Connect with us

শুভেচ্ছা

পরিণীতি ও রাঘবের বিয়ের নিমন্ত্রণ কার্ড ভাইরাল

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

পরিণীতি চোপড়া (ছবি: টুইটার)

রাজনীতিবিদ রাঘব চাধার সঙ্গে ঘর বাঁধতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। আগামী ২৩ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। গায়ে হলুদ ও মেহেদি রাঙা সংগীতানুষ্ঠানের পর ২৫ সেপ্টেম্বর প্রেমিকের সঙ্গে মালাবদল করবেন ৩৪ বছর বয়সী এই নায়িকা।

অতিথিদের কাছে পাঠানো বর-কনের নাম সংবলিত বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে। আগামী ৩০ সেপ্টেম্বর পাঁচতারকা হোটেল তাজ চণ্ডীগড়ে রয়েছে এই আয়োজন।

পরিণীতি চোপড়া ও রাঘব চাধার বিয়ের কার্ড (ছবি: টুইটার)

নিমন্ত্রণপত্রে লেখা, ‘আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী পি.এন. চাধা, শ্রীমতী বিমলা চাধা, শ্রীমতি ঊষা, শ্রী এইচ.এস. সাচদেবার স্বর্গীয় আশীর্বাদে অলকা ও সুনীল চাধা তাদের ছেলে রাঘব চাধা এবং রীনা ও পবন চোপড়ার কন্যা পরিণীতির বিবাহোত্তর সংবর্ধনায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তাজ চণ্ডীগড়ে মধ্যাহ্নভোজের জন্য নিমন্ত্রণ।’

জানা গেছে, বিয়েতে জমকালো আবহ থাকলেও সবই সম্পন্ন হবে ঘরোয়া পরিসরে। সেক্ষেত্রে দুই পরিবারের সদস্য, তাদের ঘনিষ্ঠজন ও বন্ধুদের উপস্থিতিতে পরিণীতির কপালে সিঁদুরে রাঙাবেন রাঘব। সব মিলিয়ে ২০০ জন অতিথির জন্য ব্যবস্থা থাকছে।

পরিণীতি চোপড়া ও রাঘব চাধা (ছবি: টুইটার)

আশা করা হচ্ছে, বিয়েতে ৫০ জনের বেশি ভিভিআইপি অতিথি উপস্থিত থাকবেন। কারণ রাঘব চাধা আম আদমি পার্টির (এএপি) জনপ্রিয় সদস্য। তাই অনুষ্ঠানস্থলে অতিথিদের গোপনীয়তা নিশ্চিত করার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

রাঘব চাধা ও পরিণীতি চোপড়া (ছবি: টুইটার)

ভিভিআইপি অতিথিদের বিশেষ নিরাপত্তা দেবেন গোয়েন্দা কর্মকর্তারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য– দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিএম ভগবন্ত মান। এছাড়া পরিণীতির চাচাত বোন প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী আমেরিকান গায়ক-অভিনেতা নিক জোনাস আমেরিকা থেকে উড়ে আসবেন।

রাঘব চাধা ও পরিণীতি চোপড়া (ছবি: টুইটার)

গায়ে হলুদ, মেহেদি, সংগীত ও বিয়ের নানান অনুষ্ঠানগুলোর জন্য নয়াদিল্লির পাঁচতারকা হোটেল দ্য লীলা প্যালেস এবং উদয়পুরের নয়নাভিরাম দ্য ওবেরয় উদয়ভিলাস ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষভাবে বরাদ্দ নেওয়া হয়েছে।

পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা গত মে মাসে দিল্লির কাপুরথালা হাউসে জাঁকজমকভাবে বাগদানের আনুষ্ঠানিকতা সেরেছেন।

রাঘব চাধা ও পরিণীতি চোপড়া (ছবি: টুইটার)

এদিকে পরিণীতি চোপড়ার নতুন সিনেমা ‘মিশন রাণীগঞ্জ’ মুক্তি পাবে আগামী ৬ অক্টোবর। এতে তার সহশিল্পী বলিউড তারকা অক্ষয় কুমার। চার বছর আগে ‘কেসারি’তে জুটি বেঁধেছিলেন তারা।

‘মিশন রাণীগঞ্জ’ সিনেমায় দেখা যাবে, ১৯৮৯ সালের নভেম্বরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের রাণীগঞ্জে ৩৫০ ফুট গভীর কয়লাখনিতে ৬৫ জন শ্রমিকের আটকে পড়ার সত্যি ঘটনা। তাদের জীবিত উদ্ধারের অভিযানে নেতৃত্ব দেন প্রয়াত খনি প্রকৌশলী যশবন্ত সিং গিল। তার নিরলস প্রচেষ্টা ও বীরত্বে সমস্ত প্রতিকূলতা পেরিয়ে কয়লা খনিতে উদ্ধার অভিযান সফল হয়। এ ঘটনা সারা ভারতসহ বিশ্বকে নাড়া দিয়েছিলো।

‘মিশন রাণীগঞ্জ’ সিনেমার পোস্টার (ছবি: পূজা এন্টারটেইনমেন্ট)

‘মিশন রাণীগঞ্জ’ পরিচালনা করেছেন টিনু সুরেশ দেশাই। অক্ষয় কুমারের প্রশংসিত ও ব্যবসাসফল সিনেমা ‘রুস্তম’ (২০১৬) বানিয়েছিলেন তিনি। সাত বছর পর আবার পরিচালকের আসনে বসলেন ৪৯ বছর বয়সী এই নির্মাতা। নতুন সিনেমাটি প্রযোজনা করেছে পূজা এন্টারটেইনমেন্ট।

পরিণীতি চোপড়ার হাতে এখন আরেকটি সিনেমা আছে। এর নাম ‘অমর সিং চামকিলা’। এতে তার সহশিল্পী দিলজিৎ দোশাঞ্জ। পাঞ্জাবি গায়ক-গায়িকা অমর সিং চামকিলা ও অমরজোত কৌরের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে এটি। আশির দশকে তাদের ভক্তিমূলক গান তুমুল শ্রোতাপ্রিয়তা পায়। ১৯৮৮ সালের ৮ মার্চ স্ত্রী ও ব্যান্ডের দুই সদস্যসহ নিহত হন অমর সিং চামকিলা। সিনেমাটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ