ওটিটি
‘পয়জন’ ট্রেলারে ঝলমলে, আতঙ্কিত ও হিংস্র তানজিন তিশা

‘পয়জন’ ওয়েব ফিল্মের পোস্টার (ছবি: দীপ্ত প্লে)
অভিনেত্রী তানজিন তিশার নতুন ওয়েব ফিল্ম ‘পয়জন’-এর ট্রেলার প্রকাশ্যে এলো। এতে ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। ১ মিনিট ৪৫ সেকেন্ডের ট্রেলারে কখনো ঝলমলে সাজগোজে, কখনো আতঙ্কিত, কখনোবা হিংস্র রূপে দেখা গেছে তাকে। চরিত্রের প্রয়োজনে ধূমপানও করেছেন তিনি।
গতকাল (২ জুন) সোশ্যাল মিডিয়ায় ‘জীবন অদ্ভুত, সিনেমার চেয়েও অদ্ভুত!’ স্ট্যাটাস দিয়ে ট্রেলারটি শেয়ার দিয়েছেন তানজিন তিশা। সাসপেন্স-থ্রিলার গল্পটিতে একজন নায়িকার সংগ্রাম ও বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরা হয়েছে। এটি পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার।

তানজিন তিশা (ছবি: ফেসবুক)
এর আগে ৪৪ সেকেন্ডের একটি টিজারে তানজিন তিশার চরিত্রের একঝলক দেখা গেছে। এর শুরুতে সংলাপ হিসেবে তিনি বলেন, ‘একটা নায়িকার শুধু স্ক্যান্ডাল না, স্ট্রাগলও থাকে!’

সঞ্জয় সমদ্দার ও তানজিন তিশা (ছবি: ফেসবুক)
তানজিন তিশা ছাড়াও ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, আব্দুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, টাইগার রবি, সরকার রওনক রিপন, এস এম সোহাগ প্রমুখ। কাজী মিডিয়া লিমিটেড প্রযোজিত ‘পয়জন’ রচনা করেছেন মামুনুর রশিদ তানিম। আগামী ১০ জুন ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পাবে এটি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস