Connect with us

কান ফিল্ম ফেস্টিভ্যাল

পাকিস্তানি ছবির কান জয়

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

আলিনা খান ও সায়েম সাদিক

কান ফিল্ম ফেস্টিভ্যালের ফটোকলে আলিনা খান ও সায়েম সাদিক (ছবি: কান উৎসব)

গ্রে স্টুডিও

কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে অফিসিয়াল সিলেকশনে পাকিস্তানের প্রথম ছবি হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়ে সায়েম সাদিকের ‘জয়ল্যান্ড’। এবার এটি জিতলো আঁ সার্তে রিগা শাখার জুরি প্রাইজ। শুক্রবার (২৭ মে) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিট) ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভাল ভবনের সাল দুবুসিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

‘জয়ল্যান্ড’ সায়েম সাদিকের প্রথম চলচ্চিত্র। ফলে ক্যামেরা দ’র (সোনার ক্যামেরা) পুরস্কারের দৌড়ে ফেবারিট হয়ে গেলেন তিনি।

‘জয়ল্যান্ড’ সিনেমার কলাকুশলীরা

কান ফিল্ম ফেস্টিভ্যালের ফটোকলে ‘জয়ল্যান্ড’ সিনেমার কলাকুশলীরা (ছবি: কান উৎসব)

গত ২৩ মে দুপুর ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) সাল দুবুসিতে ‘জয়ল্যান্ড’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়। পাকিস্তানের লাহোরে শ্রমিক শ্রেণির একজন বিবাহিত পুরুষ ও একজন উচ্চাকাঙ্ক্ষী ট্রান্সজেন্ডার নৃত্যশিল্পীর মধ্যে সম্পর্ক গড়ে ওঠাকে কেন্দ্র করে ছবিটির গল্প।

অনেক চলচ্চিত্র বোদ্ধার ধারণা ছিল, সায়েম সাদিকের হাতে উঠবে সেরা চলচ্চিত্রের পুরস্কার। কিন্তু আঁ সার্তে রিগা শাখার সর্বোচ্চ স্বীকৃতি জিতেছে ‘দ্য ওর্স্ট ওয়ানস’। এটি পরিচালনা করেছেন ফরাসি দুই নারী লিজ আকোকা এবং রোমান গিউরে। এটাই তাদের পরিচালিত প্রথম ছবি। ক্যামেরা দ’র (সোনার ক্যামেরা) পুরস্কারের দৌড়ে ফেবারিট এই দুই তরুণীও।

‘দ্য ওর্স্ট ওয়ানস’-এর গল্প একটি চলচ্চিত্রের দৃশ্যধারণকে কেন্দ্র করে। ফ্রান্সের উত্তরে শ্রমিক শ্রেণির বাসিন্দাদের এলাকায় কাজ করার জন্য অপেশাদার অভিনয়শিল্পীদের খুঁজতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে এই ইউনিট। লিলি, রায়ান, মেলিস ও জেসিকে নির্বাচন করা হয়। আশেপাশের সবাই হতবাক হয়, কেন শুধু “সবচেয়ে খারাপ” কে নিবেন?

সেরা অভিনয়ের জন্য যৌথভাবে পুরস্কার পেয়েছেন লুক্সেমবুর্গের অভিনেত্রী ভিকি ক্রিপস এবং ফরাসি উদীয়মান তারকা আদম বেসা। অস্ট্রিয়ার মারি ক্রুয়েৎজার পরিচালিত ‘করসেজ’ ছবিতে অনবদ্য অভিনয় করেছেন ভিকি ক্রিপস। অন্যদিকে তিউনিসিয়ার ছবি ‘হারকা’য় দারুণ অভিনয় করেছেন আদম বেসা।

‘মেট্রোনম’ ছবির জন্য সেরা পরিচালক পুরস্কার পেয়েছেন রোমানিয়ার আলেকসান্দ্রু বেল্ক। এটাই তার পরিচালিত প্রথম ছবি। ফিলিস্তিনের নারী পরিচালক মাহা হাজ ‘মেডিটেরানিয়ান ফিভার’ ছবির জন্য সেরা চিত্রনাট্য পুরস্কার জিতেছেন। ফেভারিট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে লোলা কিভোরনের ‘রোডিও’কে।

এবারের আঁ সার্তে রিগা শাখায় বিচারকদের প্রধান ছিলেন ইতালিয়ান অভিনেত্রী ভালেরিয়া গলিনো। তার নেতৃত্বে কাজ করেছেন আমেরিকান পরিচালক ডেব্রা গ্রানিক, অভিনেত্রী জোয়ানা কুলিগ, ফরাসি অভিনেতা-গায়ক বেঞ্জামা বিয়োলে এবং ভেনেজুয়েলার অভিনেতা-প্রযোজক এডগার রামিরেজ।

৭৫তম কানের আঁ সার্তে রিগায় প্রতিযোগিতায় ছিল মোট ২০টি ছবি। এরমধ্যে ৭টিই বিভিন্ন দেশের পরিচালকদের প্রথম কাজ। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় ম্যাথিউ ভাডেপিড পরিচালিত ‘ফাদার অ্যান্ড সোলজার’।

আগামী ১ জুন থেকে ৭ জুন ফ্রান্সের রাজধানী প্যারিসের রুফলে মেডিসিস প্রেক্ষাগৃহে আঁ সার্তে রিগা শাখার সব ছবির প্রদর্শনী হবে।

আঁ সার্তে রিগা শাখায় বিচারকরা ও বিজয়ীরা

পালে দে ফেস্টিভ্যাল ভবনের সাল দুবুসিতে আঁ সার্তে রিগা শাখায় বিচারকরা ও বিজয়ীরা (ছবি: কান উৎসব)

আঁ সার্তে রিগা বিজয়ী তালিকা
আঁ সার্তে রিগা প্রাইজ
দ্য ওর্স্ট ওয়ানস (পরিচালক: লিজ আকোকা এবং রোমান গিউরে, ফ্রান্স)

জুরি প্রাইজ
জয়ল্যান্ড (পরিচালক: সায়েম সাদিক, পাকিস্তান)

সেরা পরিচালক
আলেকসান্দ্রু বেল্ক (সিনেমা: মেট্রোনম, রোমানিয়া)

সেরা চিত্রনাট্য
মেডিটেরানিয়ান ফিভার (পরিচালক: মাহা হাজ, ফিলিস্তিন)

সেরা অভিনয়
ভিকি ক্রিপস (সিনেমা: করসেজ) এবং আদম বেসা (সিনেমা: হারকা)

জুরি ফেভারিট অ্যাওয়ার্ড
রোডিও (পরিচালক: লোলা কিভোরন)

  • আঁ সার্তে রিগা শাখায় বিচারকরা ও বিজয়ীরা

    পালে দে ফেস্টিভ্যাল ভবনের সাল দুবুসিতে আঁ সার্তে রিগা শাখায় বিচারকরা ও বিজয়ীরা (ছবি: কান উৎসব)

  • ‘জয়ল্যান্ড’ সিনেমার কলাকুশলীরা

    কান ফিল্ম ফেস্টিভ্যালের ফটোকলে ‘জয়ল্যান্ড’ সিনেমার কলাকুশলীরা (ছবি: কান উৎসব)

  • আলিনা খান ও সায়েম সাদিক

    কান ফিল্ম ফেস্টিভ্যালের ফটোকলে আলিনা খান ও সায়েম সাদিক (ছবি: কান উৎসব)

  • আলিনা খান ও সায়েম সাদিক

    কান ফিল্ম ফেস্টিভ্যালের ফটোকলে আলিনা খান ও সায়েম সাদিক (ছবি: কান উৎসব)

  • আঁ সার্তে রিগা শাখায় বিচারকরা ও বিজয়ীরা
  • ‘জয়ল্যান্ড’ সিনেমার কলাকুশলীরা
  • আলিনা খান ও সায়েম সাদিক
  • আলিনা খান ও সায়েম সাদিক

সিনেমাওয়ালা প্রচ্ছদ