বিশ্বসংগীত
দর্শক-শ্রোতাদের ভোটে টেলর সুইফটের ছক্কা

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস হাতে টেলর সুইফট (ছবি: টুইটার)
দর্শক-শ্রোতাদের ভোটে ছক্কা হাঁকালেন সুপারস্টার গায়িকা টেলর সুইফট। ৫০তম আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে ছয়টি পুরস্কার জিতেছেন তিনি। এরমধ্যে আছে সর্বোচ্চ সম্মান বর্ষসেরা সংগীতশিল্পী স্বীকৃতি। এছাড়া প্রিয় পপ অ্যালবাম, কান্ট্রি অ্যালবাম, মিউজিক ভিডিও শাখাতেও সেরা ৩২ বছর বয়সী এই আমেরিকান তারকা।
রবিবার (বাংলাদেশ সময় ২১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফ্ট থিয়েটারে পুরস্কার বিতরণ করা হয়। আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে সব মিলিয়ে ৪০টি ট্রফি পেলেন টেলর সুইফট। এজন্য ভক্তদের ধন্যবাদ দিতে ভোলেননি তিনি। এবারের আসরে ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত গান বিবেচনা রাখা হয়েছে।

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস হাতে টেলর সুইফট (ছবি: টুইটার)
একনজরে বিজয়ী তালিকা
বর্ষসেরা সংগীতশিল্পী
টেলর সুইফট
বর্ষসেরা নবীন সংগীতশিল্পী
ডাভ ক্যামেরন

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস হাতে ডাভ ক্যামেরন (ছবি: টুইটার)
বর্ষসেরা যৌথ গান
কোল্ড হার্ট (এলটন জন ও ডুয়া লিপা)
প্রিয় কনসার্ট সংগীতশিল্পী
কোল্ডপ্লে ব্যান্ড
প্রিয় মিউজিক ভিডিও
অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম (টেলর সুইফট)
প্রিয় পপ গায়ক
হ্যারি স্টাইলস

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস হাতে টেলর সুইফট (ছবি: টুইটার)

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস হাতে টেলর সুইফট (ছবি: টুইটার)
প্রিয় পপ গায়িকা
টেলর সুইফট
প্রিয় পপ দ্বৈত/দল
বিটিএস
প্রিয় পপ অ্যালবাম
রেড (টেলর সুইফট)
প্রিয় পপ গান
অ্যাজ ইট ওয়াজ (হ্যারি স্টাইলস)
প্রিয় কান্ট্রি গায়ক
মরগ্যান ওয়ালেন
প্রিয় কান্ট্রি গায়িকা
টেলর সুইফট

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস হাতে ড্যান প্লাস শেই (ছবি: টুইটার)
প্রিয় কান্ট্রি দ্বৈত/দল
ড্যান প্লাস শেই
প্রিয় কান্ট্রি অ্যালবাম
রেড (টেলর সুইফট)
প্রিয় কান্ট্রি গান
ওয়াস্টেড অন ইউ (মরগান ওয়ালেন)
প্রিয় হিপ-হপ গায়ক
কেন্ড্রিক ল্যামার
প্রিয় হিপ-হপ গায়িকা
নিকি মিনাজ
প্রিয় হিপ-হপ অ্যালবাম
মিস্টার মোরাল অ্যান্ড দ্য বিগ স্টেপারস (কেন্ড্রিক ল্যামার)
প্রিয় হিপ-হপ গান
ওয়েট ফর ইউ (ফিউচার ফিচারিং ড্রেক ও টেমস)
প্রিয় রিদমঅ্যান্ডব্লুজ গায়ক
ক্রিস ব্রাউন
প্রিয় রিদমঅ্যান্ডব্লুজ গায়িকা
বিয়ন্সে
প্রিয় রিদমঅ্যান্ডব্লুজ অ্যালবাম
রেনেসাঁন্স (বিয়ন্সে)
প্রিয় রিদমঅ্যান্ডব্লুজ গান
এসেন্স (উইজকিড ফিচারিং টেমস)
প্রিয় লাতিন গায়ক
ব্যাড বানি
প্রিয় লাতিন গায়িকা
আনিতা
প্রিয় লাতিন দ্বৈত/দল
ইয়ারিৎসা ইসু এসেন্সিয়া
প্রিয় লাতিন অ্যালবাম
উন ভেরানো সিন তি (ব্যাড বানি)
প্রিয় লাতিন গান
ডস ওরুগিতাস (সেবাস্তিয়ান ইয়াত্রা)

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস হাতে মেশিন গান কেলি (ছবি: টুইটার)
প্রিয় রক সংগীতশিল্পী
মেশিন গান কেলি
প্রিয় রক গান
বেগিন (মানেস্কিন)
প্রিয় রক অ্যালবাম
ইমপেরা (গোস্ট)
প্রিয় ইন্সপিরেশনাল সংগীতশিল্পী
ফর কিং অ্যান্ড কান্ট্রি
প্রিয় গসপেল সংগীতশিল্পী
টামেলা মান
প্রিয় ড্যান্স/ইলেক্ট্রনিক সংগীতশিল্পী
মার্শমেলো
প্রিয় সিনেমার গানের অ্যালবাম
এলভিস
প্রিয় আফ্রোবিটস সংগীতশিল্পী
উইজকিড
প্রিয় কে-পপ সংগীতশিল্পী
বিটিএস
সং অব সোল
ব্রেক দ্য বাও (ইয়োলা)
আইকন অ্যাওয়ার্ড
লায়োনেল রিচি
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস