Connect with us

ফিল্ম ফেস্টিভ্যাল

‘নীলপদ্ম’ নিয়ে আসছেন রুনা খান

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘নীলপদ্ম’তে রুনা খান (ছবি: জাইন কমিউনিকেশন্স)

অভিনেত্রী রুনা খান নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নীলপদ্ম’ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। ২৩তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের বাংলাদেশ প্যানারোমা বিভাগে স্থান পেয়েছে এটি। আগামী ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরে ‘নীলপদ্ম’র পয়লা প্রদর্শনী হবে। সবার জন্য উন্মুক্ত এই আয়োজন।

উৎসবের অংশ হিসেবে আগামী ১৯ জানুয়ারি বিকেল ৩টায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে থাকছে ‘নীলপদ্ম’র দ্বিতীয় প্রদর্শনী। সিনেমাটি নিবেদন করেছে জাইন কমিউনিকেশন্স।

রুনা খান (ছবি: ফেসবুক)

‘নীলপদ্ম’ নীলা চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। গত বছরের জানুয়ারিতে ‘নীলপদ্ম’র শুটিং করতে প্রথমবার রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় যান তিনি। টানা তিন দিন সেখানে ছিলেন এই তারকা। নীলা দৌলতদিয়ার একজন যৌনকর্মী। গল্পটি তাকে কেন্দ্র করে আবর্তিত। নীলার মতো যৌনকর্মীদের জীবন, সামাজিক অবস্থা ও সংগ্রাম এর মূল উপজীব্য।

রুনা খান (ছবি: ফেসবুক)

সিনেমাটির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন তৌফিক এলাহি। প্রযোজনা, গল্প, সংলাপ ও চিত্রনাট্য তারই।

‘নীলপদ্ম’তে আরো অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, রাশেদ মামুনুর রহমান অপু, শাহেদ আলী, সুজাত শিমুল প্রমুখ। চিত্রগ্রহণে নাহিয়ান বেলাল। আবহ সংগীত তৈরি করেছেন সৈয়দ নাফিস।

সিনেমাওয়ালা প্রচ্ছদ