সিনেমা হল
দেশজুড়ে শাকিবের ‘বরবাদ’ ঝড়, দর্শকদের মুখে মুখে ‘জিল্লু মাল দে’

‘বরবাদ’ সিনেমায় শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)
ঝড় তুলেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’। সিনেমাটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে উন্মাদনা চলছে। ‘বরবাদ’ জ্বরে কাঁপছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। ঈদুল ফিতরে মুক্তির পর আজ (৫ এপ্রিল) ষষ্ঠ দিনেও দর্শকদের উপচেপড়া ভিড় দেখা গেছে সিনেমাহলে। ঢাকার কেরানীগঞ্জের লায়ন সিনেমাস রাত ১০টা ৫০ মিনিটে স্পেশাল নাইট শো ও বগুড়ার মধুবন সিনেপ্লেক্স রাত ১২টা থেকে মধ্যরাতের শো চালাতে বাধ্য হয়েছে। দর্শকদের বিপুল চাহিদার কারণে ‘বরবাদ’-এর টিকিট যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে! চারদিকে টিকিটের জন্য হাহাকার! এজন্য অনেকে মজার ছলে সোশ্যাল মিডিয়ায় লিখছেন, ‘এই জিল্লু টিকিট দে!’
সিনেমাটিতে আরিয়ান মির্জা চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। নিজের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী জিল্লুকে তিনি বিভিন্ন দৃশ্যে বলেন, ‘এই জিল্লু মাল দে’, ‘এই জিল্লু গেট বন্ধ কর’, ‘এই জিল্লু হেলিকপ্টার খবর দে’। শাকিবের মুখে সংলাপগুলো এতোই জনপ্রিয়তা পেয়েছে যে, ঢাকার সুলতান ডাইন’স তাদের খাবারের প্রচারণা করতে সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল কার্ডে লিখেছে, ‘এই জিল্লু কাচ্চি দে’! সিনেমায় জিল্লু চরিত্রে অভিনয় করেছেন ভারতের শ্যাম ভট্টাচার্য।

‘বরবাদ’ সিনেমার পোস্টারে শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)
‘বরবাদ’ সিনেমায় শাকিবের তাণ্ডবলীলা, হিংস্রতা, নিষ্ঠুরতা, জবরদস্তি ও বর্বরতার অভিনয় দর্শকদের বিস্মিত করেছে। শাকিবিয়ানদের মতে, এমন অভিনয় আগে কখনো দেখা যায়নি। এটাই তার ক্যারিয়ারের সেরা সিনেমা। এতে এক হাতের তর্জনী মুখের সামনে এনে শাকিবের চুপ ইশারা অনুকরণ করে অনেক ভক্ত সোশ্যাল মিডিয়ায় ভিডিও ক্লিপ পোস্ট দিয়েছেন।
প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের তথ্যানুযায়ী, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশের ১২০টি সিনেমাহলে মুক্তি পেয়েছে ‘বরবাদ’। মাল্টিপ্লেক্সের মধ্যে সবচেয়ে বেশি শাখা স্টার সিনেপ্লেক্সের। ঢাকা ও চট্টগ্রামে এর সাতটি শাখায় আজ ‘বরবাদ’-এর ৩৭টি শো চালানো হয়েছে।
প্রায় ৯৯ শতাংশ পজিটিভ রিভিউ পেয়ে সবশ্রেণির দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ‘বরবাদ’। বেশিরভাগের চোখে এটি পয়সা উসুল সিনেমা। এজন্য পরিচালক মেহেদী হাসান হৃদয়কে বাহবা দিচ্ছেন সবাই। ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি আরেকজন হিট পরিচালক পেলো বলে মন্তব্য অনেকের।

‘বরবাদ’ সিনেমার পোস্টারে যীশু সেনগুপ্ত, শাকিব খান ও ইধিকা পাল (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)
‘প্রিয়তমা’ মুক্তির প্রায় দুই বছর পর ‘বরবাদ’ সিনেমায় শাকিবের সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। নীতু চরিত্রে অভিনয় করেছেন তিনি। নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। এর মধ্য দিয়ে ২২ বছর পর আবার যৌথ প্রযোজনার সিনেমায় দেখা গেলো তাকে। সিনেমাটিতে অন্যান্য চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মানব সাচদেব।
সিনেমাটিতে প্রীতম হাসানের লেখা, সুর করা ও গাওয়া ‘চাঁদ মামা’ গানে শাকিবের সঙ্গে নেচেছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান। এ নিয়ে বড় পর্দায় দ্বিতীয়বার তাদের রসায়ন দেখা গেলো। ২০১৮ সালে কলকাতার রাজীব কুমার বিশ্বাস পরিচালিত ‘নাকাব’ সিনেমায় জুটি বাঁধেন তারা।

‘চাঁদ মামা’ গানে নুসরাত জাহান ও শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)
প্রীতম হাসানের সুর করা ও গাওয়া এই সিনেমার আরেক গান ‘দ্বিধা’ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এছাড়া জি.এম. আশ্রাফের লেখা, সুর করা ও গাওয়া ‘নিঃশ্বাস’ এবং রিতাম সেনের কথা ও রথিজিৎ ভট্টাচার্যের সুরে ইমরান মাহমুদুল ও কোনালের গাওয়া ‘মায়াবী’ প্রকাশ্যে এসেছে।
‘বরবাদ’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন ও প্রীতম হাসানের পৃথক দুটি ইউটিউব চ্যানেলে গত ২৮ মার্চ এসেছে ‘চাঁদ মামা’ গানটি। এরমধ্যে রিয়েল এনার্জি প্রোডাকশন চ্যানেলে এর ভিউ সংখ্যা ২০ লাখ বারের বেশি। প্রীতমের চ্যানেলে সেই সংখ্যা প্রায় ১৫ লাখ বার।
প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, সিনেমাটির বাজেট ১৫ কোটি টাকা। এর বুকিং মানি সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত এসেছে। ফলে সিঙ্গেল স্ক্রিনে মুক্তির আগে টেবিল কালেকশন থেকেই লগ্নির এক-তৃতীয়াংশের বেশি পাওয়া গেছে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস