ঢালিউড
তারকাদের চোখে অসাধারণ সিনেমা ‘পরাণ’

আরিফিন শুভ বলেন, ‘মিমের অভিনয় অপ্রত্যাশিতভাবে ভালো লেগেছে। শরিফুল রাজের শারীরিক ভঙ্গি ও প্রাণশক্তি দারুণ। ইয়াশ রোহান, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, নাসিরউদ্দিন খানসহ সবাই নিজের সেরাটা দিয়েছেন। লোকেশন-পোশাক-গানেও আমি মুগ্ধ। সিনেমাটির এমন সাফল্য আমাদের সবার জন্য আনন্দের।’
সিয়াম আহমেদের কথায়, ‘এমন সিনেমা হাউজফুল হওয়াই স্বাভাবিক। আমার কাছে অসাধারণ লেগেছে।’
নিরব হোসেনের দৃষ্টিতে, ‘গল্প বলার ধরন আলাদা৷ খুব সাধারণ গল্পকে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে৷ আমি মুগ্ধ হয়ে শুধু দেখেছি।’
দীঘির ভাষায়, ‘অনেকদিন পর অসাধারণ একটি সিনেমা দেখলাম। আমি অনুভূতি প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না।’
মিশা সওদাগর মনে করেন, ‘পরিচালক রায়হান রাফি সাধারণ জিনিসকে অসাধারণভাবে তুলে ধরেছেন। প্রত্যেকে অসাধারণ অভিনয় করেছেন। লোকেশন দারুণ, গান চমৎকার। কলাকুশলী, টেকনিশিয়ানসহ সবদিক দিয়ে এটা আমাদের দেশীয় সিনেমা। এজন্য এত পছন্দ হয়েছে।’

‘পরাণ’ সিনেমার পরিচালক রায়হান রাফীর (সর্ববাঁয়ে) সঙ্গে প্রধান তিন অভিনয়শিল্পী শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান (ছবি: লাইভ টেকনোলজিস)
শনিবার (২৪ জুলাই) বিকালে ঢাকার মিরপুরে সনি সিনেপ্লেক্সে ‘পরাণ’ দেখে এসব ভালো লাগার কথা জানিয়েছেন তারকারা। সিনেমাটির অভাবনীয় সাফল্য উদযাপনের অংশ হিসেবে আয়োজন করা হয় একটি বিশেষ প্রদর্শনী। এতে আরও ছিলেন ইলিয়াস কাঞ্চন, সাইমন সাদিক, শাওন, অভিনেত্রী শাবনাজ, মাহিয়া মাহি, পূজা চেরি, তমা মির্জা, মনিরা মিঠু, টয়া, নির্মাতা নূরুল আলম আতিক, গিয়াস উদ্দিন সেলিম, অরণ্য আনোয়ার, আশফাক নিপুণসহ অনেকে। এছাড়া সিনেমার কলাকুশলীরা তো ছিলেনই।
তবে বিশেষভাবে নজর কাড়েন পরীমণি। অন্তঃসত্ত্বা হলেও স্বামী শরিফুল রাজের সাফল্য উদযাপন করতে সিনেমা হলে এসেছিলেন তিনি। সবার সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেন এই চিত্রনায়িকা৷ নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।
পরীমণি বলেন, ‘এবারের ঈদের সফল সিনেমা ‘পরাণ’। সিনেমাটির হল সংখ্যা বেড়েছে। আমাকে ফোন করে অনেকে রাজের অভিনয়ের প্রশংসা করছেন। অনেকে বলছেন, রাজ ফাটাফাটি অভিনয় করেছে। এজন্য আমি অনেক খুশি।’

‘পরাণ’ সিনেমার প্রধান তিন অভিনয়শিল্পীর মাঝে রায়হান রাফি (ছবি: ফেসবুক)
তারকারা মুগ্ধ হওয়ায় সিনেমার প্রধান তিন অভিনয়শিল্পী শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান আপ্লুত। পরিচালক রায়হান রাফি তো সিনেমা শেষ হওয়ার সঙ্গে রাজকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস লিমিটেডের পরিচালক ইয়াসির আরাফাত জানান, শিগগিরই অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি পাবে ‘পরাণ’। তিনি বলেন, ‘সুস্থধারার বিনোদন দিতে একযুগ ধরে সুনামের সঙ্গে কাজ করছি আমরা। মুক্তির পর থেকে ‘পরাণ’ নিয়ে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। দর্শকরা আমাদের সিনেমা গ্রহণ করায় তাদের কাছে কৃতজ্ঞতা। ভালো কাজ উপহার দিতে আমরা সবসময় দায়বদ্ধ। সিনেমার সুদিন ফিরিয়ে আনার টার্নিং হিসেবে ‘পরাণ’ উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’

(বাঁ থেকে) ইয়াশ রোহান, বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ (ছবি: ফেসবুক)
সিনেমা হলে ‘পরাণ’ পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। ঈদুল আজহায় ১১টি সিনেমা হলে মুক্তি পায় ‘পরাণ’। জানা যায়, দ্বিতীয় সপ্তাহে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৫৫টি। সামনের সপ্তাহে আরও ২০টি প্রেক্ষাগৃহ যুক্ত হবে এই তালিকায়। এরমধ্যে স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে রেকর্ডসংখ্যক ২১টি শো চলছে সিনেমাটির। পাশাপাশি ঢাকার সব সিঙ্গেল স্ক্রিনে চলছে ‘পরাণ’, যা এবারই প্রথম কোনো সিনেমার ক্ষেত্রে হলো।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস