গান বাজনা
‘কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন, কিন্তু ভালোবাসা থেকে মুখ ফেরাতে পারছেন না’

‘একা ঘর আমার’ মিউজিক ভিডিওতে তাহসান খান ও সিঁথি সাহা (ছবি: অনুপম রেকর্ডিং মিডিয়া)
ব্যক্তিজীবনে তাহসান খান দারুণ সময় কাটাচ্ছেন নির্দ্বিধায় বলা যায়। সদ্যই বিয়ে করেছেন এই সংগীতশিল্পী-অভিনেতা। বছরের শুরুতে কর্মজীবনেও দারুণ আলো ছড়ালেন। বিয়ের সুখবর দেওয়ার দু’দিনের ব্যবধানে তিনি শ্রোতাদের উপহার দিলেন নিজের কথা, সুর ও কণ্ঠে নতুন গান ‘একা ঘর আমার’।
সুকণ্ঠী সিঁথি সাহাকে নিয়ে গাওয়া এই গানের ভিডিওতে দু’জনে মডেল হয়ে মুগ্ধতা ছড়ালেন। তারই রেশ মিললো গতকাল (৬ ডিসেম্বর) রাতে রাজধানী ঢাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে। এদিন তাহসান-সিঁথির উপস্থিতিতে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিংয়ের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হলো ব্যয়বহুল এই মিউজিক ভিডিও। এটি প্রকাশের পরই মুগ্ধতা ছড়িয়ে চলেছে শ্রোতা-দর্শকমহলে।

‘একা ঘর আমার’ মিউজিক ভিডিওতে সিঁথি সাহা ও তাহসান খান (ছবি: অনুপম রেকর্ডিং মিডিয়া)
প্রকাশনা উৎসবে অংশ নিয়ে তাহসান বলেন, “প্রতিবছরই কাজের পরিকল্পনা করি। যদিও গত বছর মাত্র দুটি গান করেছি। তবে এ বছর অনেক বেশি গানের পরিকল্পনা করেছি। বছরের প্রথম দুই মাসেই চারটি গান বের হবে আমার। এরমধ্যে শুরুটা করলাম ‘একা ঘর আমার’ দিয়ে।”
‘একা ঘর আমার’ প্রসঙ্গে গানটির এই গীতিকার-সুরকার-শিল্পী বলেন, ‘প্রেম নিয়ে এতো এতো গান লেখা হয়েছে, এতো ভালো ভালো গীতিকার গান লিখেছেন। এজন্য ভেবেছি প্রেমের ঠিক কোন বিষয়টি নিয়ে গান লেখা হয়নি। তখন মনে হলো, মানুষ যখন কারও প্রেমে পড়ে, অনেক প্রত্যাশা থাকে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে কষ্ট হয়। ততোদিনে অনেক বড় ভুল হয়ে যায়। এমনও হয়, আপনি যাকে ভালোবাসেন সে যে কষ্টটা দিয়েছে, সেটি আপনি পুষে রাখছেন। আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন কিন্তু ভালোবাসা থেকে মুখ ফেরাতে পারছেন না। একজন মানুষকে ভালোবাসি, আবার ঘৃণাও করি, এমন কিন্তু হয়। এমন একটা অনুভূতি থেকে এই গানটা লেখা ও সুর করা।’

তাহসান খান, সিঁথি সাহা ও চন্দন রায় চৌধুরী (ছবি: অনুপম রেকর্ডিং মিডিয়া)
গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। তারাও প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থেকে গানটি প্রসঙ্গে কথা বলেছেন।
‘একা ঘর আমার’ প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, ‘তাহসান ভাইয়া যেমনটা বলছিলেন, প্রেম যতোদিন থাকবে, স্যাডনেস ততোদিন থাকবে। এই গান তেমনই স্যাড রোমান্টিক। চমৎকার একটি গান। আশা করছি শ্রোতারা মনের ও চোখের আরাম পাবেন।’
‘একা ঘর আমার’ প্রযোজনা করেছে অনুপম রেকর্ডিং মিডিয়া। সিনেমাকেন্দ্রিক ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি গত চার দশকে এবারই প্রথম মৌলিক কোনও গান প্রযোজনা করেছে। সেজন্যই এটি নিয়ে প্রতিষ্ঠানটির বাড়তি যত্ন চোখে পড়েছে।
অনুপম রেকর্ডিং মিডিয়ার স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, ‘৪০ বছর ধরে আমরা সিনেমা ও গানের সঙ্গে আছি। চেষ্টা করেছি বাংলা সিনেমা ও গানের উন্নয়ন ও বিকাশে কাজ করে যেতে। যদিও এতকাল আমরা সিনেমার বাইরে মৌলিক গান করিনি। তবে এই গানটি দিয়ে আমরা সেই পথে এখন থেকে হাঁটা শুরু করলাম। ভিউ নয়, আমরা চাই মানসম্মত আধুনিক বাংলা গান করতে। বাকিটা নির্ভর করছে সবার সমর্থন ও সহযোগিতার ওপর। আমাদের এই নতুন যাত্রায় তাহসান ও সিঁথিকে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
প্রকাশনা উৎসবের শুরুতে অনুপম রেকর্ডিং মিডিয়া প্রসঙ্গে সূচনা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সিইও গীতিকবি মহসীন মেহেদী।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস