ওটিটি
তাসনিয়া ফারিণের ‘এটাই জীবন’
অভিনয়ের ব্যস্ততা থেকে ছুটি নিয়ে থাইল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সোশ্যাল মিডিয়ায় ভ্রমণের কিছু মুহূর্ত শেয়ার করেছেন তিনি। এদিকে আজ ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই’য়ে মুক্তি পেলো সৈয়দ আহমেদ সাওকী পরিচালিত তার নতুন ওয়েব ফিল্ম ‘কারাগার’। চলুন দেখি তাসনিয়া ফারিণের বেড়ানোর দিনগুলো।

‘এবারের থাইল্যান্ড ভ্রমণে নিজেকে ষোড়শী মনে হচ্ছে’– চাঙ মাই শহরের সোমওয়াঙ বুটিক হোটেলে তোলা ছবিটি শেয়ার করে একথাই লিখেছেন তাসনিয়া ফারিণ (ছবি: ইনস্টাগ্রাম)

তাসনিয়া ফারিণের অনুভূতিতে, ‘মনে রাখার মতো একটি জীবন।’ ফোর স্কাই চাঙ মাই নামের ক্যাম্প ঢঙের কেবিনের পাশে ছবিটি তোলা। চাঙ মাই প্রদেশের মেই টাইঙ জেলার মিউয়েঙ কাই উপজেলায় অবস্থিত এটি (ছবি: ইনস্টাগ্রাম)

তাসনিয়া ফারিণ হ্যাট পরা ছবির ক্যাপশন দিয়েছেন, ‘এটাই জীবন।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন ‘ভি’ ইমোজি (ছবি: ইনস্টাগ্রাম)

ফরাসি ভাষায় ‘এটাই জীবন’ কথাটা হলো ‘সে লা ভি’। সোশ্যাল মিডিয়ায় সেই ভাষাই লিখেছেন তাসনিয়া ফারিণ (ছবি: ইনস্টাগ্রাম)

তাসনিয়া ফারিণের দৃষ্টিতে, ‘চাঙ মাইতে ভোর চারটায় ঘুম থেকে ওঠার প্রাপ্তি।’ (ছবি: ইনস্টাগ্রাম)

ছবিটি শেয়ার করে তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘বেড়ানোর সময় এসে গেছে। নিজেকে চাঙা করা দরকার। আমার পরবর্তী গন্তব্য অনুমান করতে পারছেন?’ তার এই পোস্টে সমুদ্র সৈকত, ফুল ও হাতির ইমোজি দেখে আন্দাজ করা যাচ্ছিল থাইল্যান্ডে যাবেন তিনি (ছবি: ইনস্টাগ্রাম)

থাইল্যান্ডের আগে মালদ্বীপ বেড়াতে গিয়েছিলেন তাসনিয়া ফারিণ। তখন তোলা দুটি ছবিতে ফুটে উঠেছে তার নস্টালজিয়া (ছবি: ইনস্টাগ্রাম)

কলকাতার অতনু ঘোষের পরিচালনায় ‘আরও এক পৃথিবী’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হবে তাসনিয়া ফারিণের। সম্প্রতি লন্ডনে সিনেমাটির শুটিং করেন তিনি। এতে তাকে দেখা যাবে প্রতীক্ষা চরিত্রে (ছবি: নাসির হোসেন)

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণকে প্রথম দেখেন অতনু ঘোষ। এরপর নিজের ১০ নম্বর ছবি ‘আরও এক পৃথিবী’র জন্য বাংলাদেশের এই অভিনেত্রীকে নির্বাচন করেন তিনি (ছবি: নাসির হোসেন)

গত ঈদুল আজহায় দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি’তে মুক্তি পাওয়া শিহাব শাহীনের পরিচালনায় ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে স্বর্ণা চরিত্রে তাসনিয়া ফারিণের অভিনয় প্রশংসিত হয় (ছবি: নাসির হোসেন)

সোশ্যাল মিডিয়ায় তাসনিয়া ফারিণের লাখ লাখ ফলোয়ার। ফেসবুকে সেই সংখ্যাটা ৬৯ লাখের বেশি। ইনস্টাগ্রামে ১৫ লাখ ফলোয়ার তার (ছবি: ইনস্টাগ্রাম)

অভিনয়ে মেধার স্বাক্ষর রেখে দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতে আছেন তাসনিয়া ফারিণ (ছবি: ইনস্টাগ্রাম)

সাধারণ দর্শকরাই শুধু নয়, তারকা শিল্পীরাও তাসনিয়া ফারিণের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন (ছবি: ইনস্টাগ্রাম)
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস