গান বাজনা
‘দাগা’ নিয়ে ফিরছেন ধ্রুব গুহ

ধ্রুব গুহ (ছবি: ডিএমএস)
ক্যারিয়ারের শুরুতে ‘শুধু তোমার জন্য’, ‘যে পাখি ঘর বোঝে না’, ‘আদরে রাখিও বন্ধু’র মতো শ্রুতিমধুর গানে শ্রোতাদের মনে জায়গা করে নেন কণ্ঠশিল্পী ধ্রুব গুহ। এরপর ‘একলা পাখি’, ‘তোমার ইচ্ছে হলে’ এবং ‘তোমার উঁকিঝুঁকি’ গানে সেই ধারাবাহিকতা ধরে রাখেন। গায়কী ও গানের গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিডিও নির্মাণের মাধ্যমে দর্শক-শ্রোতাদের মন ছুঁয়েছেন তিনি।
কিন্তু নতুন গান কবে আসবে, ভক্ত-শ্রোতাদের সেই প্রশ্ন অনেকদিন ধরেই শুনছেন ধ্রুব গুহ। তাদের সেই অপেক্ষা শেষ হচ্ছে। ভালোবাসা দিবস উপলক্ষে আসছে ধ্রুব গুহ’র নতুন গানের ভিডিও। এর শিরোনাম ‘দাগা’। এটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজনে তরিক আল ইসলাম।

‘দাগা’ গানের মডেলদের পাশে ধ্রুব গুহ (ছবি: ডিএমএস)
গানটির গল্পনির্ভর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গল্প লিখেছেন মৌমিতা বিশ্বাস। ভিডিওতে অভিনয় করেছেন আকাশ ও রিয়া। বিশেষ চরিত্রে আছেন তামুর। এছাড়া দেখা যাবে ধ্রুব গুহ’কে।
দীর্ঘ বিরতির পর নতুন গান প্রকাশ প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, “আরও আগেই আমার নতুন গান ‘দাগা’ প্রকাশ পাওয়ার কথা ছিলো, কিন্তু পেছনের দুই বছর আমরা একটা দুর্বিষহ সময়ের মধ্য দিয়ে পার করেছি। সত্যি বলতে, সবার মধ্যে তখন ছিলো উৎকণ্ঠা-উদ্বেগ। করোনাভাইরাস আমাদের থমকে দিয়েছিলো। তাই একটা বিরতি নিতে হয়েছে।’

‘দাগা’ গানের মডেলদের পাশে ধ্রুব গুহ (ছবি: ডিএমএস)
‘দাগা’ কেমন গান? ধ্রুব গুহ’র উত্তর, ‘সহজ কথায় সহজ সুরের একটি গান। শ্রোতাদের কথা ভেবেই শ্রুতিমধুর গান সাজিয়েছি। আমার আগের গানগুলো শ্রোতারা যেমন আপন করে নিয়েছেন, আশা করছি নতুনটিও তাদের সেরকমই পছন্দ হবে।’
ভালোবাসা দিবসের আগেই ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে গানটি। পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে এটি শোনা যাবে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস