Connect with us

হলিউড

নতুন শত্রু নিয়ে এলো ‘সনিক দ্য হেজহগ থ্রি’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘সোনিক দ্য হেজহগ থ্রি’ সিনেমার পোস্টার (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)

জাপানিজ বহুজাতিক প্রতিষ্ঠান সেগা’র ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজ অবলম্বনে নির্মিত ‘সনিক দ্য হেজহগ থ্রি’ এসেছে বাংলাদেশে। স্টার সিনেপ্লেক্সের সব শাখায় আজ (২৭ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে অ্যাকশন-অ্যাডভেঞ্চার কমেডি ধাঁচের সিনেমাটি। 

নতুন কিস্তিতে সনিক, টেইলস ও নাকলস নতুন শত্রু শ্যাডো দ্য হেজহগের মুখোমুখি হয়। মানুষের বিরুদ্ধে প্রতিশোধের সাধনায় পাগল বিজ্ঞানী আইভো রোবটনিক ও তার দাদা জেরাল্ড রোবটনিকের সঙ্গে হাত মেলায় শ্যাডো।

সনিক দ্য হেজহগ চরিত্রে কণ্ঠ দিয়েছেন বেন শোয়ার্টজ। শ্যাডো দ্য হেজহগের ভূমিকায় আছেন কিয়ানু রিভস। নাকলস দ্য ইচিডনা চরিত্রে কণ্ঠ দিয়েছেন ইড্রিস অ্যালবা। ড. আইভো রোবটনিক ও অধ্যাপক জেরাল্ড রোবটনিক চরিত্রে কণ্ঠ দিয়েছেন জিম ক্যারি। টম ওয়াচোস্কি চরিত্রে আছেন জেমস মার্সডেন।

আগের দুই পর্বের মতো ‘সনিক দ্য হেজহগ থ্রি’ যথারীতি পরিচালনা করেছেন জেফ ফাওলার। এর গল্প লিখেছেন প্যাট ক্যাসি ও জশ মিলার। তাদের সঙ্গে মিলে চিত্রনাট্য সাজিয়েছেন জন হুইটিংটন। সিনেমাটির দৈর্ঘ্য ১ ঘণ্টা ৫০ মিনিট।

২০২০ সালে ‘সনিক দ্য হেজহগ’ ও ২০২২ সালে মুক্তি পেয়েছে ‘সনিক দ্য হেজহগ টু’। প্রথম দুটি সিনেমার ব্যবসায়িক সাফল্যের পথ ধরে এবার এলো তৃতীয় কিস্তি। ১২ কোটি ২০ লাখ ডলার বাজেটে নির্মিত ‘সনিক দ্য হেজহগ থ্রি’ গত ২০ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি দিয়েছে প্যারামাউন্ট পিকচার্স।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ