Connect with us

ওটিটি

দেশের নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘আই স্ক্রিন’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

(বাঁ থেকে) সাবিলা নূর, আফরান নিশো ও মারিয়া নূর (ছবি: ফেসবুক)

দেশীয় ওটিটি প্ল্যাটফর্মের তালিকায় যুক্ত হলো ‘আই স্ক্রিন’। তিন হাজার ঘণ্টার কনটেন্ট নিয়ে এটি চালু করেছে চ্যানেল আই। গতকাল (১৬ মার্চ) সন্ধ্যায় ঢাকার বনানীতে একটি অভিজাত হোটেলে ছিলো এর উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো এই ওটিটি।

তারকাবহুল অনুষ্ঠানে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, শরিফুল রাজ, পরীমণি, সাবিলা নূর, মারিয়া নূর, মৌসুমী, ওমর সানী, নাজিফা তুষি, আফজাল হোসেন, আফসানা মিমি, ভিকি জাহেদসহ অনেকে।

ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, গতকাল রাত থেকেই আইস্ক্রিনে তিনটি সিনেমা দেখা যাচ্ছে। এগুলো হলো মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’, রায়হান রাফীর ‘দামাল’ এবং মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’।

আই স্ক্রিনে উপভোগ করা যাচ্ছে আলোচিত তিন সিনেমা (ছবি: ফেসবুক)

২০২২ সালের অন্যতম আলোচিত সিনেমা ‘হাওয়া’য় অভিনয় করেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান প্রমুখ। স্বাধীন বাংলা ফুটবল টিমের গল্পে অনুপ্রাণিত ‘দামাল’ তৈরি হয়েছে ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সুমিত সেনগুপ্ত, শাহনাজ সুমি, রাশেদ অপু, ইন্তেখাব দিনার। ইমপ্রেস টেলিফিল্মের আরেক সিনেমা ‘বিউটি সার্কাস’-এ অভিনয় করেছেন জয়া আহসান।

আইস্ক্রিনের প্রকল্প পরিচালক হিসেবে আছেন চিত্রনায়ক রিয়াজ। তিনি জানান, দর্শকদের সুবিধার্থে এই ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনে তিনটি অপশন রয়েছে। এগুলো হলো এক মাস (২৫ টাকা), ছয় মাস (১২৫ টাকা) ও একবছর (২২৫ টাকা)। ৩০ দিনের সাবস্ক্রিপশন ফি ২৫ টাকা।

দেশে এর আগে ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে চালু হয় চরকি, বিঞ্জ, আরটিভি প্লাস, বায়োস্কোপ, বঙ্গবিডি এবং দীপ্ত প্লে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ