ওটিটি
তৌসিফ-ফারিণকে নিয়ে ভিকির ‘চক্র’

(বাঁ থেকে) তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, ভিকি জাহেদ (ছবি: ফেসবুক)
আলোচিত নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘চক্র’ মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১০ অক্টোবর থেকে এটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম আই-স্ক্রিনে। এতে মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসফিয়া ফারিণ।
‘চক্র’র গল্প একটি নির্মম সত্যি ঘটনায় অনুপ্রাণিত। ২০০৭ সালের ১১ জুলাই ময়মনসিংহে রেললাইনে একই পরিবারের ৯ জন ট্রেনের নিচে আত্মহত্যার সেই ঘটনা সারাদেশে তোলপাড় সৃষ্টি করে। তারা আদম পাচারের সঙ্গে জড়িত ছিলো বলে ধারণা করা হয়। তাদের মতোই হতভাগা একটি পরিবারের গল্প থাকছে ‘চক্র’তে।

‘চক্র’র পোস্টার (ছবি: আইস্ক্রিন)
সোশ্যাল মিডিয়ায় ‘চক্র’র প্রচারণামূলক পোস্টার শেয়ার করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। তারা লিখে দিয়েছেন, ‘এই অসীম চক্রের শেষ কোথায়? উত্তর জানা যাবে খুব শিগগিরই।’
নতুন ওয়েব সিরিজটিতে আরো অভিনয় করেছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রুহান, আনোয়ার শাহী, রেশমা আহমেদ, ইহতিশাম আহমেদ টিংকু, সালাম খান তরুণ ও আখতার হোসেন।
পুরান ঢাকা ও কেরানীগঞ্জে ১৫ দিনের বেশি সময় ধরে ‘চক্র’র শুটিং হয়েছে। প্রাথমিকভাবে সিরিজটির দৈর্ঘ্য ১০ পর্ব রাখার চিন্তা আছে পরিচালকের। তবে ২-১ পর্ব কমতে পারে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস