Connect with us

ঢালিউড

নতুন ট্রেলারে বঙ্গবন্ধুর বায়োপিকের মুক্তির তারিখ ঘোষণা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় আরিফিন শুভ (ছবি: জাজ মাল্টিমিডিয়া)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের মুক্তির তারিখ অবশেষে ঘোষণা করা হলো। আগামী ১৩ অক্টোবর সিনেমাহলে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘মুজিব: একটি জাতির রূপকার’। আজ (১ অক্টোবর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এর ১ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলার উন্মোচন করা হয়। 

ট্রেলারে প্রথম দৃশ্যে দেখা যায়, বিমান থেকে বের হচ্ছেন বঙ্গবন্ধু। নেপথ্যে বাজছে ‘অচিন মাঝি’ শিরোনামের একটি গান। এরপর একে একে দেখা যায় বঙ্গবন্ধুর ব্যক্তিজীবনের বিভিন্ন মুহূর্ত, বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ২৫ মার্চের কালরাত, মহান মুক্তিযুদ্ধের একঝলক।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় আরিফিন শুভ ও প্রার্থনা দীঘি (ছবি: জাজ মাল্টিমিডিয়া)

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার একটি ট্রেলার বছরখানেক আগে প্রকাশের পর সমালোচিত হয়। নতুন ট্রেলারে সেসব দৃশ্যের বেশিরভাগই নেই। কান ফিল্ম ফেস্টিভ্যালের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে আগের ট্রেলার প্রকাশিত হয়। সম্প্রতি টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির প্রিমিয়ার হয়েছে। এসব আয়োজনে অংশ নেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সিনেমাটিকে বাস্তব ইতিহাসের দলিল হিসেবে উল্লেখ করেছেন তিনি। আজ মন্ত্রী জানান, বঙ্গবন্ধু কীভাবে জাতির রূপকার হলেন সেসব ঘটনা রয়েছে এতে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনা দিয়ে সিনেমাটি শেষ হবে।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় নুসরাত ইমরোজ তিশা (ছবি: জাজ মাল্টিমিডিয়া)

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর বায়োপিক পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। তরুণী শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া এবং কিশোরী শেখ হাসিনার ভূমিকায় আছেন ওয়ানিয়া জারিন আনভিতা। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের (রেনু) চরিত্রে নুসরাত ইমরোজ তিশা এবং তরুণী রেনুর ভূমিকায় দেখা যাবে প্রার্থনা দীঘিকে। শেখ রেহানা চরিত্রে থাকছেন সাবিলা নূর ও সামন্ত রহমান।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় চঞ্চল চৌধুরী (ছবি: জাজ মাল্টিমিডিয়া)

বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও খায়রুল আলম সবুজ (বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান), দিলারা জামান ও সঙ্গীতা চৌধুরী (বঙ্গবন্ধুর মা সাহেরা খাতুন), শরীফ সিরাজ (শেখ জামাল), নাজিবা বাশার (সুলতানা কামাল খুকী)।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার দৃশ্য (ছবি: জাজ মাল্টিমিডিয়া)

জাতীয় চার নেতার চরিত্রে আছেন দেওয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), রিয়াজ (তাজউদ্দীন আহমদ), সমু চৌধুরী (কামারুজ্জামান) ও খলিলুর রহমান কাদেরি (মনসুর আলী)। অন্যান্য চরিত্র রূপদান করেছেন রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), তৌকীর আহমেদ (হোসেন শহীদ সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শামসুল হক), শহীদুল আলম সাচ্চু (এ.কে. ফজলুল হক), গাজী রাকায়েত (আবদুল হামিদ), সাব্বির হোসেন (তোফায়েল আহমেদ), তুষার খান (তফাজ্জল হোসেন মানিক মিয়া), খন্দকার হাফিজ (মেজর জেনারেল ওসমানী), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), জায়েদ খান (জেনারেল টিক্কা খান), ফজলুর রহমান বাবু (খন্দকার মোশতাক আহমেদ) ও এলিনা শাম্মী (খালেদা জিয়া)।

এছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে শতাব্দী ওয়াদুদ, রোকেয়া প্রাচী, আবুল কালাম আজাদ, আশিউল ইসলাম, হাসান দ্বীপ ও সুদীপ সারাঙ্গীকে।

২০২১ সালের ২১ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে ‘বঙ্গবন্ধু’ নামে সিনেমাটির শুটিং শুরু হয়। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মুজিব: একটি জাতির রূপকার’। এর ইংরেজি নাম ‘মুজিব: মেকিং অব অ্যা নেশন’। সংগীত পরিচালনায় শান্তনু মৈত্র।

সিনেমাওয়ালা প্রচ্ছদ