Connect with us

ছবি ও কথা

তামান্না-রাশমিকার নাচ ও অরিজিতের গানে আইপিএলের উদ্বোধন

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন ভারতের দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া ও রাশমিকা মান্দানা। এছাড়া গান গেয়ে দর্শকদের মন ছুঁয়েছেন অরিজিৎ সিং। আজ (৩১ মার্চ) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছিলো এই আয়োজন। প্রতিবছর আইপিএলের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়ে থাকে। তবে ২০১৯ সালের পর থেকে করোনা মহামারির কারণে এই জাঁকজমক আয়োজন দেখা যায়নি। চার বছর পর আবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হলো।

ভারতের জাতীয় ক্রাশ ‘পুষ্পা: দ্য রাইজ’ তারকা রাশমিকা মান্দানার উপস্থিতি প্রত্যাশা অনুযায়ী দর্শকদের নজর কেড়েছে।

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘শ্রীভাল্লি’ ও ‘সামি সামি’ এবং ‘আরআরআর’ সিনেমার অস্কারজয়ী গান ‘নাটু নাটু’র তালে নেচেছেন রাশমিকা মান্দানা।

তেলুগু সিনেমা ‘পুষ্পা: দ্য রুল’ এবং ‘ভিএনআরট্রিও’ নিয়ে এখন ব্যস্ত রাশমিকা মান্দানা। ২৬ বছর বয়সী এই তারকার হাতে আরো আছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার হিন্দি সিনেমা ‘অ্যানিমেল’ (রণবীর কাপুর)।

চলতি বছর ‘বারিসু’ (থালাপতি বিজয়) এবং ‘মিশন মজনু’ (সিদ্ধার্থ মালহোত্রা) সিনেমা দুটিতে দেখা গেছে রাশমিকা মান্দানাকে।

তামান্না ভাটিয়ার জমকালো উপস্থিতি দর্শকদের মধ্যে মুগ্ধতা ছড়িয়েছে।

রুপালি-সাদা বডিস্যুটে তামিল গান ‘টাম টাম’ (এনিমি)-এর তালে নেচেছেন তামান্না ভাটিয়া।

তামান্না ভাটিয়ার হাতে এখন আছে তেলুগু সিনেমা ‘ভোলা শঙ্কর’ (চিরঞ্জীবি, কীর্তি সুরেশ), তামিল সিনেমা ‘জেলার’ (রজনীকান্ত), হিন্দি সিনেমা ‘লাস্ট স্টোরিস সিজন টু’, ‘বোলে চুড়িয়া’ (নওয়াজুদ্দিন সিদ্দিকী)।

অরিজিৎ সিং শুরুতে গেয়ে শোনান ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার জনপ্রিয় গান ‘কেসারিয়া’

অরিজিৎ সিংয়ের পরিবেশনায় আরো ছিলো ‘কবিরা’ ও ‘ইলাহি’ (ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি), ‘তেরে পেয়ার মে’ ও ‘এক বার হি কিয়া’ (তু ঝুঠি ম্যায় মাক্কার), ‘চান্না মেরেয়া’ (অ্যায় দিল হ্যায় মুশকিল), ‘তুঝে কিতনা চাহনে লাগে হাম’ (কবির সিং) প্রভৃতি।

মঞ্চে গিটার ছাড়াও পিয়ানো বাজিয়ে সুরের মূর্ছনা ছড়িয়েছেন অরিজিৎ সিং।

মঞ্চ ছাড়াও মাঠে বাউন্ডারি লাইনে একটি খোলা গাড়িতে দাঁড়িয়ে গিটার বাজিয়ে গান গেয়েছেন অরিজিৎ সিং। তার পেছনে ভারতের জাতীয় পতাকা ও আইপিএলের দলগুলোর পতাকা হাতে ছিলেন কয়েকজন।

অরিজিৎ সিংয়ের গাওয়া শেষ তিনটি গান ছিলো ‘হাওয়ায়ে’ (জব হ্যারি মেট সেজাল), ‘দেবা’ (ব্রহ্মাস্ত্র) এবং ‘ইন্ডিয়া জিতেগা’ (এইটি থ্রি)।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেত্রী মন্দিরা বেদি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ