Connect with us

ওটিটি

মধ্যরাতে ‘ষ’-এর কলাকুশলীদের মিলনমেলা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

পেট কাটা ‘ষ’-এর সমারোহ
(ওপরে বাঁ থেকে) ক্রিয়েটিভ প্রডিউসার রাসেল মাহমুদ, প্রযোজনা প্রতিষ্ঠান এ ফর অ্যাকশনের মাসুদুল আমিন রিন্তু, চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি, মাসুদা খান, নুহাশ হুমায়ূন, প্রীতম হাসান ও কাজী নওশাবা আহমেদ। (নিচে বাঁ থেকে) সাঈদা তাসলিমা হোসান নদী, শিরিন আক্তার শিলা, সঙ্গীত আয়োজক রাকাত জামি ও অভিষেক ভট্টাচার্য (ছবি: চরকি)

রাতের আঁধারে যেন শাঁকচুন্নি ও জিন-ভূতের আসর জমে! তাই বৃহস্পতিবার (২১ এপ্রিল) দিবাগত রাতে হলো মনস্তাত্ত্বিক ভৌতিক ঘরানার ওয়েব সিরিজ ‘ষ’র কলাকুশলীদের মিলনমেলা। রাজধানীর মাদানী এভিনিউয়ের শেফ’স টেবিল কোর্টসাইডে বসেছিল এই সমারোহ।

পেট কাটা ‘ষ’-এর সমারোহ

চরকির কর্মকর্তা ও ‘ষ’-এর কলাকুশলীরা (ছবি: চরকি)

পুরো আয়োজনে ছিল ভিন্নতা। নীল হুরেজাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্মাতা ও চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি। এরপর অনুভূতি ব্যক্ত করেন ‘ষ’-এর পরিচালক নুহাশ হুমায়ূন।

পেট কাটা ‘ষ’-এর সমারোহ

নীল হুরেজাহানের উপস্থাপনায় নিজেদের অভিজ্ঞতা ব্যক্ত করেন সোহেল মন্ডল ও শিরিন আক্তার শিলা (ছবি: চরকি)

সিরিজটিতে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন সোহেল মন্ডল, শিরিন আক্তার শিলা, মোরশেদ মিশু, সাঈদা তাসলিমা হোসান নদী, কাজী নওশাবা আহমেদ, প্রীতম হাসান ও মাসুদা খান। আনন্দ আয়োজনে ছিলেন পেট কাটা ‘ষ’-এর অন্যান্য কলাকুশলী।

পেট কাটা ‘ষ’-এর সমারোহ

(বাঁ থেকে) সাঈদা তাসলিমা হোসান নদী, চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি, মাসুদা খান, নুহাশ হুমায়ূন, প্রীতম হাসান ও কাজী নওশাবা আহমেদ (ছবি: চরকি)

চরকিতে গত ৭ এপ্রিল মুক্তি পায় ‘ষ’-এর প্রথম পর্ব ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’। এরপর ১৪ ও ২১ এপ্রিল দেখা গেছে ‘মিষ্টি কিছু’ ও ‘লোকে বলে’। আগামী ২৮ এপ্রিল আসবে ‘নিশির ডাক’। এবারই প্রথম চরকি ভৌতিক ঘরানার সিরিজ মুক্তি দিয়েছে।

 

সিনেমাওয়ালা প্রচ্ছদ