Connect with us

আলাপচারিতা

শোবিজে আসার জন্য পরিবারকে না জানাতে নাম বদলে ফেলেছি: মাহি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

সামিরা খান মাহি
সামিরা খান মাহি (ছবি: কাজী সাজ্জাদ)

সামিরা খান মাহিকে ভাবা হচ্ছে আগামী দিনের অন্যতম সেরা অভিনেত্রী। স্বল্প সময়ে দর্শকদের গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তিনি। ফলে নাটকের নির্মাতাদের কাছে তার চাহিদা দিনে দিনে বাড়ছে। ওটিটিতেও কাজ শুরু করেছেন তিনি। তবে অভিনয়ে আসার কথা কখনো ভাবেনইনি এই তরুণী। সিনেমাওয়ালা নিউজের সঙ্গে আলাপচারিতায় শোবিজে শুরুর গল্প ও ভবিষ্যত পরিকল্পনাসহ অনেক কিছু জানিয়েছেন সামিরা খান মাহি।

সিনেমাওয়ালা নিউজ: এবারের ঈদের জন্য কয়টি কাজ করলেন?
সামিরা খান মাহি: মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সিনেমাওয়ালার একটি নাটকে এখন অভিনয় করছি। এছাড়া ‘হাঙর’ নামের একটি নাটকের শুটিং শেষ করেছি। এতে আমার সহশিল্পী মুশফিক আর. ফারহান। ঈদের আরও চার-পাঁচটি নাটকের শুটিং এখনও বাকি।

সামিরা খান মাহি

সামিরা খান মাহি (ছবি: কাজী সাজ্জাদ)

সিনেমাওয়ালা নিউজ: ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করছেন?
মাহি: হ্যাঁ, একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছি। এর নাম ‘জিরো পয়েন্ট’। এতে আমার সহশিল্পী আরশ, তারিক আনাম খান এবং সাবেরী আলম। এটি ওটিটির জন্য আমার প্রথম কাজ বলা যায়। এই একটিই আপাতত করা হলো। ভবিষ্যতে ওটিটির জন্য আরও কাজ করার পরিকল্পনা আছে।

সামিরা খান মাহি

সামিরা খান মাহি (ছবি: কাজী সাজ্জাদ)

সিনেমাওয়ালা নিউজ: শোবিজে আপনার শুরুটা কীভাবে হয়েছিলো?
মাহি: ২০১৪ সালে ‘রঙ আরটিভি টোয়েন্টি টোয়েন্টি কালারস মডেল হান্ট’ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানার আপ হই। তারপর চার-পাঁচ বছর মডেলিং করেছি।

সামিরা খান মাহি

সামিরা খান মাহি (ছবি: কাজী সাজ্জাদ)

গত বছর ঈদুল আজহার পর আমার অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছে বলতে পারেন। যদিও অভিনয় আমার পরিকল্পনায় ছিলো না। কিন্তু এখন অভিনয়কে ক্যারিয়ার হিসেবে এগিয়ে নিতে চাই।

সামিরা খান মাহি

সামিরা খান মাহি (ছবি: কাজী সাজ্জাদ)

সিনেমাওয়ালা নিউজ: ছোটবেলায় কী হতে চেয়েছিলেন?
মাহি: চিকিৎসক হতে চেয়েছিলাম। কারণ ছোটবেলায় আমার মধ্যে বিজ্ঞান নিয়ে উচ্ছ্বাস ছিলো। বিজ্ঞান শিক্ষার্থীদের নিয়ে অন্যরকম আকর্ষণ ছিলো। এজন্য বিজ্ঞান পড়তে গিয়ে মনে হলো চিকিৎসক হবো। এছাড়া ছোটবেলা থেকেই গান শিখেছি। যদিও এখন আর শেখা হয় না। তখন চেয়েছিলাম গায়িকা হবো।

সামিরা খান মাহি

সামিরা খান মাহি (ছবি: কাজী সাজ্জাদ)

কিন্তু অভিনয়ে আসবো বা অভিনেত্রী হবো এমনটা কখনও ভাবনায় আসেনি। আরটিভির প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়ার পর মডেলিং ও কয়েকটি নাটকে কাজ করলাম। তখন অনেকেই আমাকে অভিনয়ের জন্য উৎসাহ দিয়েছে। তো সেখান থেকেই এ পর্যন্ত আসা। বলা যায় স্রেফ পরখ করতে করতে অভিনয়ে চলে এসেছি।

সামিরা খান মাহি

সামিরা খান মাহি (ছবি: কাজী সাজ্জাদ)

সিনেমাওয়ালা নিউজ: আপনার প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। সামিরা খান মাহি হলেন কীভাবে?
মাহি: আমার জন্ম ও বেড়ে ওঠা সিলেটে। ছোটবেলা থেকে পরিবারের সবাই আমাকে মাহি নামে ডাকে। ফারজানা ইয়াসমিন আমার পুরো নাম। আরটিভির প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় পরিবার থেকে অতোটা সমর্থন পাইনি। আমি জানতাম না শীর্ষ দশে পৌঁছে যাবো। তখন আমি কিশোরী। আমার বয়স ছিলো ১৮ বছর। তো সেই সময়টায় আমার মনে হয়েছে, পরিবারের কাউকে না জানিয়েই প্রতিযোগিতায় অংশ নেওয়াটা ভালো। তাই সামিরা খান মাহি নামে নিবন্ধন করেছিলাম। এই তো!

সামিরা খান মাহি

সামিরা খান মাহি (ছবি: কাজী সাজ্জাদ)

সিনেমাওয়ালা নিউজ: টিকটকে বেশ সক্রিয় থাকার কারণ কী?
মাহি: যখন নাটকে কাজ শুরু করি, তখন একটা নির্দিষ্ট সংখ্যক দর্শক টিকটক থেকেই এসেছে বলে আমার কাছে মনে হয়। সেজন্যই এখনও টিকটকে আছি। তাছাড়া ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে ভালো লাগে আমার।

সামিরা খান মাহি

সামিরা খান মাহি (ছবি: কাজী সাজ্জাদ)

কখনও কোনো ভক্ত আমাকে প্রশ্ন করলে তার উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রতিদিন তাদের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি। তাছাড়া করোনা মহামারি শুরুর সময় শুধু টিকটকই করতাম, কারণ তখন তো মডেলিং বা নাটক কিছুই ছিলো না।

সামিরা খান মাহি

সামিরা খান মাহি (ছবি: কাজী সাজ্জাদ)

সিনেমাওয়ালা নিউজ: ভবিষ্যৎ পরিকল্পনা কী?
মাহি: আপাতত ছোটপর্দায় কাজ করতে চাই। অনেক নাটকে কাজ করার পরিকল্পনা আছে। কারণ ইউটিউব প্ল্যাটফর্মটি আমার কাছে ভালো লাগছে। এখন নতুন নতুন চরিত্র নিয়ে নিরীক্ষা করতে চাই। আমার চাওয়া দর্শকদের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন।

সামিরা খান মাহি

সামিরা খান মাহি (ছবি: কাজী সাজ্জাদ)

সিনেমাওয়ালা নিউজ: প্রেম-বিয়ে নিয়ে ভাবনা কী?
মাহি: চার-পাঁচ বছরের আগে না। কারণ এখন অভিনয়েই আমার মনোযোগ ধরে রাখতে চাই।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ