Connect with us

নাটক

তিন নাটকের ট্রেলারে ছয় তারকার রসায়নের ঝলক

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ভালোবাসা দিবস উপলক্ষে ‘ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল’ আয়োজনে তৈরি হলো তিনটি নাটক। এগুলো হলো– ‘ভ্লগার মিতু’, ‘মন দুয়ারে’ এবং ‘তুমিহীনা’। আজ (১১ ফেব্রুয়ারি) এগুলোর ট্রেলার প্রকাশিত হয়েছে।

‘ভ্লগার মিতু’তে ইয়াশ রোহান ও কেয়া পায়েল (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

ভ্লগার মিতু

রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘ভ্লগার মিতু’তে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও কেয়া পায়েল। আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে অবমুক্ত হবে নাটকটি। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রিফাত জাহান, মিলি বাশার, ডিকন নূর, আনোয়ার হোসেন, রিয়াজ রাজ।

‘ভ্লগার মিতু’ নাটকের গান গেয়েছেন ইমরান মাহমুদুল ও তাসনিম আনিকা। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত পরিচালনায় শাহরিয়ার মার্সেল।

‘মন দুয়ারে’ নাটকে তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

মন দুয়ারে

হাসিব হোসেন রাখির ‘মন দুয়ারে’ নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। আগামী ১৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে অবমুক্ত হবে নাটকটি। এতে আরো অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, পায়েল, দিশা, হীরা, হানিফ পালোয়ান, সুকন্যাসহ অনেকে।

‘মন দুয়ারে’ নাটকের গান গেয়েছেন অবন্তি সিঁথি ও সজিব দাস। এর কথা লিখেছেন এম এ আলম শুভ, সুর ও সংগীত পরিচালনায় আপেল মাহমুদ এমিল।

‘তুমিহীনা’ নাটকে সাবিলা নূর ও খায়রুল বাসার (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

তুমিহীনা

সাজ্জাদ হোসাইন বাপ্পীর ‘তুমিহীনা’ নাটকে দেখা যাবে খায়রুল বাসার ও সাবিলা নূরকে। আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে অবমুক্ত হবে এটি।

‘তুমিহীনা’য় আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, এরফান মৃধা শিবলু, তনুশ্রী তন্বী, শামীম হোসেন সাহিল, আহাদুজ্জামানসহ অনেকে।

নাটকটিতে ‘জানো কি’ শিরোনামের গান গেয়েছেন এআরএফটি। কথা, সুর ও সংগীত আইনুস তাজোয়ার ও এআরএফটি। ‘আমি জানি না কিছু’ শিরোনামের গান গেয়েছেন সালমান জাইম। তার সঙ্গে মিলে এর সুর ও সংগীত পরিচালনা করেছেন মেহেদী হাসান তামজিদ। এটি লিখেছেন রিফাত আদনান পাপন।

তিনটি নাটকই প্রযোজনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ