেশের কোক স্টুডিও বাংলার মাধ্যমে পরিচিতি পাওয়া ঈশান মজুমদার। ফলে তিন দেশের সংগীতের মেলবন্ধন ঘটবে ঢাকার মঞ্চে।

‘আরবান নাইট উইথ থ্রি নেশনস’ শীর্ষক কনসার্টের পোস্টার (ছবি: অ্যাসেন)

কনসার্টের আয়োজন করছে অ্যাসেন, আর্কলাইট ইভেন্টস এবং জির্কুনিয়াম। ‘গেট সেট রক’-এ টিকিট বিক্রি হচ্ছে। সাধারণ টিকিটের দাম ৩ হাজার ৫০০ টাকা এবং ভিআইপি টিকিটের দাম রাখা হয়েছে ৫ হাজার ৫০০ টাকা।

জাভেদ আলি (ছবি: ফেসবুক)

অ্যাসেনের প্রতিষ্ঠাতা ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘কনসার্টের প্রস্তুতি শেষ পর্যায়ে। টিকিট বিক্রিতে ভালো সাড়া পাচ্ছি। আমাদের আশা, দর্শক-শ্রোতারা চমৎকার একটি কনসার্ট উপভোগ করতে পারবেন।’

জাভেদ আলি (ছবি: ফেসবুক)

কনসার্টের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে অ্যাসেন, আর্কলাইট ইভেন্টস এবং জির্কুনিয়ামের ফেসবুক পেজে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ