Connect with us

ওটিটি

তুরস্কে শেহ্ওয়ার ও মারিয়ার ‘ঘুর ঘুর ঘূর্ণি’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শেহ্ওয়ার ও মারিয়া
তুরস্কে শেহ্ওয়ার ও মারিয়া (ছবি: চরকি)

ভ্লগার দম্পতি শেহ্ওয়ার ও মারিয়া তুরস্ক ঘুরে বেড়ানোর স্বাদ দেবেন দর্শকদের। দেশটির তিনটি বিখ্যাত শহরে বেড়ানোর সময় বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে তাদের। ওটিটি প্ল্যাটফর্ম চরকির এবারের ঈদ আয়োজনে ট্রাভেল শো ‘ঘুর ঘুর ঘূর্ণি উইথ শেহ্ওয়ার অ্যান্ড মারিয়া’য় দেখা যাবে সেসব।

শেহ্ওয়ার-মারিয়া দম্পতির মজার খেলা, স্থানীয়দের সঙ্গে তাদের নানান গল্প এবং অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে তুরস্ককে নতুনভাবে দেখবে দর্শক। দেশটির বিভিন্ন জায়গার অনেক জানা-অজানা কথা উঠে আসবে ট্রাভেল শোতে।

শেহ্ওয়ার ও মারিয়া

তুরস্কে শেহ্ওয়ার ও মারিয়া (ছবি: চরকি)

দুটি পর্ব করে তিন ধাপে দেখানো হবে ছয় পর্বের অনুষ্ঠান ‘ঘুর ঘুর ঘূর্ণি উইথ শেহ্ওয়ার অ্যান্ড মারিয়া’। ২৫ এপ্রিল, ২৮ এপ্রিল ও ২ মে রাত ৮টা থেকে চরকির পর্দায় দেখা যাবে ট্রাভেল সিরিজটি।

শেহ্ওয়ার ও মারিয়া

তুরস্কে শেহ্ওয়ার ও মারিয়া (ছবি: চরকি)

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি প্রথমবার রোজার ঈদ উদযাপন করতে যাচ্ছে। ঈদকে ঘিরে নানান কনটেন্ট সাজিয়েছি আমরা। এরমধ্যে চরকিতে প্রথমবার ট্রাভেল শো দেখতে যাচ্ছে দর্শক।’

শেহ্ওয়ার ও মারিয়া

‘ঘুর ঘুর ঘূর্ণি উইথ শেহ্ওয়ার অ্যান্ড মারিয়া’ ট্রাভেল শোর পোস্টার (ছবি: চরকি)

শেহ্‌ওয়ার হোসেন বাংলাদেশি আর মারিয়া রোমানিয়ান। ফেসবুক প্রোফাইলে মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে তাদের পরিচয়। এরপর ভালো লাগা, ভালোবাসা ও বিয়ে। সংসার সাজানোর পর দু’জনে মিলে খুলেছেন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল— শেহ্ওয়ার অ্যান্ড মারিয়া। বাংলা ভাষায় তারা নিজেদের জীবনযাপনের নানান ভিডিও পোস্ট করেন। সেগুলো দেখে লাখ লাখ মানুষ।

শেহ্ওয়ার ও মারিয়া

তুরস্কে শেহ্ওয়ার ও মারিয়া (ছবি: চরকি)

মারিয়ার জন্ম রোমানিয়ার প্লয়েশতি শহরে। সেখানেই বেড়ে উঠেছেন। ২০১৩ সাল থেকে দুই বছর ইরাকের কুর্দিস্তানে স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন। লন্ডনে যান ২০১৫ সালে। এখন পেশায় তিনি স্বাস্থ্য ও নিরাপত্তা উপদেষ্টা। আর ঢাকায় জন্ম নেওয়া শেহ্ওয়ার মানবসম্পদ নিয়ে কাজ করেন। তিনি ২০০৫ সাল থেকে আছেন লন্ডনে।

শেহ্ওয়ার ও মারিয়া

তুরস্কে শেহ্ওয়ার ও মারিয়া (ছবি: চরকি)

নিজে নিজেই বাংলা ভাষা রপ্ত করেছেন মারিয়া। ২০২০ সালে ঢাকায় বিয়ে করেছেন তারা। এখন যুক্তরাজ্যের লন্ডনে দাম্পত্য জীবন কাটছে তাদের। কয়েক মাস আগে বাংলাদেশে আবারও এসেছিলেন দু’জনে। উভয়ে ভ্রমণপোকা! তাদের ভিডিও দেখলেই সেটা বোঝা যায়।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ