Connect with us

ছবি ও কথা

নারী দিবসে নায়িকারা যা বললেন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আন্তর্জাতিক নারী দিবস আজ (৮ মার্চ)। দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রীরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের মনের কথা লিখেছেন। তাদের এসব অনুভূতিতে উঠে এসেছে নারীদের জন্য অনুপ্রেরণা ও এগিয়ে যাওয়ার প্রেরণা।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘সমাজের চোখে সেরা হওয়ার জন্য আমরা নারীরা প্রায়ই ভুলে যাই, আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক দিয়ে আলাদা। তাই অন্যের কাছে সেরা হওয়ার চেষ্টা না করে আমাদের উচিত নিজেদের স্বতন্ত্র সত্তা আবিষ্কার করা। এই সত্তাই আমাদের জীবনের দৌড়ে সামনের সারিতে এগিয়ে নিয়ে যাবে। নারীদের পাশে যারা আছেন, থাকবেন, সেসব পুরুষ বন্ধুদের এবং অবশ্যই নারী বন্ধুদের আজকের এই দিনে জানাই বিশেষ শুভেচ্ছা।’

অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘সমস্ত কুসংস্কারের বাধা পেরোনো কঠিন। মেয়েরা যখনই ভ্রমণে যায় তখন তাকে প্রশ্নের মুখে পড়তে হয়। তাদের ব্যাপারে সবসময় কিছু ধারণা করে নেয় লোকে। দুর্বলতার একটি মুহূর্ত অনুমোদিত নয়। একমুহূর্তের জন্য ত্রুটি থাকা যাবে না। সবসময় নিখুঁত হওয়া চাই। ভুল করা যাবে না। কিন্তু আমরা মেয়েরা শুধুই মানুষ এবং নিজের মতো হওয়াই ভালো। তাই শুধু নিজের মতো পথ চলুন এবং স্মৃতি জমা করুন। দিনের শেষে নিজেকে খুশি বলতে পারার মতো থাকুন।’

চিত্রনায়িকা অপু বিশ্বাস বেগুণি রঙের হৃদয় আকৃতির তিনটি ইমোজি জুড়ে দিয়ে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি নারী। এটাই আমার শক্তি। পরিশ্রম আর সততা দিয়ে নারীশক্তিকে নিয়ে যেতে চাই আন্তর্জাতিক অঙ্গনে। কোনো কিছুর সঙ্গে আপোস না করে আমার এই হার না মানা গল্প চলতে থাকুক আপনাদের কাছে।’

চিত্রনায়িকা শবনম বুবলী নারীর বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, ‘নারী মানে শক্তি, নারী মানে ভালোবাসা, নারী মানে মায়া, নারী মানে মা, নারী মানে কোমলতা, নারী মানে সততা, নারী মানে সাহসিকতা, নারী মানে মর্যাদা, নারী মানে যোগ্যতা, নারী মানে সম্মান, নারী মানে ধৈর্য, নারী মানে সৌন্দর্য! বিশ্বের সকল নারীদের প্রতি জানাই নারী দিবসের অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা!’

মা ছবি সাহার সঙ্গে মিলিয়ে একই রঙের পোশাক পরেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সেগুলো শেয়ার দিয়ে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা।

অভিনেত্রী সাফা কবির একটি বিশেষ ভিডিও শেয়ার করে বলেছেন, ‘আসুন আমাদের শক্তি, ক্ষমতা, ধৈর্য ও আবেগকে উদযাপন করি। নারী দিবসের শুভেচ্ছা।’

চিত্রনায়িকা পূজা চেরি সাদা শাড়ি পরা কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভালোবাসা, মূল্যায়ন ও ক্ষমতায়নে পূর্ণ একটি দিন কাটুক সবার। নারী দিবসের শুভেচ্ছা।’

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা শুটিংয়ে নারী দিবস উদযাপন করছেন। তার কথায়, ‘আমার কাজকে আমি ভালোবাসি। আমি নিজেকে ভালোবাসি। আপনাদের সবাইকে ভালোবাসি।’

অভিনেত্রী সামিরা খান মাহি নারী দিবসের শুভেচ্ছা জানাতে ব্যবহার করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথা, ‘দুঃখ যদি না পাবে তো/ দুঃখ তোমার ঘুচবে কবে?/ বিষকে বিষের দাহ দিয়ে/ দহন করে মারতে হবে/ জ্বলতে দে তোর আগুনটারে/ ভয় কিছু না করিস তারে/ ছাই হয়ে সে নিভবে যখন/ জ্বলবে না আর কভু তবে/ দুঃখ যদি না পাবে তো/ দুঃখ তোমার ঘুচবে কবে?’

দুই প্রজন্মের দুই মডেল-অভিনয়শিল্পী আনিকা কবির শখ ও আইশা খান দুই হাত দিয়ে হৃদয় আকৃতি বানানো ছবি পোস্ট করেছেন। উভয়ে লিখেছেন ‘কেবল হৃদয় নয়… করবে নারী বিশ্বজয়।’ এর সঙ্গে নারী দিবস, অন্তর্ভুক্তিকে অনুপ্রাণিত করুন হ্যাশট্যাগ দিয়েছেন তারা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ