ঢালিউড
প্রথমবার সিনেমার গান গাইলেন আফরান নিশো

‘দাগি’ গানের ভিডিওতে আফরান নিশো (ছবি: চরকি)
অভিনেতা আফরান নিশো চমকে দিলেন! নিজের নতুন সিনেমা ‘দাগি’র গান গেয়েছেন তিনি। এর শিরোনাম সংগীতে (টাইটেল ট্র্যাক) কণ্ঠ দিয়েছেন এই তারকা। আজ (২৬ মার্চ) রাতে এটি প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যায়, স্টুডিওতে গান গাইছেন নিশো– ‘তোমাদের চোখে দাগি/সমাজের চোখে দাগি/যতবার খুশি মারো, তবু বারবার জাগি’। যেন ‘দাগি’ সিনেমার দাগি হয়ে নিজের কথাগুলোই গানে গানে বলেছেন তিনি।
আফরান নিশো জানান, গানটি গাওয়ার পরিকল্পনা হঠাৎ করেই। তিনি কিছুই জানতেন না! গানটির কথা লেখা হয়েছে একজন দাগির দৃষ্টিকোণ থেকে। তাই সংশ্লিষ্টরা চেয়েছেন, সিনেমার দাগির কণ্ঠেই এটি সবচেয়ে ভালো মানাবে।
গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আফরান নিশো। তার কথায়, ‘এটা আমার জন্য একরকম চমকই ছিলো। প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে একটি ডেমো সংস্করণ শুনিয়ে জানতে চাইলেন, ‘কেমন লেগেছে?’ তাকে বললাম, ‘ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল।’ গানটা নিয়ে কী করা যায় ভাবতে ভাবতে একসময় আমাকে বলা হয়, এতে আমি কণ্ঠ দিলে কেমন হয়? গানটিতে আমার কণ্ঠ রাখার কারণ যৌক্তিক লেগেছে বলেই কণ্ঠ দিতে রাজি হয়েছি। কিছু সংযোজন-বিয়োজনের পর গানটি গেয়েছি।”

‘দাগি’র দৃশ্যে আফরান নিশো (ছবি: চরকি)
অনেক বছর আগে নাটকের জন্য কিছু লাইন গেয়েছিলেন আফরান নিশো। সেই গানের গীতিকার-সুরকার ছিলেন তিনি নিজেই। সংগীতে তার কিছু দখল আছে। ফলে অনেকদিন পর গান গাইলেও বেগ পেতে হয়নি নিশোর। তিনি বলেন, ‘গানটি গাওয়ার সময় খুব উপভোগ করেছি। একটু নিচু স্বরে যতটা সম্ভব আগ্রাসন আনার চেষ্টা করেছি। পেশাদার গায়ক হিসেবে এটি গাইনি, অনিয়মিত কিংবা গায়ক নন অথবা প্রথম গান গাইছে এমন একজনের যে স্বাভাবিক ঢঙ, সেটাই রাখার চেষ্টা করেছি।’

(বাঁ থেকে) রাসেল মাহমুদ, আফরান নিশো ও আরাফাত মহসীন নিধি (ছবি: চরকি)
‘দাগি’ গানের সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। আফরান নিশোর পাশাপাশি এটি গেয়েছেন তিনি। শুরুর কয়েক লাইন তারই গাওয়া। নিধি বলেন, “টাইটেল ট্র্যাক শ্রোতারা যেভাবে শুনে অভ্যস্ত, এক্ষেত্রে তেমনই কিছু করার চেষ্টা ছিলো আমার। গানটির ব্যাপারে ধারণা পাওয়ার পর মনে হয়েছে এতে ঝাঁঝালো ও প্রতিবাদী সুর দরকার। সেটাই করার চেষ্টা ছিলো। এরকম গানে শব্দ খুব গুরুত্বপূর্ণ, সেটাও ঠিকঠাক পেয়েছি।’
নিশোর গান গাওয়া প্রসঙ্গে আরাফাত মহসীন বলেন, ‘আফরান নিশো অভিনয়ে কী করতে পারেন, সেই ক্ষমতার কথা জানা আছে দর্শকদের। এবার গান গাওয়ার প্রতিভা দেখালেন তিনি। তাও আবার সিনেমায়! তাকে আগেও গান করার প্রস্তাব দিয়েছি। কিন্তু হয়ে উঠছিলো না। এবার হয়ে গেলো! যখন জানতে পারি নিশো ভাই এই গানে কণ্ঠ দেবেন ও র্যাপ করবেন, তার কণ্ঠস্বরে মানাবে এমনভাবে কিছু জায়গায় সুর রাখার চেষ্টা করেছি।’

‘দাগি’ গানের ভিডিওতে আফরান নিশো (ছবি: চরকি)
সিনেমার গল্প জেনে সেরকম শব্দ চয়ন করে ‘দাগি’ গানটি লিখেছেন রাসেল মাহমুদ। তিনি বলেন, “দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম আমাকে বেশ প্রভাবিত করেন। তার প্রেম ও দ্রোহের লেখা আমার কাছে একরকম বিস্ময়। ‘দাগি’র টাইটেল ট্র্যাক লেখার সময় তেমন কিছু শব্দ ও বাক্য ব্যবহারের চেষ্টা করেছি। গানটি রেকর্ডিংয়ের সময় স্টুডিওতে ছিলাম। আফরান নিশো ও নিধি গানটি সুন্দরভাবে উপস্থাপন করেছেন।”
এর আগে প্রকাশিত হয়েছে ‘একটুখানি মন’ শিরোনামের গান। এতে রয়েছে গল্পের প্রধান দুই চরিত্র নিশান ও জেরিনের ভালোবাসার গল্প। সাজিদ সরকারের সুর ও সংগীতায়োজনে এটি গেয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। এর কথা লিখেছেন কবি-ঔপন্যাসিক সাদাত হোসাইন। সিনেমাটিতে নিজের সুরে একটি গান গেয়েছেন জেফার রহমান। এর শিরোনাম ‘নিয়ে যাবে কি’।
‘দাগি’তে নিশান চরিত্রে আফরান নিশো ও জেরিন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। সিনেমাটি মূলত এই জুটির ভালোবাসা, বিরহ ও অনুশোচনার গল্প। এতে কারাগারের ঘটনাও আছে। আর জেলের দাগ একবার যার লাগে, বাকি জীবন সে দাগি হয়ে থাকে। এখান থেকেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ক্ষমার বিষয়টি, যা ধর্ম ও মানবতার অন্যতম প্রধান অনুষঙ্গ।
আফরান নিশোর দ্বিতীয় সিনেমা ‘দাগি’ পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। এর মধ্য দিয়ে প্রায় দুই বছর পর বড় পর্দায় ফিরছেন ভক্তদের এই ‘বস’। ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদ পেয়েছে সিনেমাটি। ফলে ‘দাগি’ মুক্ত হয়ে গেলো! শাস্তি কাটিয়ে যেমন দাগি আসামি কারাগার থেকে মুক্ত হয়, ঠিক যেন তেমনই সেন্সরের পরীক্ষা-নিরীক্ষা শেষে ‘দাগি’ সবার সামনে আসতে প্রস্তুত।

‘দাগি’র দৃশ্যে আফরান নিশো ও তমা মির্জা (ছবি: চরকি)
শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ গত ২৪ মার্চ ইউ গ্রেডের (ইউনিভার্সাল গ্রেড) সেন্সর সার্টিফিকেট পেয়েছে। অর্থাৎ সব বয়সী দর্শকরা দেখতে পারবেন এটি। ফলে বড় পর্দায় এই সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে আর কোনো বাধা নেই।
এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি যৌথভাবে প্রযোজনা করেছে সিনেমাটি। সেন্সর সার্টিফিকেট হাতে পেয়ে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহরিয়ার শাকিল বলেন, “ঈদে সবাই মিলে যেন উপভোগ করতে পারেন, তেমন সিনেমাই আমরা তৈরি করতে চেয়েছি ও পেরেছি বলে মনে হচ্ছে। কারণ সেন্সর সার্টিফিকেশন বোর্ড ‘দাগি’কে ইউ গ্রেড দিয়েছে।”

‘দাগি’র দৃশ্যে তমা মির্জা ও আফরান নিশো (ছবি: চরকি)
শাহরিয়ার শাকিল যোগ করেছেন, “যেকোনো সিনেমার সার্থকতা দর্শক সংখ্যা দেখে বিচার করা যায়। কোনো সিনেমা সফল হবে কিনা সেটি অনেকাংশে নির্ভর করে পারিবারিক দর্শকদের ওপর। ‘দাগি’ দুর্দান্ত গল্প নিয়ে নির্মিত ঈদে সপরিবারে দেখার মতো সিনেমা। এতে যে গল্প ও যেভাবে বলার চেষ্টা করা হয়েছে, আমার বিশ্বাস দর্শকরা এমন গল্পই দেখতে চায়।”
‘দাগি’র প্রথম অফিসিয়াল পোস্টারের মতো দ্বিতীয় পোস্টারেও শুধুই আফরান নিশো আছেন। এতে লম্বা চুল দুই হাতে বাঁধতে দেখা যাচ্ছে নায়ককে। এটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘জেল একটা জাহান্নাম। ওখানে ভালো মানুষ নষ্ট হয়ে যায়। নষ্ট মানুষ হয় পিশাচ…।’
‘দাগি’তে আরো অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, গাজী রাকায়েত, এ কে আজাদ সেতু, মিলি বাশারসহ অনেকে। সৈয়দপুর, রাজশাহী ও ঢাকায় ‘দাগি’র শুটিং হয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

‘দাগি’র পোস্টারে আফরান নিশো (ছবি: চরকি)
‘দাগি’ হলো মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প। এমন গল্প নিয়ে দেশে কাজ হয়নি বলে দাবি পরিচালক শিহাব শাহীনের। ‘ছুঁয়ে দিলে মন’ মুক্তির ১০ বছর পর নিজের দ্বিতীয় সিনেমা নিয়ে আসছেন এই নির্মাতা। গল্প, চিত্রনাট্য ও সংলাপ তারই লেখা। সেন্সর সার্টিফিকেট পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি। তার কথায়, ‘এটি গল্পনির্ভর সিনেমা, দেখার মতো অভিনয়ের সিনেমা। এমন গল্প নিয়ে দেশে কাজ হয়নি বললেই চলে।’
সিনেমাটির সহ-প্রযোজনা প্রতিষ্ঠান ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, “যেকোনো ভালো কাজ করতে সম্মিলিত প্রচেষ্টা দরকার। ‘দাগি’তে সেটাই হয়েছে। ঈদে দলবেঁধে কিংবা পরিবার নিয়ে সিনেমা দেখার চল গত কয়েক বছর ধরে আমরা দেখছি। দর্শকরা যেন বারবার সিনেমাহলে আসেন সেজন্য আমরা খুব গুরুত্বের সঙ্গে কাজ করছি। সেই প্রমাণও রেখেছি। গল্প, নির্মাণ ও অভিনয় মিলিয়ে সুন্দর একটি কাজ হয়ে উঠেছে ‘দাগি’। ঈদের আনন্দে পরিবার, বন্ধু ও স্বজনদের নিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইলো।”
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস