গান বাজনা
পাঁচ বছর পর সিনেমার গানে আরফিন রুমি

আরফিন রুমি (ছবি: ফেসবুক)
পাঁচ বছর পর সিনেমার গান গাইলেন সংগীতশিল্পী আরফিন রুমি। এবার ভারতের স্যাভির সুর-সংগীতে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার গাওয়া নতুন গানটির শিরোনাম ‘দুই নয়নের মণি’। এটি থাকছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমায়।
আরফিন রুমি সাধারণত নিজের সুর-সংগীতে গান করেন। অডিও এবং সিনেমায় দুই-তিনবার করে এর ব্যতিক্রম ঘটেছে। ‘ওমর’-এর আগে নিজের বাইরে ‘এইতো প্রেম’ সিনেমায় হাবিব ওয়াহিদের সুর-সংগীতে ‘হৃদয়ে আমার বাংলাদেশ’, ‘কুসুমপুরের গল্প’তে ফেরদৌস ওয়াহিদের সুরে ‘ঝলমল জলসা’ এবং ‘নদীর বুকে চাঁদ’ সিনেমায় শওকাতের সুর-সংগীতে ‘ও প্রিয়তমা’ গানটি গেয়েছেন আরফিন রুমি। এ তালিকায় এবার যুক্ত হলো ‘দুই নয়নের মণি’। এর কথা লিখেছেন সোমেশ্বর অলি।

আরফিন রুমি (ছবি: ফেসবুক)
‘ওমর’ সিনেমার গানটি প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘অন্যের সুর-সংগীতে গাওয়ার প্রস্তাব হরহামেশাই পাই। কিন্তু আমি ঠিক করেছিলাম সিনেমার গান হলে ভেবে দেখবো। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ আমাকে এই গান গাওয়ার সুযোগ দেওয়ায় তার জন্য ভালোবাসা।’
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ছায়া-ছবি’ এবং ‘তারকাঁটা’র সব গানের সুর ও সংগীত পরিচালনা আরফিন রুমির। এছাড়া ‘সম্রাট’ সিনেমার জন্য দুটি গান করেছেন তিনি।
এর আগে ‘ওমর’ সিনেমার থিম সংয়ের ঘোষণা দেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এটি গেয়েছেন ‘নাসেক নাসেক’ তারকা অনিমেষ রায়। এর কথা লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ। মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম।
সর্বশেষ ২০১৮ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমার গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। এছাড়া এসব গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস