গান বাজনা
নজরুলসংগীত শিল্পীদের দাবি, ‘এআর রাহমানকে ক্ষমা চেয়ে গানটি সরিয়ে নিতে হবে’

বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী সংস্থা সংবাদ সম্মেলন (ছবি: সিনেমাওয়ালা নিউজ)
বলিউডের ‘পিপ্পা’ চলচ্চিত্রের জন্য কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহকপাট’ গানটি বিকৃত করায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী সংস্থা। ভারতীয় সুরকার এআর রাহমানের সংগীত পরিচালনায় তৈরি হওয়া ‘কারার ঐ লৌহকপাট’ গানের নতুন সংস্করণটি অবিলম্বে সরিয়ে নেওয়ার দাবি তুলেছে সংগঠনটি।
আজ (১১ নভেম্বর) বিকেলে ঢাকার নজরুল ইনস্টিটিউটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নজরুলসংগীত শিল্পীরা সমবেত হয়ে ‘পিপ্পা’ চলচ্চিত্র সংশ্লিষ্টদের ‘কারার ঐ লৌহকপাট’ গানটি নতুন সুরে তৈরি করায় নিন্দা প্রকাশ করেছেন। বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি বলেন, ‘গানটির নজরুল সুরারোপিত আদি রেকর্ডটির প্রাপ্যতা সত্ত্বেও বিকৃত সুরে এর পরিবেশনা কেবল অন্যায় ও বেআইনিই নয়, নজরুল সৃষ্টির প্রতি এবং অবজ্ঞা প্রদর্শনজনিত কারণে নিতান্ত ঘৃণ্য ও হীন অপকর্ম। এ এক ধরনের বুদ্ধিবৃত্তিক অনাচার।’

এআর রাহমান (ছবি: ফেসবুক)
এ আর রাহমান এমন কাজ কীভাবে করলেন সেই কথা ভেবে বিস্মিত নজরুলসংগীত শিল্পীরা। অস্কারজয়ী এই সুরকারকে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন তারা।

‘পিপ্পা’ সিনেমার গানের ডিজিটাল অ্যালবাম (ছবি: রয় কাপুর ফিল্মস)
এ আর রাহমানের সংগীতায়োজনে ‘পিপ্পা’ চলচ্চিত্রের ব্যবহৃত ‘কারার ঐ লৌহকপাট’ গানটি গেয়েছেন ভারতের বাঙালি শিল্পী রাহুল দত্ত, তীর্থ ভট্টাচার্য, পীযূষ দাস, শালিনী মুখোপাধ্যায়, শ্রেয়ী পাল ও দিলাসা চৌধুরী। জি মিউজিক কোম্পানি এবং এ আর রহমানের ইউটিউব প্ল্যাটফর্মে গত ৭ নভেম্বর গানটি প্রকাশিত হয়। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দুই বাংলায়।

‘পিপ্পা’ সিনেমার পোস্টার (ছবি: রয় কাপুর ফিল্মস)
১৯৭১ সালে যশোরের গরিবপুরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সত্যি ঘটনা অবলম্বনে ‘পিপ্পা’ পরিচালনা করেছেন রাজা কৃষ্ণ মেনন। ইশান খাট্টার ও ম্রুনাল ঠাকুর অভিনীত ‘পিপ্পা’ গতকাল মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইমে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস