বলিউড
পরিচালকের আসনে দিশা

দিশা পাটানি (ছবি: ইনস্টাগ্রাম)
বলিউড অভিনেত্রী দিশা পাটানি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। ‘কিউ কারু ফিকার’ শিরোনামের একটি মিউজিক ভিডিও বানিয়েছেন তিনি। বড় পর্দায় আট বছর কাজ করার অভিজ্ঞতা নিয়ে এবার পরিচালকের আসনে বসলেন ৩১ বছর বয়সী এই তারকা।
মিউজিক ভিডিওটির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দিশা। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যেসব বিষয় নিয়ন্ত্রণ করা না যায় সেগুলো ছেড়ে দিলে হয়তো নিজেকে মুক্ত লাগতে পারে। আমাদের বিশেষ কাজের একঝলক শেয়ার করলাম।’
View this post on Instagram
দিশা উল্লেখ করেছেন, আগামী ২১ আগস্ট ইউটিউবে প্লেডিএমএফ চ্যানেলে অবমুক্ত হবে ‘কিউ কারু ফিকার’। এর পোস্টারে দেখা যাচ্ছে, আপন মনে সৈকতে বসে প্রশান্তিময় ঢেউ উপভোগ করছেন তিনি। জিন্সের শর্টস ও ফিরোজা নীল শার্টে তাকে দারুণ লাগছে।

দিশা পাটানি (ছবি: ইনস্টাগ্রাম)
এদিকে দিশার হাতে এখন আছে করণ জোহর প্রযোজতি ‘যোধা’ (সিদ্ধার্থ মালহোত্রা, রাশি খান্না), তামিল সিনেমা ‘কানগুভা’ (সুরিয়া) এবং নাগ অশ্বিনের ‘কালকি ২৮৯৮ এডি’ (প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন)।

দিশা পাটানি (ছবি: ইনস্টাগ্রাম)
২০১৫ সালে তেলুগু সিনেমা ‘লোফার’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় দিশার। এরপর ভারতের সাবেক অধিনায়কের বায়োপিক ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে কাজ করে নজর কাড়েন তিনি। তার অভিনীত হিন্দি সিনেমার তালিকায় আরো আছে ‘বাঘি টু’ (২০১৮), ‘ভারত’ (২০১৯), ‘মালাং’ (২০২০) ও ‘এক ভিলেন রিটার্নস’ (২০২২)। এছাড়া চীনা অ্যাকশন-কমেডি ‘কুংফু ইওগা’য় দেখা গেছে তাকে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস