বলিউড
দিশার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন সার্বিয়ার এই মডেল

দিশা পাটানি (ছবি: ইনস্টাগ্রাম)
চলতি বছরের শুরুতে বলিউড তারকা টাইগার শ্রফের সঙ্গে দিশা পাটানির সম্পর্কের পাট চুকে যাওয়ার গুঞ্জন ঘোরাফেরা করেছে ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। যদিও তারা নিজেদের মধ্যে সম্পর্কের বিষয়ে কখনো মুখ খোলেননি। তবে তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাওয়ায় প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
যদিও সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে টাইগার শ্রফ জোর দিয়ে জানান, তিনি এখন একা। এরপরে বন্ধু সার্বিয়ার মডেল আলেকসান্দার অ্যালেক্স ইলিচের সঙ্গে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দিশা। ফলে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়।

দিশা পাটানি ও আলেকসান্দার অ্যালেক্স ইলিচ (ছবি: ইনস্টাগ্রাম)
আলেকসান্দার অ্যালেক্স ইলিচ ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দিশার সঙ্গে প্রেম নিয়ে গুজবের অবসান ঘটিয়েছেন। তিনি জানান, ৩০ বছর বয়সী এই অভিনেত্রীর সঙ্গে অনেকদিনের বন্ধুত্ব তার।
আলেকসান্দার অ্যালেক্স ইলিচ বলেন, ‘দিশা আমার কাছে পরিবারের মতো। যখনই আমাদের কারো বিষণ্ন লেগেছে, আমরা একে অপরের পাশে ছিলাম।’

দিশা পাটানি (ছবি: ইনস্টাগ্রাম)
প্রেমের গুঞ্জনের বিষয়ে এই তরুণের মন্তব্য, ‘বেশ কিছুদিন ধরে দেখছি, এ বিষয়ে কেমন জল্পনা চলছে। আমরা সত্যিটা জানি। আমি বুঝতে পারছি না, আমাদের মধ্যে কী হচ্ছে তা নিয়ে অন্যদের জল্পনা করা কেনো দরকার? আমরা নিজেদের মতো করে থাকলে সমস্যা কোথায় মানুষের? এসব গুঞ্জন দেখে শুধু হাসি পায় আমাদের।’

টাইগার শ্রফ ও দিশা পাটানি (ছবি: ইনস্টাগ্রাম)
টাইগার শ্রফকে চেনার কথার স্বীকার করেছেন আলেকসান্দার অ্যালেক্স ইলিচ। শুধু তাই নয়, জ্যাকি শ্রফের ছেলের সঙ্গে দারুণ সম্পর্ক আছে বলে দাবি তার। যদিও টাইগার ও দিশার সম্পর্ক এবং ছাড়াছাড়ির বিষয়টি এড়িয়ে তিনি যোগ করেন, ‘দুইজনের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। আমরা একসঙ্গে ঘুরতে বের হই এবং দারুণ সময় কাটে আমাদের।’

দিশা পাটানি (ছবি: ইনস্টাগ্রাম)
এদিকে দিশা পাটানিকে সর্বশেষ ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা গেছে। তিনি এখন ‘যোধা’র কাজ নিয়ে ব্যস্ত। এতে আরো অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা ও রাশি খান্না। এছাড়া সুপারস্টার সুরিয়ার বিপরীতে নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমার মাধ্যমে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হবে তার।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস