ঢালিউড
ঢালিউডের মান বাঁচিয়েছে শাকিবের ‘তুফান’
ঢালিউডে ২০২৪ সালের খতিয়ানে মন্দার পাল্লাই ভারী। গত বছর মুক্তি পেয়েছে ৪৯টি ঢাকাই সিনেমা। এরমধ্যে ব্লকবাস্টার হিট কেবল রায়হান রাফী পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘তুফান’। ব্যবসার নিরিখে তাই বলা যায় আহামরি ভালো যায়নি বারো মাস। আলফা-আই স্টুডিওস প্রযোজিত ‘তুফান’ ঢালিউডের মান বাঁচিয়েছে বলা যায়। নয়তো গত বছরের হিটের খাতা থাকতো শূন্য!
সুপারস্টার শাকিব খানের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে ২০২৪ সালে। এরমধ্যে ‘তুফান’-এর অভূতপূর্ব সাফল্যের সুবাদে তার ধারেকাছেও কেউ ছিলেন না। এছাড়া ‘রাজকুমার’ ও ‘দরদ’ ব্যবসায়িকভাবে অ্যাভারেজ ছিল।
শাকিবের মতোই সমানসংখ্যক তিনটি সিনেমা মুক্তি পেয়েছে শরিফুল রাজের। এরমধ্যে ‘ওমর’ তুলনামূলক বেশি সাড়া পেয়েছে। এছাড়া ‘দেয়ালের দেশ’ ও ‘কাজলরেখা’ প্রশংসিত হয়েছে।
চিত্রনায়িকাদের মধ্যে শবনম বুবলীর সর্বাধিক তিনটি সিনেমা বড় পর্দায় এসেছে ২০২৪ সালে। এরমধ্যে ‘দেয়ালের দেশ’ দর্শকমহলে সমাদৃত হলেও ‘মায়া-দ্য লাভ’ ও ‘রিভেঞ্জ’ হতাশ করেছে তার ভক্তদের। একইভাবে অপু বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ কিছুটা প্রশংসিত হলেও ‘ট্র্যাপ’ ছিল হতাশাজনক।
দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের ‘পেয়ারার সুবাস’ ও ‘নকশীকাঁথার জমিন’ প্রশংসা কুড়িয়েছে। চিত্রনায়িকা পূজা চেরির ‘লিপস্টিক’ ব্যাপক আলোচিত হয়েছে। এছাড়া ‘আগন্তুক’ মোটামুটি সাড়া পেয়েছে।
ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ গত বছর বাংলাদেশের বড় পর্দায় পা রেখেছেন। তাসনিয়া ফারিণের ‘ফাতিমা’ ও মেহজাবীনের ‘প্রিয় মালতী’ দর্শকদের কাছে সমাদৃত হয়েছে।
একনজরে ঢালিউড ২০২৩
ব্লকবাস্টার: তুফান
অ্যাভারেজ: রাজকুমার, দরদ, ওমর, দেয়ালের দেশ
আলোচিত: লিপস্টিক, ৮৪০, ময়ূরাক্ষী
প্রশংসিত: প্রিয় মালতী, পেয়ারার সুবাস, কাজলরেখা, নকশীকাঁথার জমিন, ফাতিমা, আজব কারখানা, শরতের জবা, শ্যামাকাব্য, ৩৬-২৪-৩৬, নয়া মানুষ
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ঢালিউডের ৪৯ সিনেমার তালিকা
- শেষ বাজি (পরিচালক: মেহেদী হাসান)
- কাগজের বউ (পরিচালক: চয়নিকা চৌধুরী)
- রুখে দাঁড়াও (পরিচালক: সুকুমার চন্দ্র দাস)
- ট্র্যাপ (পরিচালক: দ্বীন ইসলাম)
- পেয়ারার সুবাস (পরিচালক: নূরুল আলম আতিক)
- শ্রাবণ জ্যোৎস্নায় (পরিচালক: আব্দুস সামাদ খোকন)
- ছায়াবৃক্ষ (পরিচালক: বন্ধন বিশ্বাস)
- টাল মাতাল (পরিচালক: হাবিব খান)
- রাজকুমার (পরিচালক: হিমেল আশরাফ)
- ওমর (পরিচালক: মুহাম্মদ মোস্তফা কামাল রাজ)
- দেয়ালের দেশ (পরিচালক: মিশুক মনি)
- কাজলরেখা (পরিচালক: গিয়াসউদ্দিন সেলিম)
- মোনা:জ্বীন-২ (পরিচালক: কামরুজ্জামান রোমান)
- লিপস্টিক (পরিচালক: কামরুজ্জামান রোমান)
- মায়া-দ্য লাভ (পরিচালক: জসিম উদ্দিন জাকির)
- গ্রিনকার্ড (পরিচালক: কাজী হায়াৎ)
- আহারে জীবন (পরিচালক: ছটকু আহমেদ)
- মেঘনা কন্যা (পরিচালক: ফুয়াদ চৌধুরী)
- সোনার চর (পরিচালক: জাহিদ হোসেন)
- ডেডবডি (পরিচালক: মো. ইকবাল)
- শ্যামাকাব্য (পরিচালক: বদরুল আনাম সৌদ)
- পটু (পরিচালক: আহমেদ হুমায়ুন)
- সুস্বাগতম (পরিচালক: সফিকুল আলম )
- ময়নার শেষ কথা (পরিচালক: বাবু সিদ্দিকী)
- ফাতিমা (পরিচালক: ধ্রুব হাসান)
- তুফান (পরিচালক: রায়হান রাফী)
- রিভেঞ্জ (পরিচালক: মো. ইকবাল)
- ডার্ক ওয়ার্ল্ড (পরিচালক: মোস্তাফিজুর রহমান মানিক)
- আগন্তুক (পরিচালক: সুমন ধর)
- ময়ূরাক্ষী (পরিচালক: রাশিদ পলাশ)
- আজব কারখানা (পরিচালক: শবনম ফেরদৌসী)
- অমানুষ হলো মানুষ (পরিচালক: মনতাজুর রহমান আকবর)
- জিম্মী (পরিচালক: মনোয়ার হোসেন ডিপজল)
- শরতের জবা (পরিচালক: কুসুম সিকদার)
- বাদশা দ্য কিং (পরিচালক: ইভান মল্লিক)
- চরিত্র (পরিচালক: দ্বীন ইসলাম)
- হৈমন্তীর ইতিকথা (পরিচালক: মির্জা সাখাওয়াত হোসেন)
- ৩৬-২৪-৩৬ (পরিচালক: রেজাউর রহমান)
- রং ঢং (পরিচালক: আহসান সারোয়ার)
- দরদ (পরিচালক: অনন্য মামুন)
- ভয়াল (পরিচালক: বিপ্লব হায়দার)
- নয়া মানুষ (পরিচালক: সোহেল রানা বয়াতি)
- দুনিয়া (পরিচালক: সাইফ চন্দন)
- হুরমতি (পরিচালক: শবনম পারভীন)
- ডেঞ্জার জোন (পরিচালক: বেলাল সানী)
- ৮৪০ (পরিচালক: মোস্তফা সরয়ার ফারুকী)
- প্রিয় মালতী (পরিচালক: শঙ্খ দাসগুপ্ত)
- মাকড়সার জাল (পরিচালক: আকাশ আচার্য্য)
- নকশীকাঁথার জমিন (পরিচালক: আকরাম খান)
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস