স্টার জোন
তামিমের জন্য শাকিবের প্রার্থনা

শাকিব খান, তামিম ইকবাল (ছবি: ফেসবুক)
ক্রিকেটার তামিম ইকবাল সাভারে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। তার জন্য প্রার্থনা করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
আজ (২৪ মার্চ) সোশ্যাল মিডিয়ায় শাকিব লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।’

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)
চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘শিগগিরই সুস্থ হয়ে উঠুন। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের প্রার্থনা আপনার সঙ্গে আছে।’
চিত্রনায়ক আরিফিন শুভ ফেসবুকে লিখেছেন, ‘হিরোদের ফিরে আসতে হয় আরও শক্তিশালী হয়ে। আপনি সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। সেই অপেক্ষায়…।’
দ্রুত সুস্থতা কামনা করে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তামিম।’
সংগীতশিল্পী মিজান আহমেদ রাজিব লিখেছেন, ‘আমাদের ক্রিকেট রত্ন তামিম ইকবাল হার্ট অ্যাটাক করেছেন। সবাই ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করেন।’

তামিম ইকবাল (ছবি: ফেসবুক)
জানা গেছে, মোহামেডান বনাম শাইনপুকুরের ম্যাচ চলাকালে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তামিম। বিকেএসপিতেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে। চিকিৎসকরা জানান, অল্প সময়ের ব্যবধানে তামিমের দুটি হার্ট অ্যাটাক হয়েছে। এরমধ্যে একটি গুরুতর। হেলিকপ্টার প্রস্তুত থাকলেও তার শরীর এই ধরনের আকাশযানে ওঠার অবস্থায় নেই।
বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের। বর্তমানে তিনি সাভারের হাসপাতালে কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন আছেন।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস