Connect with us

টালিউড

নুসরাত ফারিয়ার ‘ভয়’ এবং অন্যান্য

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নুসরাত ফারিয়া (ছবি: ফেসবুক)

ঢালিউডের পাশাপাশি কলকাতার সিনেমা নিয়ে প্রায়ই ব্যস্ত থাকেন নুসরাত ফারিয়া। নতুন বছরের প্রথম মাসে মুক্তি পেলো তার অভিনীত ‘ভয়’। ওপার বাংলার সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে গত ২৭ জানুয়ারি থেকে দেখা যাচ্ছে। রাজা চন্দের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা।

‘ভয়’ সিনেমায় নুসরাত ফারিয়ার চরিত্রটি একজন শিক্ষকের। অঙ্কুশ হলেন সাঁতার প্রশিক্ষক। তার বাবা নেই, মা ক্যান্সারে আক্রান্ত। ছোট বোন অটিস্টিক। বোন যে স্কুলে পড়ে সেখানেই পড়ান নুসরাত ফারিয়া। মা-বোনকে নিয়ে অঙ্কুশ যখন বিপর্যস্ত, তখন চিকিৎসক কাকা তাদের সম্পত্তি আত্মসাতের চেষ্টা চালায়।

নুসরাত ফারিয়া (ছবি: ফেসবুক)

‘ভয়’ নিয়ে নুসরাত ফারিয়া সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘কোরবানি ঈদের দিন সিনেমাটির শুটিং করে কাটিয়েছি। অভিনয়ে এমন অনেক ত্যাগ স্বীকার করতে হয়। মাঝে মধ্যে আমাদের ব্যক্তিগত সময় কেড়ে নেয় শুটিং। কিন্তু দিন শেষে কাজটা ভালো হলে আমরা সবকিছু ভুলে যাই।’

নুসরাত ফারিয়া (ছবি: ফেসবুক)

২০১৫ সালে ‘আশিকি’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। এতে তার নায়ক ছিলেন অঙ্কুশ হাজরা। ২০১৯ সালে বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘বিবাহ অভিযান’ সিনেমায় আবার দেখা গেছে তাদের। এর সিক্যুয়েল ‘আবার বিবাহ অভিযান’ মুক্তি পাবে চলতি বছর। আগের পর্বের মতোই নুসরাত ফারিয়া ও অঙ্কুশের পাশাপাশি থাকছেন অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার ও প্রিয়াঙ্কা সরকার। তবে এবার বদলেছে পরিচালক। ‘বিবাহ অভিযান টু’র মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করছেন চিত্রগ্রাহক সৌমিক হালদার। ফেব্রুয়ারিতে এর শেষ ধাপের শুটিং শুরু হবে।

নুসরাত ফারিয়া (ছবি: ফেসবুক)

নুসরাত ফারিয়ার হাতে কলকাতার অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘রকস্টার’ সিনেমাটিও আছে। এতে তার বিপরীতে দেখা যাবে যশ দাশগুপ্তকে।

নতুন বছরে ঢালিউডের আলোচিত দুই-তিনটি সিনেমায় দেখা যেতে পারে নুসরাত ফারিয়াকে। এরমধ্যে ‘মুজিব: একটি জাতির রূপকার’ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় এটি পরিচালনা করেছেন শ্যাম বেনেগাল।

নুসরাত ফারিয়া (ছবি: ফেসবুক)

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় তরুণী শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। নাম ভূমিকায় আছেন আরিফিন শুভ। ‘ফুটবল ৭১’ নামের একটি সিনেমায় জুটি বাঁধবেন তারা। নামেই বোঝা যাচ্ছে, ১৯৭১ সালের প্রেক্ষাপটে স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প থাকবে এতে। সরকারি অনুদানে এটি পরিচালনা করবেন অনম বিশ্বাস।

নুসরাত ফারিয়া (ছবি: ফেসবুক)

এদিকে ঢালিউডে নুসরাত ফারিয়ার প্রতীক্ষিত আরেকটি সিনেমা ‘পাতালঘর’। মহামারিকালে একজন মা ও মেয়ের গল্প নিয়ে সাজানো হয়েছে এটি। নূর ইমরান মিঠুর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সালাহউদ্দিন লাভলু, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, গিয়াস উদ্দিন সেলিম, মামুনুল হক, রওনক হাসান, অর্ষা প্রমুখ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ