টেলিভিশন
দ্বৈত চরিত্রে সাদিয়া ইসলাম মৌ
অনেকদিন পর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি)নাটকে অভিনয় করলেন একসময়ের দেশসেরা মডেল সাদিয়া ইসলাম মৌ। চমকপ্রদ ব্যাপার হলো, ছোট পর্দায় এবার দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। তার অভিনীত নতুন নাটকটির নাম ‘সোনার সিন্দুক’।
গল্পে দেখা যাবে, উপমা নামের এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। তার স্বামী সোহেল চৌধুরী জমিদার বংশের লোক। বিদেশ থেকে এই দম্পতি দেশে ফিরেছে। সোহেল চৌধুরী জমিদার বাড়িতে থাকতে চায়। উইলের শর্ত অনুযায়ী, সে নিজেকে সৎ ও চরিত্রবান প্রমাণ করতে পারলে ট্রাস্টের টাকা ও একটি সোনার সিন্দুক পাবে।
এদিকে রাতে উপমা সোনার সিন্দুক খোলার জন্য অস্থির হয়ে পড়ে। সিন্দুক খুলে টাকা-পয়সা ও সোনা রাখলে দ্বিগুণ হয়ে যায়। উপমা নিজের চেহারা দ্বিগুণ সুন্দর করতে সিন্দুক খুলে ভেতরে ঢুকে পড়ে। কিন্তু সিন্দুক খুলে হবহু উপমার মতো দুই জনকে দেখে চমকে যায় সোহেল। এদিকে উইলের শর্ত অনুযায়ী, একাধিক নারীসঙ্গ প্রমাণিত হলে সবকিছু থেকেই বঞ্চিত হবে সে!
‘সোনার সিন্দুক’ নাটকে মৌ’র সহশিল্পী গোলাম কিবরিয়া তানভীর। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আজম খান, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, ওবায়দুর রহমান, তাবাসসুম মিথিলা, গাউস-উল-আবেদীন, আলমগীর রহমান, দুরন্ত সাহা, অপর্ণা চৌধুরীসহ অনেকে। চিত্রগ্রহণে আনোয়ার হোসেন বুলু।
আগামী ২৫ ডিসেম্বর বিটিভির ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে ‘সোনার সিন্দুক’। এটি লিখেছেন আলী ইমরান। নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস