বলিউড
নটি বিনোদিনীর বায়োপিকে কঙ্গনা

কঙ্গনা রনৌত (ছবি: ইনস্টাগ্রাম)
নটি বিনোদিনী ছিলেন কিংবদন্তি মঞ্চ অভিনেত্রী। ভারতে নাট্যমঞ্চের সংস্কৃতি প্রতিষ্ঠা করেন তিনি। একযুগের ক্যারিয়ারে আশিটির বেশি চরিত্রে দেখা গেছে তাকে। এরমধ্যে উল্লেখযোগ্য প্রমীলা, সীতা, দ্রৌপদী, রাধা, আয়েশা, কৈকেয়ী, মতিবিবি এবং কপালকুণ্ডলা। আত্মজীবনী লেখা দক্ষিণ এশীয় মঞ্চ অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম।
মঞ্চনাটকের বাঙালি সুপারস্টার নটি বিনোদিনীর জীবন নিয়ে বলিউডে তৈরি হতে যাচ্ছে নতুন সিনেমা। এতে তার ভূমিকায় অভিনয় করবেন বলিউড তারকা কঙ্গনা রনৌত। বড় বাজেটের সিনেমাটি পরিচালনা করবেন প্রদীপ সরকার। তার ঝুলিতে আছে ‘পরীণিতা’ ও ‘মারদানি’র মতো সিনেমা।

কঙ্গনা রনৌত (ছবি: ইনস্টাগ্রাম)
নটি বিনোদিনীকে নিয়ে চিত্রনাট্য লিখেছেন প্রখ্যাত চিত্রনাট্যকার প্রকাশ কাপাডিয়া। তিনি এর আগে ‘তানহাজি-দ্য আনসাং ওয়ারিয়র’, ‘পদ্মাবত’, ‘দেবদাস’ ও ‘ব্ল্যাক’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন।

কঙ্গনা রনৌত (ছবি: ইনস্টাগ্রাম)
কঙ্গনা এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, ‘প্রদীপ সরকারের গোঁড়া ভক্ত আমি। এমন সুযোগ পেয়ে আমি খুব খুশি। তাছাড়া এটি হতে যাচ্ছে প্রকাশ কাপাডিয়ার সঙ্গে আমার প্রথম কাজ। ভারতের সেরা কয়েকজন শিল্পীর সঙ্গে একটি অসাধারণ পরিভ্রমণের অংশ হতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত।’

কঙ্গনা রনৌত (ছবি: ইনস্টাগ্রাম)
নিজের পরিচালিত ‘ইমার্জেন্সি’ সিনেমার কাজ শেষে আগামী বছরের শুরুতে নটি বিনোদিনীর বায়োপিকের শুটিং শুরু করবেন কঙ্গনা। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী এখন ‘ইমার্জেন্সি’র শুটিং নিয়ে বেশ ব্যস্ত। এতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে তাকে।

‘তেজাস’ সিনেমায় কঙ্গনা রনৌত (ছবি: ইনস্টাগ্রাম)
কঙ্গনার হাতে এখন আরো আছে রনি স্ক্রুভালা প্রযোজিত ‘তেজাস’। এতে দুঃসাহসী যুদ্ধবিমানের পাইলটকে কেন্দ্র করে গল্প। এটি মুক্তি পাবে ২০২৩ সালের গ্রীষ্মে। ভারতের প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে বিমান বাহিনী প্রথম ২০১৬ সালে নারীদের যুদ্ধে অংশ নেওয়ার সুযোগ দেয়।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস