Connect with us

স্টার জোন

বিনোদন অঙ্গনে বিয়ের ধুম

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

বিয়ের ধুম পড়েছে বিনোদন অঙ্গনে! কয়েকদিনের মধ্যে বিয়ের পিঁড়িতে বসেছেন তারকারা। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেতা শামীম হাসান সরকার, জামিল হোসেন, সুরকার, সংগীত পরিচালক ও গায়ক আরাফান মহসীন নিধি। ছবিতে জেনে তাদের ঘর বাঁধার গল্প।

আরাফান মহসীন নিধি ও রাবা খান (ছবি: ফেসবুক)

আরাফাত মহসীন নিধি-রাবা খান
সুরকার, সংগীত পরিচালক ও গায়ক আরাফাত মহসীন নিধি ও কনটেন্ট ক্রিয়েটর রাবা খান তিন বছরের বেশি সময় ধরে প্রেমের সাম্পানে ভেসেছেন। গত ৪ এপ্রিল বিকেলে ঘর বেঁধেছেন দু’জনে। ঢাকার তেজগাঁওয়ে একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

রাবা খান (ছবি: ফেসবুক)

বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাবা খান লিখেছেন, ‘সবকিছুর শুরু হয়েছিলো একটি প্রেমের গানে…।’

আরাফান মহসীন নিধি ও রাবা খান (ছবি: ফেসবুক)

ফেসবুকে আরেকটি পোস্টে রাবা খান লিখেছেন, ‘নিজেদের অ্যালবামের কাজ থেকে শুরু করে এখন দু’জনে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মিলনে যুক্ত হয়েছি। আশা করি এটি হিট হবে!’

রাবা খান ও আরাফান মহসীন নিধি (ছবি: ফেসবুক)

২০২২ সালে প্রকাশিত ‘মুহূর্ত’ গানটির কথা ইঙ্গিতে বলেছেন রাবা খান। এর কথা লিখেছেন ও সুর বেঁধেছেন তারাই।

আরাফান মহসীন নিধি ও রাবা খান (ছবি: ফেসবুক)

ভালোবাসার মানুষকে বিয়ের পর আরাফাত মহসীন ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘কেনো তোমার পানে বসে থাকি জানি না।’

আরাফান মহসীন নিধি ও রাবা খান (ছবি: ফেসবুক)

রেদওয়ান রনির ‘আইসক্রিম’ দিয়ে শুরু, এরপর রায়হান রাফীর ‘দামাল’, ‘সুড়ঙ্গ’ ও ‘তুফান’ সিনেমার জন্য গান তৈরি করেছেন আরাফাত মহসীন। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ সিনেমার আবহ সংগীত তৈরি করেছেন তিনি। ২০১১ সালে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘জোনাকপোকা’ পরিচালনা করেন নিধি। ২০২৩ সালে ভারতে ১০ম গোয়া শর্টফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয় তার পরিচালিত ‘এভরিথিং ইজ নাথিং’। ওটিটি প্ল্যাটফর্ম চরকি’র জন্য তিনি পরিচালনা করেছেন ‘খুব কাছেরই কেউ’। ৪০ মিনিটের এই কন্টেন্টে অভিনয় করেছেন এফএস নাঈম ও সুনেরাহ বিনতে কামাল। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন রাবা খান।

শামীম হাসান সরকার ও আফসানা আক্তার প্রীতি (ছবি: ফেসবুক)

শামীম হাসান সরকার-আফসানা আক্তার প্রীতি
গত ৪ এপ্রিল বিয়েতে তোলা দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শামীম হাসান সরকার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’ সেদিন দুপুরে ঢাকার মিরপুর ডিওএইচএসে শামীমের বাসা নীলডুমুরে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে।

আফসানা আক্তার প্রীতি ও শামীম হাসান সরকার (ছবি: ফেসবুক)

নববধূ আফসানা আক্তার প্রীতি একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছেন। আট মাস ধরে তাদের মধ্যে পরিচয়। দুই পরিবারের সম্মতিতে ঘর বেঁধেছেন তারা।

বিয়েতে জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন (ছবি: ফেসবুক)

জামিল হোসেন-মুনমুন
‘মীরাক্কেল’ খ্যাত অভিনেতা জামিল হোসেন ও নবীন অভিনেত্রী মুনমুন আহমেদ মুন ভালোবেসে সংসার সাজিয়েছেন। অনেকদিন ধরে তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া চলছিলো। গত ৬ এপ্রিল রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় পারিবারিকভাবে শুভ কাজ সেরে নিয়েছেন তারা।

বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জামিল হোসেন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’।

বিয়েতে জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন (ছবি: ফেসবুক)

নোয়াখালীর ছেলে জামিল হোসেনের জন্ম ও বেড়ে ওঠা সিলেটের ফেঞ্চুগঞ্জে। ভারতীয় টিভি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’-এর চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন তিনি। এরপর দেশে ফিরে পুরোদমে অভিনয়ে মনোনিবেশ করেন তিনি। অন্যদিকে মুনমুন আহমেদ মুন টিভি নাটকে অভিনয় করে অল্প সময়ে মোটামুটি পরিচিতি পেয়েছেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ