Connect with us

বলিউড

পরিণীতি-রাঘবের বিয়ের উৎসব শুরু

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

রাঘব চাধা ও পরিণীতি চোপড়া (ছবি: টুইটার)

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া বিয়ে এবং শুভ কাজ সম্পন্ন করার দিনক্ষণের ব্যাপারে নীরবতা বজায় রেখে চলেছেন। যদিও ভারতের রাজনৈতিক দল আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাধার সঙ্গে তার আসন্ন বিয়ের পরিকল্পনা বি-টাউনের মোটামুটি সবাই জানে। তাদের বিয়ের নিমন্ত্রণ কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হবু দম্পতিকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে।

ইতোমধ্যে দিল্লিতে পরিণীতি-রাঘবের বিয়ের উৎসব শুরু হয়ে গেছে। পাঞ্জাবি ঐতিহ্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ‘আরদাস’ এবং ‘শব্দ কীর্তন’ উপভোগ করেছে দুই পরিবার। ‘আরদাস’ হলো শান্তি কামনা করে শিখদের প্রার্থনার আয়োজন। অন্যদিকে শব্দ কীর্তন বলতে বোঝায় শিখদের ধর্মগ্রন্থের আবৃত্তি।

পরিণীতি চোপড়া ও রাঘব চাধা (ছবি: টুইটার)

পরিবার ছাড়াও ঘনিষ্ঠজনদের জন্য ঘরোয়া কয়েকটি অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন বর-কনে। রাজস্থানের উদয়পুরে পাঁচতারকা হোটেল দ্য লীলা প্যালেসে বিয়ের মূল আনুষ্ঠানিকতায় থাকছে গান-বাজনা, মেহেদি রাঙানো, গায়ে হলুদ ও মালাবদল।

পরিণীতি ও রাঘব তাদের কাছের বন্ধু ও পরিবারের জন্য হোটেল রুম বুকিং দিয়ে রেখেছেন। উদয়পুরের নয়নাভিরাম দ্য ওবেরয় উদয়ভিলাস আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষভাবে বরাদ্দ নেওয়া হয়েছে।

রাঘব চাধা ও পরিণীতি চোপড়া (ছবি: টুইটার)

ধারণা করা হচ্ছে, রাঘবের সঙ্গে বরযাত্রীরা চণ্ডীগড়ের তাজ প্যালেসে থাকবেন। বিয়ের দিন বারাত নিয়ে লীলা প্রাসাদের দিকে এগোবেন তারা।

অতিথি তালিকায় থাকছেন পরিণীতির চাচাত বোন প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী আমেরিকান গায়ক-অভিনেতা নিক জোনাস। তারা আমেরিকা থেকে উড়ে আসবেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিএম ভগবন্ত মানকে নিমন্ত্রণ করেছেন রাঘব।

রাঘব চাধা ও পরিণীতি চোপড়া (ছবি: টুইটার)

পরিণীতি চোপড়া ও রাঘব চাধা গত মে মাসে দিল্লির কাপুরথালা হাউসে জাঁকজমকভাবে বাগদানের আনুষ্ঠানিকতা সেরেছেন।

এদিকে পরিণীতি চোপড়ার নতুন সিনেমা ‘মিশন রাণীগঞ্জ’ মুক্তি পাবে আগামী ৬ অক্টোবর। এতে ৩৪ বছর বয়সী এই নায়িকার সহশিল্পী বলিউড তারকা অক্ষয় কুমার। চার বছর আগে ‘কেসারি’তে জুটি বেঁধেছিলেন তারা।

‘মিশন রাণীগঞ্জ’ সিনেমায় দেখা যাবে, ১৯৮৯ সালের নভেম্বরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের রাণীগঞ্জে ৩৫০ ফুট গভীর কয়লাখনিতে ৬৫ জন শ্রমিকের আটকে পড়ার সত্যি ঘটনা। তাদের জীবিত উদ্ধারের অভিযানে নেতৃত্ব দেন প্রয়াত খনি প্রকৌশলী যশবন্ত সিং গিল। তার নিরলস প্রচেষ্টা ও বীরত্বে সমস্ত প্রতিকূলতা পেরিয়ে কয়লা খনিতে উদ্ধার অভিযান সফল হয়। এ ঘটনা সারা ভারতসহ বিশ্বকে নাড়া দিয়েছিলো।

পরিণীতি চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)

ইতোমধ্যে ‘মিশন রাণীগঞ্জ’ সিনেমার টিজার ও ‘জলসা টু পয়েন্ট জিরো’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। নতুন সিনেমাটি পরিচালনা করেছেন টিনু সুরেশ দেশাই। অক্ষয় কুমারের প্রশংসিত ও ব্যবসাসফল সিনেমা ‘রুস্তম’ (২০১৬) বানিয়েছিলেন তিনি। সাত বছর পর আবার পরিচালকের আসনে বসলেন ৪৯ বছর বয়সী এই নির্মাতা। নতুন সিনেমাটি প্রযোজনা করেছে পূজা এন্টারটেইনমেন্ট।

পরিণীতি চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)

পরিণীতি চোপড়ার হাতে এখন আরেকটি সিনেমা আছে। এর নাম ‘অমর সিং চামকিলা’। এতে তার সহশিল্পী দিলজিৎ দোশাঞ্জ। পাঞ্জাবি গায়ক-গায়িকা অমর সিং চামকিলা ও অমরজোত কৌরের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে এটি। আশির দশকে তাদের ভক্তিমূলক গান তুমুল শ্রোতাপ্রিয়তা পায়। ১৯৮৮ সালের ৮ মার্চ স্ত্রী ও ব্যান্ডের দুই সদস্যসহ নিহত হন অমর সিং চামকিলা। সিনেমাটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ