বলিউড
পরিণীতির হাতে বিয়ের বালা, মালাবদল রবিবার বিকেলে

পরিণীতি চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও ভারতের রাজনৈতিক দল আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাধা যুগলের নাম ‘রাগনীতি’ দিয়েছেন ভক্তরা। তাদের বিয়ের বন্ধনে জড়াতে আর একদিন বাকি। আগামীকাল (২৪ সেপ্টেম্বর) গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন দু’জনে।
কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছে, রাজস্থানের উদয়পুরে নয়নাভিরাম পাঁচতারা হোটেল দ্য লীলা প্যালেস এবং দ্য তাজ লেক প্যালেসে রাগনীতির বিয়ে উপলক্ষে থাকছে বর্ণিল আয়োজন। গতকাল (২২ সেপ্টেম্বর) রাজস্থানের উদয়পুরে বিয়ের ভেন্যুর উদ্দেশে রওনা দিয়েছেন হবু বর-কনে, তাদের মা-বাবা এবং অনেক অতিথি। সবাইকে স্বাগত জানাতে হোটেল দুটি সাজিয়ে রাখা হয়।

পরিণীতি চোপড়া ও রাঘব চাধা (ছবি: টুইটার)
আজ (২৩ সেপ্টেম্বর) পরিণীতির চূড়া অনুষ্ঠান (হাতে বালা পরা) হয়েছে। আগামীকাল দুপুরে হবে রাঘবের সেহরাবন্দির (পাগড়ি বাঁধা) আনুষ্ঠানিকতা। তারপর দ্য তাজ লেক প্যালেস থেকে বরপক্ষ যাত্রা শুরু করবে। রবিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিট থেকে দ্য লীলা প্যালেসে একে একে রয়েছে জয়মালা (মালাবদল), সাত পাঁকে বাঁধা এবং কনেকে বিদায়। সবশেষে দ্য লীলা প্যালেসের বিশাল প্রাঙ্গণে অতিথিদের সঙ্গে বিশেষ নৈশভোজে শামিল হবে নবদম্পতি।

পরিণীতি চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
অতিথি তালিকায় থাকছেন পরিণীতির চাচাত বোন প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী আমেরিকান গায়ক-অভিনেতা নিক জোনাস। তারা আমেরিকা থেকে উড়ে আসবেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিএম ভগবন্ত মানকে নিমন্ত্রণ করেছেন রাঘব।
জানা গেছে, বিয়ের পর গুরুগ্রামে বন্ধু ও আত্মীয়-স্বজনদের জন্য স্বল্প পরিসরে একটি অনুষ্ঠান রেখেছে রাগনীতি। এরপর দিল্লিতে বলিউড তারকা ও ভারতীয় রাজনীতিবিদদের জন্য নবদম্পতির পক্ষ থেকে থাকবে জমকালো অনুষ্ঠান।

রাঘব চাধা ও পরিণীতি চোপড়া (ছবি: টুইটার)
জীবনের নতুন অধ্যায় শুরুর আগে ঐতিহ্য মেনে শিখদের ধর্মীয় প্রার্থনা ও আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিণীতি ও রাঘবের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দুই পরিবারের সঙ্গে তারা জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে সুফি গানের পরিবেশনা উপভোগ করেছেন। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে আড্ডা দিয়ে, গান গেয়ে, নেচে ও মজা করে সময় কেটেছে তাদের। ঘরে বিশেষভাবে তৈরি খাবার দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়।
পরিণীতি চোপড়া ও রাঘব চাধা গত মে মাসে দিল্লির কাপুরথালা হাউসে জাঁকজমকভাবে বাগদানের আনুষ্ঠানিকতা সেরেছেন।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস