ওটিটি
যাদের হাতে উঠলো ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪’

তানজিন তিশা (ছবি: দীপ্ত টিভি)
বেসরকারি চ্যানেল দীপ্ত টেলিভিশনের আয়োজনে দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪-এ দর্শকভোটে আলোচিত ওয়েব ফিল্ম হলো সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘পয়জন’। এতে অভিনয়ের জন্য তানজিন তিশা আলোচিত অভিনেত্রী স্বীকৃতি পেয়েছেন।
ওয়েব ফিল্মের আলোচিত অভিনেতা হয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব (ইউএনও স্যার)। বিচারকদের দৃষ্টিতে সেরা ওয়েব ফিল্ম হয়েছে অনিমেষ আইচ পরিচালিত ‘মায়া’।

মোশাররফ করিমকে পুরস্কার তুলে দিয়েছেন অভিনেতা আজিজুল হাকিম (ছবি: দীপ্ত টিভি)
‘নেশার লাটিম’-এর জন্য একক নাটকের আলোচিত অভিনেতার পুরস্কার পেয়েছেন মোশাররফ করিম। ‘ভালোবাসার প্রথম কদম ফুল’ তানজিম সাইয়ারা তটিনীকে এনে দিয়েছে একক নাটকের আলোচিত অভিনেত্রী স্বীকৃতি।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়েছেন কেয়া পায়েল (ছবি: দীপ্ত টিভি)
গত একবছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলোর ওপর ভিত্তি করে ১৩টি শাখায় সেরাদের পুরস্কার দেওয়া হয়েছে। দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোটে বিজয়ী চূড়ান্ত করা হয়েছে। এছাড়া জুরি বোর্ডের দৃষ্টিতে আরো দুটি পুরস্কার দিয়েছে আয়োজকরা। গত ১৭ ডিসেম্বর ঢাকার তেজগাঁওয়ে দীপ্ত টেলিভিশন চত্বরে ছিলো এই আয়োজন।

নৃত্যশিল্পীদের মাঝে প্রার্থনা ফারদিন দীঘি (ছবি: দীপ্ত টিভি)
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী দীঘি, অভিনেত্রী তানজিন তিশা ও নৃত্যশিল্পী বারিষ হক। কোরিওগ্রাফি করেছে সোহাগ ড্যান্স। সংগীতে ছিলেন পারশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমী মৌ। প্রযোজনায় মো. মাসুদ মিয়া।

নৃত্যশিল্পীদের মাঝে শবনম বুবলী (ছবি: দীপ্ত টিভি)
জমকালো পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি দীপ্ত টিভিতে প্রচার হবে আগামী ২০ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়। অনুষ্ঠানে ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের প্রধান আন্দ্রে কারস্টেন্স, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারা যাকের, অভিনেতা আজিজুল হাকিম, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক পারভীন হাসান,পরিচালক কাজী জাহিন হাসান, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা।

তানজিম সাইয়ারা তটিনী (ছবি: দীপ্ত টিভি)
‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪’ বিজয়ী তালিকা
আলোচিত ওয়েব ফিল্ম (দর্শক ভোট): পয়জন (পরিচালক: সঞ্জয় সমাদ্দার)
আলোচিত ওয়েব ফিল্ম (জুরি অ্যাওয়ার্ড): মায়া (পরিচালক: অনিমেষ আইচ)
আলোচিত অভিনেতা (ওয়েব ফিল্ম): জিয়াউল ফারুক অপূর্ব (ইউএনও স্যার)
আলোচিত অভিনেত্রী (ওয়েব ফিল্ম): তানজিন তিশা (পয়জন)
আলোচিত একক নাটক (দর্শক ভোট): বাডিস (পরিচালক: রাগিব রাইহান পিয়াল)
আলোচিত একক নাটক (জুরি অ্যাওয়ার্ড): বিদায় বসন্তে মধ্যাহ্ন রোদ (মিশুক মিঠু)
আলোচিত অভিনেতা (একক নাটক): মোশাররফ করিম (নেশার লাটিম)
আলোচিত অভিনেত্রী (একক নাটক): তানজিম সাইয়ারা তটিনী (ভালোবাসার প্রথম কদম ফুল)
আলোচিত ধারাবাহিক নাটক: বকুলপুর সিজন ২ (পরিচালক: কায়সার আহমেদ)
আলোচিত অভিনেতা (ধারাবাহিক নাটক): আ খ ম হাসান (বকুলপুর)
আলোচিত অভিনেত্রী (ধারাবাহিক নাটক): কেয়া পায়েল (শিউলী মালা)
আলোচিত পার্শ্ব অভিনয়শিল্পী (ধারাবাহিক নাটক): সমাপ্তি মাশুক (শিউলী মালা)
আলোচিত ডাবিং সিরিয়াল: সূর্যকন্যা (তুরস্ক)
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস