ওয়ার্ল্ড সিনেমা
দৌড়ের ওপর রাশমিকা!

রাশমিকা মান্দানা (ছবি: ইনস্টাগ্রাম)
‘পুষ্পা’ তারকা রাশমিকা মান্দানা এবার বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন। সন্দ্বীপ রেড্ডি বাঙ্গার পরিচালনায় ‘অ্যানিমেল’ সিনেমায় দেখা যাবে তাদের। গত ১৫-২০ দিন ভারতের মুম্বাইয়ে এর শুটিং করেছেন তারা।
এরপরই ভারতের আরেক শহর চেন্নাইয়ে তামিল সিনেমা ‘বারিসু’র প্রচারণায় অংশ নিতে ছুটে যান রাশমিকা। এতে তাকে দেখা যাবে থালাপতি বিজয়ের বিপরীতে।

রাশমিকা মান্দানা (ছবি: ইনস্টাগ্রাম)
মাঝে মুম্বাইয়ে হিন্দি সিনেমা ‘মিশন মজনু’র প্রচারণায় অংশ নেন রাশমিকা। এতে তার বিপরীতে থাকছেন সিদ্ধার্থ মালহোত্রা। এর আগে দিল্লিতেও প্রচারণা চালিয়েছেন তারা।

রাশমিকা মান্দানা (ছবি: ইনস্টাগ্রাম)
আগামী কিছুদিন এই তিনটি সিনেমার কাজ সমানতালে সামলাতে হবে রাশমিকাকে। বলা যায়, একরকম দৌড়ের ওপর আছেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী! তিনটি সিনেমাই মুক্তি পাবে ২০২৩ সালে।

রাশমিকা মান্দানা (ছবি: ইনস্টাগ্রাম)
গত ১৭ ডিসেম্বর ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির বর্ষপূর্তি উদযাপন করেছেন রাশমিকা। ব্লকবাস্টার হিট এই তেলুগু সিনেমার ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সহশিল্পী আল্লু অর্জুন, পরিচালক সুকুমার ও সংগীত পরিচালক দেবী শ্রী প্রসাদকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এছাড়া চলতি মাসের শুরুতে রাশিয়ায় ‘পুষ্পা’র মুক্তির উপলক্ষে দেশটিতে সশরীরে হাজির ছিলেন অসংখ্য ভক্তের এই ‘ক্রাশ’।

রাশমিকা মান্দানা (ছবি: ইনস্টাগ্রাম)
নতুন বছরে আসবে বহুল প্রত্যাশিত সিক্যুয়েল ‘পুষ্পা’র সিক্যুয়েল ‘পুষ্পা টু: দ্য রুল’। এবারও পুষ্পার স্ত্রী শ্রীবাল্লি চরিত্রে দেখা যাবে রাশমিকাকে। পুষ্পা রাজের ভূমিকায় যথারীতি থাকছেন আল্লু অর্জুন।

রাশমিকা মান্দানা (ছবি: ইনস্টাগ্রাম)
‘পুষ্পা’র সিক্যুয়েলের আগে নতুন বছরের প্রথম মাসেই দুটি নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসবেন রাশমিকা। আগামী ১২ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ‘বারিসু’। এরপর ১৯ জানুয়ারি নেটফ্লিক্সে আসবে শান্তনু বাগচি পরিচালিত ‘মিশন মজনু’। আর ১১ আগস্ট বড় পর্দায় দেখা যাবে ‘অ্যানিমেল’।

রাশমিকা মান্দানা (ছবি: ইনস্টাগ্রাম)
২০২২ সালটা ভালো-মন্দ মিলিয়ে কেটেছে রাশমিকার। বছরের শুরুতে তেলুগু সিনেমা ‘আদাবাল্লু মিকু জোহারলু’ বক্স অফিসে ব্যর্থ হয়। তবে তার অভিনীত ‘সিতা রামাম’ ২০২২ সালে সবচেয়ে ব্যবসাসফল তেলুগু সিনেমার তালিকায় জায়গা পেয়েছে। এতে তার পাশাপাশি অভিনয় করেছেন দুলকার সালমান ও ম্রুনাল ঠাকুর।

রাশমিকা মান্দানা (ছবি: ইনস্টাগ্রাম)
চলতি বছর হিন্দি সিনেমায় রাশমিকার অভিষেকটা সফল হয়নি। বক্স অফিসে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি ‘গুডবাই’। বিকাশ বহেলের পরিচালনায় এতে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেন তিনি।

রাশমিকা মান্দানা (ছবি: ইনস্টাগ্রাম)
‘মিশন মজনু’ সিনেমায় প্রথমবারের মতো দৃষ্টিশক্তিহীন তরুণীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা। এজন্য শুটিংয়ের আগে অন্ধ মেয়েদের নিয়ে গবেষণায় ডুবেছিলেন তিনি।

রাশমিকা মান্দানা (ছবি: ইনস্টাগ্রাম)
২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’র মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা। তেলুগু সিনেমার মাধ্যমে খ্যাতি পেয়েছেন তিনি। ২০২১ সালে তামিল সিনেমা ‘সুলতান’-এ কার্তির বিপরীতে দেখা গেছে তাকে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস