Connect with us

টেলিভিশন

‘তুফান’ সাফল্যের পর উপস্থাপনায় ফিরলেন নাবিলা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মাসুমা রহমান নাবিলা (ছবি: মাছরাঙা টেলিভিশন)

‘আয়নাবাজি’ মুক্তির আট বছর পর ‘তুফান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন মাসুমা রহমান নাবিলা। তার প্রত্যাবর্তন ব্যাপক সাফল্য পেয়েছে। এবার উপস্থাপনায় ফিরতে যাচ্ছেন তিনি। 

দীর্ঘদিন পর আবার টেলিভিশনের পর্দায় দেখা যাবে মাসুমা রহমান নাবিলাকে। রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘রাঁধুনীর রান্নাঘর: বাংলার সেরা ১০০ রেসিপি’ উপস্থাপনা করছেন তিনি। দেশসেরা রন্ধনশিল্পীদের নির্বাচিত ১০০টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবারের রেসিপি উপস্থাপন করবেন রন্ধনশিল্পীরা। প্রতি পর্বে দুই জন রন্ধনশিল্পী দুটি রেসিপি দেখাবেন।

‘রাঁধুনীর রান্নাঘর: বাংলার সেরা ১০০ রেসিপি’ অনুষ্ঠানে রন্ধনশিল্পীর পাশে মাসুমা রহমান নাবিলা (ছবি: মাছরাঙা টেলিভিশন)

আবার উপস্থাপনায় ফেরা প্রসঙ্গে নাবিলা বলেন, ‘সিনেমার কাজে ব্যস্ত থাকায় মাঝে বেশ কিছুদিন উপস্থাপনা থেকে বিরত ছিলাম। আবার উপস্থাপনায় ফিরতে পেরে ভালো লাগছে। অনুষ্ঠানটির ভাবনা ও আয়োজন আমাকে আকৃষ্ট করেছে। দক্ষ রন্ধনশিল্পীদের হাতে চমৎকার সব রান্নার রেসিপি দেখার অভিজ্ঞতা বেশ আনন্দের। পুরো কাজটি খুব উপভোগ করেছি।’

আগামীকাল (১ নভেম্বর) থেকে প্রতি শুক্রবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘রাঁধুনী’র রান্নাঘর: বাংলার সেরা ১০০ রেসিপি’।

সিনেমাওয়ালা প্রচ্ছদ