ওটিটি
তানজিন তিশার নতুন ওয়েব ফিল্ম ঈদে

তানজিন তিশা (ছবি: ফেসবুক)
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা ওটিটি প্ল্যাটফর্মের জন্য নতুন একটি কাজ করলেন। তার এই ওয়েব ফিল্মের নাম ‘পয়জন: অ্যাকসেস অব অ্যানিথিং’। ইতোমধ্যে এর শুটিং শেষ করেছেন তিনি।
আজ (৩ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় তানজিন তিশার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার দিয়ে সঞ্জয় সমদ্দার লিখেছেন, ‘পাণ্ডুলিপি ও চরিত্র পছন্দ হওয়ায় একসঙ্গে কাজ করা হলো আমাদের। তানজিন তিশা নিঃসন্দেহে দারুণ অভিনেত্রী।’

সঞ্জয় সমদ্দার ও তানজিন তিশা (ছবি: ফেসবুক)
পরিচালকের প্রশংসায় আপ্লুত তানজিন তিশা বলেন, ‘মূল্যবান কথার জন্য ধন্যবাদ দাদা। এটা আমার জন্য বড় প্রাপ্তি এবং আপনি সেরা।’

তানজিন তিশা (ছবি: ফেসবুক)
সঞ্জয় সমদ্দারের পরিচালনায় সাসপেন্স-থ্রিলার গল্প নিয়ে সাজানো হয়েছে ‘পয়জন: অ্যাকসেস অব অ্যানিথিং’। গল্পে একটার পর একটা খুনের ঘটনা ঘটে। কোনোটি তিশার চরিত্র করে, কোনোটির জন্য মেয়েটি ফেঁসে যায়।
গত ২২ জানুয়ারি থেকে টানা ১০ দিন গাজীপুর, পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে।

তানজিন তিশা (ছবি: ফেসবুক)
তিশা ছাড়াও ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, টাইগার রবি, সরকার রওনক রিপন, আব্দুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ।
‘পয়জন’ রচনা করেছেন মামুনুর রশিদ তানিম। ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে আগামী রোজার ঈদে এটি মুক্তি দেবে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস