বলিউড
নওয়াজের বিরুদ্ধে পুলিশি সহায়তায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

নওয়াজুদ্দিন সিদ্দিকী (ছবি: ইনস্টাগ্রাম)
বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী ও তার স্ত্রী আলিয়া সিদ্দিকীর মধ্যকার ঝামেলা ও আইনি লড়াইয়ের কথা সবারই জানা। স্ত্রীর অভিযোগ, পরিবারের সঙ্গে মিলে নওয়াজ তাকে নির্যাতন করেই যাচ্ছেন। এমনকি পুলিশের সহায়তা পাচ্ছেন ৪৭ বছর বয়সী এই তারকা।আলিয়ার আইনজীবী এক বিবৃতিতে এসব তুলে ধরেছেন।
জানা গেছে, নিজের বাড়িতেই প্রবেশের কারণে আলিয়া সিদ্দিকীর বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ দায়ের করেছে নওয়াজের পরিবার। এমনকি তাকে খাবার, বিছানা ও বাথরুম ব্যবহার করতে না দেওয়ার দুর্বিষহ কষ্টে রাখা হয়েছে।

নওয়াজুদ্দিন সিদ্দিকী ও আলিয়া সিদ্দিকী (ছবি: টুইটার)
অ্যাডভোকেট রিজওয়ান সিদ্দিকী বলেন, ‘নওয়াজ ও তার পরিবারের সদস্যরা আলিয়া সিদ্দিকীকে তাদের বাড়ি থেকে সরিয়ে দিতে সব ধরনের অপচেষ্টা চালিয়েছে। তার বিরুদ্ধে নিজের বাড়িতে অনুপ্রবেশের একটি অযোগ্য ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর পুলিশের মাধ্যমে তাকে গ্রেফতারের হুমকি দিয়েছে পরিবারটি। প্রায় প্রতিদিন সূর্যাস্তের পর থানায় তলব করা হয় তাকে।’

নওয়াজুদ্দিন সিদ্দিকী (ছবি: ইনস্টাগ্রাম)
পুলিশ আলিয়া সিদ্দিকীর সঙ্গে কী ধরনের আচরণ করেছে সেসব নিয়ে মুখ খুলেছেন অ্যাডভোকেট রিজওয়ান সিদ্দিকী। তার বর্ণনায়, ‘পুলিশ বিভাগের কার্যক্রম ও ব্যর্থতার ব্যাপারে কাউকে সরাসরি দায়ী করতে চাই না। তবুও এটাই সত্যি, কোনো পুলিশ কর্মকর্তা আমার মক্কেলের অধিকার রক্ষায় এগিয়ে আসেনি। এমনকি তাদের সামনেই অপমানিত হয়েছেন তিনি। পুলিশ কর্মকর্তার সামনেই নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এমনকি তাদের নাবালক সন্তানের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়। তবুও আমার মক্কেলের দেওয়া লিখিত অভিযোগ অনুযায়ী পদক্ষেপ নেয়নি পুলিশ।’

নওয়াজুদ্দিন সিদ্দিকীর মেয়ে শোরা সিদ্দিকী (ছবি: টুইটার)
আলিয়া সিদ্দিকীর পক্ষে বক্তব্য দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অ্যাডভোকেট রিজওয়ান সিদ্দিকী। তার অভিযোগ, ‘গত সাতদিন আমার মক্কেল যেন কোনো খাবার, শোবার বিছানা এবং স্নান করার জন্য বাথরুম না পায় সেজন্য যারপরনাই চেষ্টা করেছে নওয়াজুদ্দিন সিদ্দিকী ও তার পরিবারের সদস্যরা। এমনকি তারা আমার মক্কেলের চারপাশে পুরুষ নিরাপত্তারক্ষী নিয়োজিত রেখেছে এবং ড্রইংরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে, যেখানে আমার মক্কেল বর্তমানে তার নাবালক ছেলে ইয়ানিকে নিয়ে অবস্থান করছে।’
No police officer came forward to protect my clients’ rights. Instead, security guards of @Nawazuddin_S had the audacity to try to restrain my client from signing Court papers for Domestic Violence & for quashing of FIR
This “jungle raj” will stop.
I HAVE FULL FAITH IN COURTS https://t.co/SvAb8SanT0 pic.twitter.com/VUpngdNzkG
— Advocate Rizwan Siddiquee (@RizwanSiddiquee) January 29, 2023
সবশেষে আইনজীবী বলেন, ‘নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে উপযুক্ত মামলা দায়েরের জন্য আমার মক্কেলের স্বাক্ষর যেন না পাই সেই চেষ্টা করেছিলো তারা। নিরাপত্তারক্ষীদের ধৃষ্টতা ও হুমকি এবং কোনো পুলিশ কর্মকর্তা আমার মক্কেলের সহায়তায় এগিয়ে না আসা সত্ত্বেও আমরা আদালতে মামলা দায়েরের জন্য তার স্বাক্ষর পেতে সক্ষম হয়েছি। সেই অনুযায়ী এখন আদালতে একাধিক মামলা দায়ের হচ্ছে।’
২০০৯ সালে অঞ্জনা কিশোর পাণ্ডেকে (আলিয়া সিদ্দিকী) বিয়ে করেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। তাদের দুই সন্তান। বড় মেয়ে শোরা সিদ্দিকীকে সম্প্রতি ভারতের একটি বিমানবন্দরে বাবার সঙ্গে দেখা গেছে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস