গান বাজনা
‘পিপ্পা’র নির্মাতাদের দাবি, ‘কারার ঐ লৌহ কপাট’ নতুন সুরে তৈরির অনুমতি দিয়েছে নজরুলের পরিবার

এ আর রাহমান (ছবি: ফেসবুক)
বলিউডের হিন্দি সিনেমা ‘পিপ্পা’র জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি নতুনভাবে তৈরি করে শোরগোল ফেলে দিয়েছেন ভারতীয় সুরকার ও সংগীত পরিচালক এ আর রাহমান। এ ঘটনায় বিতর্কের ঢেউ ছড়িয়ে পড়েছে। অবশেষে বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছেন ‘পিপ্পা’র নির্মাতারা। এর মাধ্যমে তারা ক্ষমাপ্রার্থনা করলেও একইসঙ্গে জানিয়েছেন, নজরুলের পরিবারের অনুমতি ও যথাযথ স্বত্ব নিয়েই নতুন সুরে সাজানো হয়েছে ‘কারার ঐ লৌহ কপাট’।
‘কারার ঐ লৌহ কপাট’ গানের মূল সংস্করণের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছেন ‘পিপ্পা’র নির্মাতারা। পাশাপাশি তারা স্পষ্ট করেছেন, চুক্তির শর্তাবলী মেনে শিল্পের খাতিরে নজরুলের কথার ওপর নতুন সুর বসিয়েছেন এ আর রাহমান। মূল গানের গানটির ঐতিহাসিক তাৎপর্য জানা আছে বলেও বিবৃতিতে নির্মাতারা উল্লেখ করেন। তাই নতুন সংস্করণ যদি কারো অনুভূতিতে আঘাত দিয়ে থাকে সেজন্য ক্ষমা চেয়েছেন তারা।
বিবৃতিতে জানানো হয়েছে, কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী ও তার ছেলে কাজী অনির্বাণের কাছ থেকে যাবতীয় নিয়ম মেনে গানটির স্বত্ব নিয়েছে ‘পিপ্পা’ টিম। তাদের দাবি, গানের কথা ঠিক রেখে সুরের পরিবর্তন চুক্তি অনুযায়ী করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘উপমহাদেশের সংগীতাঙ্গন, সমাজ ও রাজনীতিতে কাজী নজরুল ইসলামের অবদান অপরিসীম। তাঁর গানটির মূল সুরের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। মূল গানটিকে কেন্দ্র করে শ্রোতাদের আবেগকে সম্মান জানাই আমরা। শিল্প যেহেতু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, সেখানে আমাদের পদক্ষেপ যদি কারো আবেগে আঘাত দিয়ে থাকে, সেজন্য আমরা ক্ষমাপ্রার্থী। বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীনতা, শান্তি ও ন্যায়ের জন্য যারা লড়েছিলেন, তাদের সম্মান জানাতে গানটি তৈরি করা হয়েছে।’
তবে এ আর রহমান কোনো মন্তব্য না করলেও সোশ্যাল মিডিয়ায় ‘পিপ্পা’র নির্মাতাদের বিবৃতি শেয়ার দিয়েছেন।
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে গত ১০ নভেম্বর মুক্তি পাওয়া বলিউডের হিন্দি সিনেমা ‘পিপ্পা’য় ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। সাধারণত জনপ্রিয় গান সুর ঠিক রেখে নতুন সংগীতায়োজনে তৈরি করে থাকেন অনেকে। কিন্তু অস্কারজয়ী সুরকার এ আর রহমান নিজের মতো সুরারোপ করেছেন। মূলত এখানেই ঘটেছে বিপত্তি। তাকে লাখ লাখ বাঙালি ও নজরুল-অনুরাগীদের বিষোদ্গার হজম করতে হয়েছে।
১৯৭১ সালে যশোরের গরিবপুরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সত্যি ঘটনা অবলম্বনে ‘পিপ্পা’ পরিচালনা করেছেন রাজা কৃষ্ণ মেনন। গল্পের প্রয়োজনে ‘কারার ঐ লৌহ কপাট’ সংযোজন করা হয়েছে সিনেমায়। গত ৭ নভেম্বর জি মিউজিক কোম্পানি এবং এ আর রহমানের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়। এরপরই উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ ও ভারতের বাংলা সংগীতাঙ্গন।

‘পিপ্পা’ সিনেমার পোস্টার (ছবি: রয় কাপুর ফিল্মস)
অবিস্মরণীয় গানটি নতুন সুরে শুনে যারপরনাই ক্ষুব্ধ দুই বাংলার শিল্পীরা। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনদের মন্তব্য ‘কারার ঐ লৌহ কপাট’ বিকৃতি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রতিবাদ উঠেছে। এতে ব্যাপক সমালোচিত হয়েছেন এ আর রহমান।

এআর রহমান, ‘পিপ্পা’ সিনেমার পোস্টার, কাজী নজরুল ইসলাম (ছবি: ফেসবুক)
যেভাবে রচিত হয়েছে ‘কারার ঐ লৌহ কপাট’
১৯২১ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ কারাগারে থাকাকালীন তাঁর স্ত্রী বাসন্তী দেবীর অনুরোধে স্বদেশপ্রেমের পটভূমিতে ‘কারার ঐ লৌহ কপাট’ রচনা করেন কাজী নজরুল ইসলাম। কারাগার ভাঙার বস্তুনিষ্ঠতা নিয়ে কবিতাটি লেখা। এর শিরোনাম ‘ভাঙার গান’। এটি বাঙ্গালার কথা পত্রিকায় প্রথম প্রকাশ করেন বাসন্তী দেবী। পরে এটি স্থান পায় কাজী নজরুল ইসলামের ‘ভাঙার গান’ কাব্যগ্রন্থে। ১৯৪৯ সালে গিরীন চক্রবর্তীর কণ্ঠে গান হিসেবে ‘কারার ঐ লৌহ কপাট’ প্রথম শ্রোতাদের কাছে যায়। একই বছর ‘চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন’ সিনেমায় এটি ব্যবহার হয়েছে। জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’ সিনেমায় একই সুরে গানটি রাখা হয়। এটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিসংগ্রামে বাঙালিদের দেশপ্রেমে অনুপ্রেরণা জুগিয়েছে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস