Connect with us

ঢালিউড

পরীর হাতে ‘ডোডোর গল্প’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

পরীমণি (ছবি: জাকির হোসেন)

প্রথম সন্তানের মা হওয়া এবং ব্যক্তিজীবনের বিভিন্ন ঘটনায় দুই বছর পর্দার বাইরে বেশ আলোচনায় ছিলেন চিত্রনায়িকা পরীমণি। সন্তানের জন্য শুটিং থেকে নিজেকে দূরে রেখেছিলেন তিনি। অবশেষে তার বিরতি শেষ হচ্ছে।

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন পরীমণি। এর নাম ‘ডোডোর গল্প’। এর মাধ্যমে দুই বছরের বিরতির পর ক্যামেরার সামনে অভিনয়ের জন্য ফিরছেন নায়িকা। মাতৃত্বের স্বাদ পাওয়ার পর অবশেষে চেনা ছন্দে ফিরছেন তিনি। নতুন সিনেমায় সংগ্রামী মা কাজল চৌধুরী চরিত্রে দেখা যাবে তাকে। তার বিপরীতে কে অভিনয় করবেন, তার নাম এখনো জানানো হয়নি।

পরীমণি (ছবি: জাকির হোসেন)

পরীমণি গত ১৬ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘কালকের দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন!’ এর সঙ্গে লেখালেখির ইমোজি জুড়ে দেন তিনি। জানা গেলো, ‘ডোডোর গল্প’র জন্য দিনটি তার কাছে বিশেষ। গতকাল রাতে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে সুখবরটি জানিয়েছেন এই তারকা।

নতুন সিনেমা প্রসঙ্গে পরী বলেন, “লাইট-ক্যামেরা-অ্যাকশন আমার প্রাণে মিশে আছে। সিনেমা অঙ্গনের মানুষেরা আমার আরেকটি পরিবার। দুটি বছর তাদের ভীষণ মিস করেছি। অবশেষে অপেক্ষার পালা শেষ। অনেক সুন্দর একটি গল্পে কাজ করতে যাচ্ছি। এজন্য চার মাস ধরে নিজেকে প্রস্তুত করেছি। প্রতিটি দিন চরিত্র ও পাণ্ডুলিপি নিয়ে ভেবেছি। তাই ‘ডোডোর গল্প’ আমার কাছে অনেক স্পেশাল। বেশ কয়েকটি গল্পের মধ্য থেকে এটি অনেক ভেবেচিন্তে নির্বাচন করেছি। আশা করি, দর্শকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।”

পরীমণি (ছবি: জাকির হোসেন)

২০২১-২০২২ অর্থবছরের সরকারি অনুদানে (৬০ লাখ টাকা) ‘ডোডোর গল্প’ পরিচালনা করবেন রেজা ঘটক। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ তারই। তিনি বলেন, ‘গল্পে একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে তুলে ধরতে চাই। এতে কাজল মেয়েটির প্রায় ২০ বছরের পথচলা দেখা যাবে। এতে ৮৭ জন শিল্পী কাজ করছেন। আগামী ৫ অক্টোবর থেকে ২৫টির বেশি লোকেশনে এর শুটিং হবে।’

পরীমণি (ছবি: জাকির হোসেন)

‘ডোডোর গল্প’ প্রযোজনা করছেন অডিও-ভিডিও প্রতিষ্ঠান জি-সিরিজের স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া (খালেদ)। তিনি বলেন, ‘একজন স্বনির্ভর মায়ের ২০ বছরের সংগ্রামকে চিত্রায়িত করা হবে এই সিনেমায়। এতে কাজল চৌধুরী প্রায় ২০ বছর নিরন্তর অনুসন্ধানের পর হারানো ছেলেকে খুঁজে পাবে।’

নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান জানিয়েছেন, একটানা কাজ করে চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

‘ডোডোর গল্প’ সিনেমার চুক্তি সই অনুষ্ঠানে প্রযোজক ও অভিনেতাদের মাঝে পরীমণি (ছবি: জাকির হোসেন)

চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন অভিনেতা আমিরুল হক চৌধুরী, খায়রুল আলম সবুজ, নেওয়াজ, মনিরা মিঠু।

নতুন সিনেমার আগে রায়হান রাফীর পরিচালনায় নারীকেন্দ্রিক গল্পের ওয়েব ফিল্ম ‘মায়া’য় অভিনয় করবেন পরীমণি। এজন্য কিছুদিন ধরে মহড়া করছেন তিনি। তার বিপরীতে কে থাকবেন এখনো চূড়ান্ত হয়নি। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে টানা ১০-১৫ দিন ঢাকায় শুটিং হবে। এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে।

পরীমণি (ছবি: ফেসবুক)

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে পরীমণির ‘পাফ ড্যাডি’ মুক্তি পেয়েছে গত ৭ সেপ্টেম্বর। এতে সিনেমার নায়িকার ভূমিকায় দেখা গেছে তাকে। সহীদ উন নবীর পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, সজল নূর, আজাদ আবুল কালাম।

পরীমণির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অরণ্য আনোয়ারের ‘মা’। এতে একজন মায়ের ভূমিকায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। এটি ৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যালের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে অংশ নিয়েছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ